পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ミ> করি কহয়ে যে স্থানে। নিদ্রায়ে যে স্থানে সমাধির ফল হয়। শয়নে প্রণাম ফল যথা বেদে কয় ॥ প্রন্দ্রক্ষিণ ফল পায় করিলে ভ্রমণ। কথা মাত্র যথা হয় আমার স্তবন। হেন সে ক্ষেত্রের অতি প্রভাব নিৰ্ম্মল । মৎস্য খাইলেও পায় হবিস্তের ফল ॥ নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম । তাহাতে যতেক বৈসে সে আমার সম ॥ সেস্থানে নাহিক যমদণ্ড অধিকার । আমি করি ভাল মন্দ বিচার সভার । হেন যে আমার পুরী তাহার উত্তরে । তোমারে দিলাম স্থান রহিবার তরে। ভক্তিমুক্তিপ্রদ সেই স্থান মনোহর। তথাও বিখ্যাত হৈব ঐভু বনেশ্বর। শুনিয়া অস্তুত পুরীমহিমা শঙ্কর। পুনঃ শ্ৰীচরণ ধরি করিল উত্তর। শুন প্রাণনাথ মোর এক নিবেদন । মুঞি সে পরম অহস্কৃত সৰ্ব্বক্ষণ ॥ এতেকে তে৷ মারে ছাড়ি আমি অন্য স্থানে। থাকিলে কুশল মোর নহিব কখনে ॥ তোমার নিকটে থাকি সবে মোর মন। দুষ্টসঙ্গ দোষে ভাল নহিব কখন ॥ এতেকে আ মারে যদি থাকে ভূত্যজ্ঞান। তবে প্ৰভু ক্ষেত্রে মোরে দেহ এক স্থান ॥ ক্ষে ত্রের মহিমা শুনি শ্ৰীমুখে তোমার। বড় ইচ্ছা হৈল তথা থাকিতে আমার ॥ নিকৃষ্ণ হইয়া প্ৰভু সেবিব তোমারে । তথায় তিলেক স্থান দেহ প্ৰভু মোরে ক্ষেত্র বাস প্রতিমোর বড়লয় মন । এতবলি মহেশ্বর করেন ক্রন্দন ॥ শিব বাক্যে তুষ্ট হই শ্ৰীচন্দ্ৰবদন। বলিতে লাগিল৷ তারে করি আলিঙ্গন। শুন শিব তুমি মোর নিজদেহ সম । যে তোমার প্রিয় সে মোহর প্রিয়তম । যথা ভুমি তথা আমি ইথে নাহি আন । সৰ্ব্বক্ষেত্রে তোমারে দিলাম আমি স্থান । ক্ষেত্রের পালক তুমি সৰ্ব্বথা আমার । সৰ্ব্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার ৷ একাম্বক বন তোমারে দিলাম আমি । তাহাতেও পরিপূর্ণ ৰূপে থাক তুমি। সেই ক্ষেত্র আমার পরম প্রিয়স্থান । মোর প্রীতে তথায় থাকিবে সৰ্ব্বক্ষণ ॥ যে আমার ভক্ত হই তোমা অনfদরে । সে আমারে মাত্ৰ যেন বিড়ম্বন করে ॥ হেনমতে শিব পাইলেন সেই স্থান। অদ্যপিও বিখ্যাত ভুবনেশ্বর নাম । শিব প্রিয় বড় কৃষ্ণ তাহা বুঝাইতে। নৃত্যকরে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে। যত কিছু ক্লষ্ণ কহিয়াছেন পুরাণে। এবে তাহ দেখায়েন সাক্ষাতে আপনে । শিবরাম গোবি নদ বলিয়া গৌর রায়। হাতে তালি দিয়া নৃত্য করেন সদায় ॥ আপনে ভুবনে শ্বর গিয়া গৌরচন্দ্র । শিব পুজা করলেন লই ভক্ত বৃন্দ । শিক্ষাগুরু ঈশ্বরে শিক্ষা যেন মানে। নিজ দোষে দুঃখ পায় সেই সব জনে ॥ সেই সব গ্রামে প্ৰভু ভক্ত বৃন্দ সঙ্গে । শিবলিঙ্গ দেখি২ ভ্ৰমিলেন রঙ্গে ॥ পরম নিভূত এক দেখি শিব স্থান । সুখী হৈলা শ্ৰীগৌরসুন্দর ভগবান ॥ সেই গ্রামে যতেক আছয়ে দেবা লয় । সব দেখিলেন শ্ৰীগৌরাঙ্গ মহাশয় ॥ এইমতে সৰ্ব্ব পথে সন্তোষে আসি তে। উক্তরিলা আসি প্রভু কমলপুরেতে। দেউলের দ্বজ মাত্র দেখিলেন দুরে