পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネネ অন্তখণ্ড প্রবেশিলা প্রভু নিজ আনন্দ সাগরে ৷ অকথ্য অস্তুত প্রভু করেন হুঙ্কার। বিশাল গৰ্জ্জন কম্প সৰ্ব্বদেহ তার ॥ প্রাসাদের দিগে মাত্র চাহিতেই । চলিলেন প্ৰভু শ্লোক পড়িতেই । ক্রমুখের অৰ্দ্ধশ্লোক শুন সাবধানে। যে লীলা করিলা গৌরচন্দ্র ভগবানে ॥ তথাহি। প্রাসাদাগ্রে নিবসতি পুরঃ স্মেরবক্তারবিন্দো মামালোক্য স্মিত সবদনেবাল মুৰ্ত্তিঃ * । * ॥ প্রভু বলে দেখ প্রাসাদের অগ্র মুলে । হাসেন আমারে দেথি শ্ৰীবালগোপালে। এই শ্লোক পুনঃপুন পড়িয়া২। অাছাড় খায়েন প্রভু বিবশ হইয় । সে দিনের যে আছাড় যে আৰ্ত্তি ক্ৰন্দন। অনন্তের জিহ্বায় সে হয়েন বর্ণন ॥ চক্রপ্রতি দৃষ্টি মাত্র করেন সকলে। সেই শ্লোক পড়িয়া পড়েন ভূমিতলে। এইমত দণ্ডবৎ হইতেই। সৰ্ব্বপথ আইলেন প্রেম প্রকাশিতে ৷ ইহারে সে বলি প্রেমময় অবতার। এশক্তি চৈতন্য বহি অন্যে নাহি আর ॥ পথে যত দেখয়ে স্বকৃতি নরগণ। তারা বলে এইত সাক্ষাৎ নারায়ণ ॥ চতুর্দিগে বেড়িয়া আইসে ভক্তগণ আনন্দ ধারায় পূর্ণ সভার নয়ন ॥ সবে চারি দণ্ডের পথ প্রেমের আবেশে। প্রহর তিনেতে আসি হইলা প্রবেশে ॥ আইলেন মাত্র প্রভু আঠার নালায়। সৰ্ব্বভাব সম্বরণ কৈল। গৌররায়। স্থির হই বসিলেন প্রভু সভালঞা সভারে বলেন অতি বিনয় করিয়া । তোমরাত আমার করিলা বন্ধু কাজ। দেখা ইলে আনি জগন্নাথ মহারাজ ॥ এবে আগে তোমরা চলহ দেখিবারে । আমি ব। যাইব আগে তাহ বল মোরে । মুকুন্দ বলেন তবে তুমি আগে যাও। ভাল বলি চলিলেন শ্ৰীগৌরাঙ্গ রায় । মত্ত সিংহ গতি জিনি চলিলা সত্ত্বৱ। প্রবিষ্ট হইল আসি পুরীর ভিতর। প্রবেশ হইলা গৌরচন্দ্র নীলাচলে। ইহা যে শুনয়ে সে ভাসয়ে প্ৰেমজলে ॥ ঈশ্বরের ইচ্ছ। সাৰ্ব্বভৌম সেই কালে । জগন্নাথ দেখিতে আছেন কুতূহলে। হেনকালে গৌরচন্দ্ৰ জগত জীবন। দেখিলেন জগন্নাথ সুভদ্র সঙ্কর্ষণ ॥ দেখি মাত্র প্রভু করি পরম হুঙ্কার। ইচ্ছা হৈল জগন্নাথ কোলেকরিবার। লাফদেন মহাপ্রভু আনন্দে বিহ্বল। চতুর্দিগে ছুটে সবনয়নের জল ॥ক্ষণেক পড়িল৷ হই আনন্দে মুষ্ঠিত। কেবুঝয়ে ঈশ্বরের অগাধ চরিত। অজ্ঞপড়িহারিসব উঠিল মারিতে। আস্তে ব্যস্তে সাৰ্ব্বভৌম পড়িলা পৃষ্ঠেতে ॥ হৃদয়ে চিন্তেন সাৰ্ব্বভৌম মহাশয় । এতশক্তি মনুষ্যের কোনকালে নয়। এহুঙ্কার এগজ্জন এপ্রেমের ধার যতকিছু অলৌকিক শক্তির প্রচার। এই জন হেনবুঝি শ্ৰীকৃষ্ণচৈতন্য। এইমত চিন্তে সাৰ্ব্বভৌম অতিধন্য। সাৰ্ব্বভৌম নিবারণে সৰ্ব্ব পড়িহারি। রছিলেন দূরে সভে মহাভয় করি ৷ প্ৰভু সে হইয়াছেন অচেতন প্রায় । দেখিমাত্র জগন্নাথ নিজ প্রিয় কায়। কি আনন্দে মগ্নহৈলা বৈকুণ্ঠ ঈশ্বর। বেদেও এসব তত্ব জানিতে দুস্কর ৷ সেই প্ৰভু গৌরচন্দ্র চতুবুহি ৰূপে । আপনে বসিয়াছেন সিংহাসনে মুখে অপিনেই উপাসক হই করে ভক্তি। অতএব কে বুঝয়ে ঈশ্বরের শক্তি ॥ আপ