পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উঠিল পরমানন্দ কৃষ্ণ কোলাহল । সম্ভেই হইল অতি আনন্দে বিহবল ৷ যে দিবসে গেলা প্ৰভু করিতে সন্ন্যাস। সে দিবস হইতে আইর উপবাস । দ্বাদশ উপাস তান নাহিক ভোজন । চৈতন্য প্রভাবে মাত্র আছয়ে জীবন ॥ দেখি নিত্যানন্দ বড় দুঃখিত অন্তর। আইরে প্রবোধি কিছু কহেন উত্তর । কৃষ্ণের রহস্য কোন না জানবী তুমি। তোমারে বা কিবা কহিবারে পারি আমি ৷ তিলান্ধে কো চিত্তে নাহি করিহ বিষাদ । বেদেও কি পাইবেন তোমার প্রসাদ ॥ বেদে যারে নিরবধি করে অন্বেষণ । সে প্রভু তোমার পুত্ৰ সভার জীবন ॥ হেন প্রভু বুকে হাথ দিয়া আপনার । আপনে সকল ভরি লইল তোমার ॥ ব্যবহার পরমথ যতেক তোমার। মোরদায় প্রভু বলিয়াছে বার বার ॥ভাল হয় যেমতে প্ৰভু সে সবজানে সুখে থাক তুমি দেহ সমৰ্পিয়; তানে ॥ শীঘ গিয়া কর মাত কৃষ্ণের রন্ধন। আন নিদত হউক সকল ভক্তগণ ॥ তোমার হস্তের অন্নে সভাকার আশ । তোমার উপ বাসে সেকৃষ্ণের উপবাস । তুমি যেনৈবেদ্য কর করিয়া রন্ধন। মোহর একান্ত তাহা খাইবার মন । তবে আই শুনি নিত্যানন্দের বচন । বিরহ পাসরি গেলা করিতে রন্ধন ৷ কৃষ্ণের নৈবেদ্য করি আই পুণ্যবতী। আগ্রে দীলা নিত্যানন্দ স্বৰূপের প্রতি । তবে আই সৰ্ব্ব বৈষ্ণবের অগ্ৰে দিয়া । করিলেন ভোজন সভারে সন্তোষিয়া পরম আনন্দ হইলেন ভক্তগণ দ্বাদশ উপাসে তাই করিলা ভোজন ॥ তবে সৰ্ব্ব ভক্তগণ নিত্যানন্দ সঙ্গে ॥ প্রভু দেখিবারে সজ্জ করিলেন রঙ্গে ॥ এ সব আখ্যান যত নবদ্বীপ বাসী । শুনিলেন গৌরচন্দ্র হইলা সন্ন্যাসী ॥ শুনিয়া অস্তুত নাম ঐকৃষ্ণ চৈতন্য। সৰ্ব্ব লোক হরি বলি বলে ধন্য২ ফুলিয়া নগরে প্রভু আছেন শুনিয়া। দেখিতে চলিলা সব লোক হর্ষ হঞা । কিবা বৃদ্ধ কিব। শিশু কি পুরুষ নারী। আনন্দে চলিলা সতে বলি হরি২ ॥ পূর্বে যে পাষণ্ডী সব করিল নিন্দন। তাহারা সপরিবারে করিলা গমন। গুঢ়ৰূপে নবদ্বীপে লভিলেন জন্ম । না বুঝিয় নিন্দ করিলাম তান কৰ্ম্ম ॥ এবে লই গিয়া তান চরণে শরণ তবে সব অপরাধ হইব খণ্ডন ॥ এইমত বলি লোক মহানন্দে ধায় । হেন নাহি জানি লোক কত পথে যায়। অনন্ত অর্বুদ লোক হৈল খেয়া ঘাটে। খেয়ারি করিতে পার পড়িল সঙ্কটে। কেহ বান্ধে ভেলা কেহ ঘট বুকে করে। কেহব কলার গাছ ধরিয়া সীতারে । কতবা হইল লোক নাহি সমুচ্চয়। যে যেমতে পারে সই মতে পার হয়। সহস্র২ লোক এক লায়ে চড়ে। কথোদুর গিয়া মাত্র নৌকা ডুবি পড়ে। তথাপিহ চিত্তে কেহ বিষাদ না করে। ভাসে সৰ্ব্ব লোক হরি বলে উচ্চস্বরে ৷ হেন সে আনন্দ জন্মিয়াছে যে অন্তরে । সৰ্ব্বলোক ভাসে মহা আনন্দ সাগরে ৷ যে না জানে সাতারিতে সেও ভাসে মুখে। ঈশ্বর প্রভাবে কুল পায় বিন! দুঃখে ॥ কতোদিগে লোক পার হয় নাহি জানি সবে মাত্র চতুর্দিগে শুনি