পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ১১ * মত বিরহে রহিল। ভক্তগণ দৈবে সেই প্ৰভু ভক্তগণ সেই সব। উপমাও সেই২ সেই অনুভব । জীবন মরণ কৃষ্ণ ইচ্ছায়ে সে হয়। বিষ বা অমৃত ভখিলে ও কিছু নয়। যেমতে বাহারে কৃষ্ণ চন্দ্র রাখে মারে। তাহা বহি আর কেহ করিতে না পারে। হেনমতে শ্ৰীগৌরমুন্দর নীলাচলে। চলিয়া ষায়েন প্ৰভু নিজ কুতুহলে। নিতানন্দ গদাধর মুকুন্দ গোবিন্দ। সংহতি জগদানন্দ আর ব্রহ্মানন্দ ॥ পথে প্রভু পরীক্ষা করেন সভা প্রতি । কি সম্বল আছে বল কাহার সংহতি ॥ কেবা কি দিয়াছে কারে পথের সম্বল। নিস্কপটে মোর স্থানে কহত সকল । সতে বলে প্রভু বিনা তোমার আজ্ঞায়। কার দ্রব্য লইতে বা শক্তি আছে কায় ৷ শুনিয়া ঠাকুর বড় সন্তোষ হইলা । শেষে সেই লক্ষে তত্ব কহিতে লাগিল। প্রভু বলে কার দ্রব্য কিছু না লইলা । তাহাতে আমার মন সন্তোষিত হৈলা ৷ ভোক্তব্য অদৃষ্টে থাকে যে দিনে লিখন। অরণ্যেতে আমি মিলে অবশ্ব তখন। প্রভু যারে যে দিবস না লিখে তাহার। রাজপুত্ৰ হউ তভু উপবাস তার। থাকিলেও খাইতে না পারে, আজ্ঞাবিনে। অকস্মাৎ কন্দল করয়ে কার সনে ॥ ক্রোধ করি বলে মুঞি না খাইব ভাত। দিব্য করিলেক নিজ শিরে দিয়া হাথ ॥ অথবা সকল দ্রব্য হৈল বিদ্যমান। অচম্বিতে জ্বর দেহে হৈল অধিষ্ঠান। জ্বর বেদনায় কোথা থাকিল ভক্ষণ। অতএব ঈশ্বরের ইচ্ছাসে কারণ ত্রিভুবনে ক্লষ্ণ দিয়াছেন অন্নছত্র । ঈশ্বরের আজ্ঞা থাকে মিলিব সৰ্ব্বত্র। আপনে ঈশ্বর সর্বজনেরে শিখায় । তাহাতে বিশ্বাস যার সেই সুখপায় ॥ যেতে মতে কেনে কোটি যত্ন নাহি করে । ঈশ্বরের ইচ্ছা হইলে সে ফল ধরে । হেন মতে প্রভু তত্ত্ব কহিতে কহিতে। উত্তরল আসি আঠিসারা নগরেতে। সেই অাঠি সারা গ্রামে মহা ভাগ্যবান। আছেন পরম সাধু শ্ৰীঅনন্ত নাম ॥ রহিলেন আসি প্রভু তাহার আলয়ে। কি কহিব আর তার ভাগ্য নমুচ্চয়ে। অনন্ত পণ্ডিত অতি পরম উদার। পাইন্ন পরমানন্দ বাহ নাহি আর ॥ বৈকুণ্ঠের পতি আসি অতি থী হইলা । সন্তোষে ভিক্ষার সজ করিতে লাগিলা ॥ সৰ্ব্বগণ সহে প্রভু করি লেন ভিক্ষ । সন্ন্যাসীরে ভিক্ষুকের ধৰ্ম্ম করি শিক্ষা । সৰ্ব্ব রাত্রি কৃষ্ণ কথা কা র্তন প্রসঙ্গে। অাছিলেন অনন্ত পণ্ডিত গৃহে রঙ্গে ॥ শুভ দৃষ্টি অনন্ত পণ্ডিত প্রতি করি। প্রভাতে চলিল প্রভু বলি হরিখ ॥ দেখি সৰ্ব্বতাপহর প্রচন্দ্ৰ বদন হরি বলি সৰ্ব্বলোক ডাকে অনুক্ষণ ॥ যোগেন্দ্র হৃদয়ে অতি দুল্লভ চরণ। হেন প্রভু চলি যায় দেখে সৰ্ব্বজন । এইমত প্ৰভু জাহ্লবীর কুলে কুলে। আইলেন ছত্রভোগ মহা কুতুহলে। সেই ছত্রভোগে গঙ্গা হই শতমুখী। বহিতে আছেন সৰ্ব্বলোক করি সুখী। জলময় শিবলিঙ্গ আছে সেই স্থানে। অম্বলিঙ্গ ঘাট করি বলে সৰ্ব্বজনে ॥ অস্ক লিঙ্গ শঙ্কর হইলা যে নিমিত্ত। সেই কথা কহি শুন হঞা এক