পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্য ছাগলত । २ १ BB BBBS BBBB BBBB BBBB BBBB S BBBB BBBB BBB অধিকার । সে সব মহান্ত শেষত্রিভাগ বয়েসে। গ্রাম্য রস ভুঞ্জিয়াসে করিলা সন্ন্যাসে। যৌবন প্রবেশ মাত্র সকলে তোমার। কেমতে হইল সন্ন্যাসের অধিকার পরমাথে সন্ন্যাসে কি করিব তোমারে । যে ভক্তি হইয়াছেন তোমার শরীরে যোগেন্দ্রাদি সভের যে দুল্লভ প্রসাদ । তবে কেনে করিয়ছ এমত প্রসাদ শুনি ভক্তিযোগ সাৰ্ব্বভৌমের বচন। বড় সুখী হৈলা গৌরচন্দ্র নারায়ণ ৷ প্ৰভু বলে শুন সাৰ্ব্বভৌম মহাশয় । সন্ন্যাসী আমারে নাহি জাfনহ নিশ্চয় ৷ কৃষ্ণের বিরহে মুঞি বিক্ষিপ্ত হইয়া। বাহির হইনু শিখ সুত্র মুড়াইয়া । সন্ন্যাসী করিয়া জ্ঞান ছাড় মোর প্রতি। রূপাকর যেন মোর ক্লষ্ণে হয় মতি ॥ প্রভু হই নিজ দাস মোহে হেন মতে । এ মায়ায় দাস প্রভু জানিব কেমতে ॥ যদি তিহেঁ নাহি জানায়েন আপনারে । ভবে কার শক্তি আছে জানিতে তাহারে ; না জানিয়া সেবকে যতেক কথা কহে । তাহাতেও ঈশ্বরের মহাপ্রীত হয়ে ৷ সৰ্ব্ব কাল ভূত্য সঙ্গে প্রভু ক্রীড়া করে। সেবকের নিমিত্তে আপনে অবতারে । যেমতে সেবকে ভজে কৃষ্ণের চরণে কৃষ্ণ সেই মত দাস ভজেন আপনে ॥ এই তান স্বভাব ঐভকতবৎসল। ইহা তানে নিবারিতে কার আছে বল । হাসে প্রভু সাৰ্ব্বভৌমে চাহিয়া চাহিয়া । না বুঝেন সাৰ্ব্বভৌম মায়ামুগ্ধ হঞা । সাৰ্ব্বভৌম বলেন আশ্র মে বড় তুমি । শাস্ত্রমতে তুমি বন্দ্য উপাসক আমি । তুমি যে আমার স্তব কর যুক্ত নহে। তাহাতে আমার পাছে অপরাধ হয়ে প্ৰভু বলে ছাডমোরে এস কল মায়। সৰ্ব্বভাবে তোমার লইনু মুঞি ছায় হেনমতে প্ৰভু ভৃত্য সঙ্গে করে খেলা। কে বুঝিতে পারে গৌরসুন্দরের লীলা । প্রভু বলে মোর এক আছে মনোরথ । তোমার মুখেতে শুনিবাঙ ভাগবত, যতেক সংশয় চিত্তে আছয়ে আমার । তোমাবই যুচাইতে হেন নাহি আর ॥ সাৰ্ব্বভৌম বলে তুমি সকল বিদ্যায়। পরম প্রবীণ আমি জানি সৰ্ব্বথায় । কোন ভাগবত অর্থ না জা নবা তুমি। তোমারে বা কোনৰূপে প্ৰবোধিব আমি । তথাপিহ অন্যোন্যে ভক্তির বিচার । করিবেক সুজনের স্বভুiব ব্যভার ॥ বল দেখি সন্দেহ তোমার কোন স্থানে। আছে তাহা যথা শক্তি করিয়ে বাখানে । তবে শ্রবৈকুণ্ঠ নাথ ঈষৎ হাসিয়া । বলিলেম এক শ্লোক অষ্ট অথরিয়া । তথাহি প্রথম স্কন্ধে ॥ আত্মা রামাশ্চমুনয়ে নিগ্ৰস্থা অপুরুক্রমে । কুৰ্ব্বস্ত্যহৈতুকীং ভক্তিমিথং ভূতোগুণে হরিঃ । * । সরস্বতী পতি গৌরচন্দ্রের অগ্রেতে। রূপায় লাগিলা সাৰ্ব্বভৌম বা খানিতে ॥ সাৰ্ব্বভৌম বলেন শ্লোকার্থ এই সত্য । কৃষ্ণ পদে ভক্তি সে সভার মুলতত্ব ॥ সৰ্ব্বকাম পরিপূর্ণ হয় যে যে জন । অন্তরে বাহিরে যার নাহিক বন্ধন এবংবিধ মুক্ত সব করে কৃষ্ণ ভক্তি হেন প্ৰভু গুণের স্বভাব মহাশক্তি ৷ হেণ