পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネe ७पनिT थॐ বোলে। অস্তু ত দেখিয়া সভে পড়িলেন ভোলে ॥ সভে জিজ্ঞাসেন বাপ কহত নিমাঞি । কে তোমারে আনিল পাইয়া কোনঠাঞি ৷ প্ৰভু বোলে আমি গিয়া ছিলাম গঙ্গাতীরে। পথ হরিাইয়। আমি বেড়াই নগরে ৷ তবে দুইজন আম৷ কোলেত করিয়া। কোন পথে এই খানে খুইল আনিয়া। সতে বলে মিথ্যা কভু নহে সত্যবাণী। দৈবেরাখে শিশুবুদ্ধি অনাথ আপনি ৷ এইমত বিচার করেন সৰ্ব্বজনে বিষ্ণুমায়া মোহে কেহো তত্ব নাহি জানে। এইমত রঙ্গকরে বৈকুণ্ঠের রায় । কে তানে জনিতে পারে যদি না জানায় ॥ বেদগৌপ্য এসব আখ্যান যে বা শুলে। তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে ॥ হেনমতে অাছে প্ৰভু জগন্নাথ ঘরে । অলক্ষিতে বহুবিধ স্বপ্রকাশ করে ৷ এক দিন ডাকিবোলে মিশ্রপুরন্দর । আমার পুস্তক আন বাপ বিশ্বম্ভর । বাপের বচন শুনি ধাএংঘরে যায়। রুণুঝুনু করিতে নূপুর বাজে পায়। মিশ্রবলে কোথা শুনি নুপুরের দ্বনি। চত্তর্দিগে চাহে দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহিক নুপুর। কোথায় হইল বাদ্য নুপুর মধুর। কি অদ্ভুত দুইজনে মনে মনে গুণে বচন নুফুরে দুইজনের বদনে । পুথি দিয়া প্ৰভু চলিলেন খেলাইতে । আর অদভুত দেখে গৃহের মাঝাতে। সব গৃহে দেখে অপৰূপ পদচিহ্ন। দ্বজবজাঙ্কুশ পতাকাদি ভিন্নভিন্ন। আনন্দিত দোহেঁ দেখি অপূৰ্ব্ব চরণ। দোষ্টে হৈলা পুলকিত সজল নয়ন। পাদপদ্ম দেখি দোহে করে নমস্কার। দোহে বলে নিস্তারিনু জন্মনাছি আর ॥ মিশ্র বলে শুন বশ্বৰূপের জননি। ঘৃত পরমান্ন গিয় রান্ধহ আপনি । ঘরে যে আছেন দামোদর শালগ্রাম । পঞ্চগব্যে সকালে করাব তানে স্নান ॥ বুঝিলাম তিইোঘরে বুলেন আপনি। অতএব শুনিলাম নুপুরের ধনি। এইমত দুইজন পরম হরিষে। শাল গ্রাম পূজাকরে প্রভু মনে হাসে । আর এক কথা শুন পরম অদ্ভূত। যে রঙ্গ করিলা প্ৰভু জগন্নাথ মৃত ॥ পরম মুকুতি এক তৈর্থিক ব্রাহ্মণ। রুষ্ণের উদ্দেশে করে তীর্থ পর্যাটন ॥ ষড়াক্ষর গোপাল মন্ত্রের উপাসন। গোপালের নৈবেদ্য বিনে না করে ভোজন ॥ দৈব ভাগ্যযোগে তীর্থ ভ্ৰমিতে ভ্ৰমিতে। আসিয়া মিলল বিপ্ৰ প্রভুর বাড়িতে। কণ্ঠে বলি গোপাল ভূষণ শালগ্রাম। পরম ব্রহ্মণ্যতেজ অতি অনুপাম । নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বোলে। অন্তরে গোবিন্দ রস দুই চক্ষুদুলে। দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাহার। সন্ত্রমে উঠিয়া করিলেন নম স্কার ॥ অতিথি ব্যবহার ধৰ্ম্ম যেন মত হয়। সব করিলেন জগন্নাথ মহাশয় ॥ আপনে করিলা তার পাদ প্রক্ষালন । বসিতে দিলেন আনি উত্তম আসন ॥ সুস্থ ছই যদি বসিলেন বিপ্রবর। তবে তারে মিশ্র জিজ্ঞাসিলা কোথা ঘর। বিপ্রবলেন আমি উদাসীন দেশান্তরী। চিত্তের বিক্ষেপে মাত্র পর্যাটন করি। প্রণতি করিয়া মিশ্র বলেন বচন জগতের ভাগ্যে সে তোমার পর্যাটন। বিশেষ ঝামার