পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2. অন্তখগু সঙ্কীৰ্ত্তন রঙ্গে ॥ রুপা করি প্রভু সঙ্গে লইলেন তানে। অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বনে। তবে চন্দ্রশেখর আচার্য কোলেকরি। উচ্চঃস্বরে কান্দিতে লাগিলা গেী রহরি ॥ গৃহে চল তুমি সৰ্ব্ববৈষ্ণবের স্থানে। কহিও সবারে আমি চলিলাম বনে গৃহে চল তুমি দুঃখ না ভাবিহ মনে। তোমার হৃদয়ে আমি বন্দি সৰ্ব্বক্ষণে । তুমি মোর পিতা মুঞি নন্দন তোমার। জন্মই তুমি প্রেম সংহতি আমার । এতেক বলিয়৷ তানে ঠাকুর চলিলা । মুচ্ছাগত হই চন্দ্রশেখর পড়িলা ॥ কৃষ্ণের অচিন্ত্য শক্তি বুঝনে না যায় । অতএব সে বিরহে প্রাণ রক্ষা পায় ॥ ক্ষণেকে চৈতন্য পাই শ্ৰীচন্দ্রশেখর । নবদ্বীপ প্রতি তিহে। গেলা সে সত্বর ৷ তবে নবদ্বীপে চন্দ্র শেখর আইলা । সবস্থিানে কহিলেন প্রভু বনে গেলা ॥ শ্ৰীচন্দ্রশেখর মুখে শুনি ভক্তগণ । আৰ্ত্তনাদে লাগিলেন করিতে ক্ৰন্দন ॥ শুনিয়া হইল মাত্র অদ্বৈত মুছ্‌ি ত। প্রাণ নাহি দেহে প্রভু পড়িলা ভূমিত। শচী দেবী রহিলেন জড়প্রায় হঞা কৃত্রিম পুতলি যেন কাছে দাণ্ডাইয়৷ ভক্ত পত্নী সব যত পতিব্ৰত গণ । ভূমিতে পড়িয়া সবে করেন ক্ৰন্দন ॥ কোটি মুখ হইলেও সেসব ৰিলাপ | বর্ণিতে না পারি সে সভের অনুতাপ | অদ্বৈত বলয়ে মোর নারহে জীবন । বিদরে পাষাণ কাষ্ঠ শুনি সে ক্ৰন্দন ॥ অদ্বৈত বলয়ে আর কি কাৰ্য্য জীবনে। সে হেন ঠাকুর মোর ছাড়িল যখনে ॥ প্রবিষ্ট হইমু আজি সৰ্ব্বথা গঙ্গায়। দিনে লোক ধরি বেক চলিয়ু নিশায় ৷ এইমত বিরহে সকল ভূক্তগণ। সভার হইল বড় চিন্ত উচাটন ॥ কোন মতে চিত্তে কেহো স্বাস্থ্য নাহি পায় ৷ দেহ এড়িবারে সভে চাহেন সদায়। যদ্যপিও সভেই পরম মহাধীর । তৰ্ভু কেহ কাহারে করিতে নারে স্থির ॥ ভক্তগণে দেহ ত্যাগ ভাবিলা নিশ্চয় । জানি সভা প্রবোধি আকাশ বাণী হয় ৷ দুঃখন ভাবিহ অদ্বৈতাদি ভক্তগণ সবে সুখে কর কৃষ্ণচন্দ্র আরা ধন। সেই প্রভু এই দিন দুই চারি ব্যাজে। আসিয়া মিলিব তোমা সভার সমাজে দেহ ত্যাগ কেহ কিছু না ভাবিহ মনে । পুৰ্ব্ববৎ সভে বিহরিবে প্রভুসনে শুনিয় আকাশ বাণী সৰ্ব্ব ভক্তগণ। দেহ ত্যাগ প্রতি কিছু ছাড়িলেন মন ৷ করি অব লম্বন প্রভুর গুণ নাম। শচী বেড়ি ভক্তগণ থাকে অবিরাম। তবে গৌরচন্দ্র নাসির চূড়ামণি চলিলা পশ্চিম মুখে করি হরি দ্বনি। নিত্যানন্দ গদাধর মুকুন্দ সংহতি । গবিন্দ পশ্চাতে অগ্ৰে কেশব ভারতী। চলিলেন মাত্র প্রভু মত্ত সিংহ প্রায় । লক্ষকোটি লোক কামিদ পাছে২ ধায় । চতুর্দিগে লোক কান্দি বন ভাঙ্গি ধায় । সভারে করেন প্রভু কৃপা অমায়ায়। সবে গৃহে গিয়া ভাই লহ কৃষ্ণ নাম । সভার হউফ কৃষ্ণচন্দ্র ধন প্রাণ ॥ ব্রহ্মা শিব শুকাদি যেরস বাঞ্ছা করে হেন রস হউ তোমা সভার শরীরে। বর শুনি সৰ্ব্বলোক কান্দে উচ্চস্বরে। পর বশ প্রায় সভে ভাইলেন ঘরে। রাঢ়ে আসি গেীর চন্দ্র হইল প্রবেশ। অদ্যপিছ