পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*こネ আন্তর্থ গু সকলভক্তসঙ্গে । নৃত্যকরে আপনার প্রেমযোগ রঙ্গে । সেসব ভক্তের পয়েবস্তু নম স্কার। গৌরচন্দ্র সঙ্গে যার কীৰ্ত্তন বিহার ॥ হেনমতে সিন্ধুতীরে শ্ৰীগৌরসুন্দর । সৰ্ব্ব রাত্রি মৃত্য করে অতিমনোহর। নিরবধি গদাধর থাকেন সংহতি। প্ৰভু গদা ধরের বিচ্ছেদ নাহি কতি ॥ কি ভোজনে কি শয়নে কিবা পর্য্যোটনে। গদাধর প্রভুরে নাছাড়ে একক্ষণে। গদাধর সমুখে পড়েন ভাগবত । শুনি হয় প্রভু প্রেমরসে মহামত্ত ॥ গদাধর বাক্যে মাত্র প্রভু মুখী হয়। ভ্রমে গদাধর সঙ্গে বেষ্ণব অালয় ॥ একদিন প্রভু পুরী গোসাঞির মঠে। বসিলেন গিয়া তান পরম নিকটে। পরমানন্দ পুরীরে প্রভুর বড় প্রীত। পূর্বে যেন শ্ৰীকৃষ্ণ অৰ্জ্জুন দুই মিত। কৃষ্ণ কথা বাক বাক্য রহস্য প্রসঙ্গে। নিরবধি পুরী সঙ্গে থাকে প্রভু রঙ্গে । পুরী গোসাঞির কুপে ভাল নহে জল । অন্তর্যামী প্ৰভু তাহ জানেন সকল পুরী গোসাঞিরে প্রভু জিজ্ঞাসে আপনি । কুপে জল কেমত হইল কহ শুনি পুরী বলে প্রভু বড় অভাগিয়া কুপ। জল হৈল যেন ঘোল কদমের রূপ। শুনি প্রভু হায়২ করিতে লাগিল। প্রভু বলে জজন্নাথ কৃপণ হইলা । পুরীর কুপের জল পরশিব যে । সৰ্ব্বপাপ থাকিলেও তরিবেক সে ৷ অতএব জগন্নাথ দেবের মায়ায় নষ্ট জল হৈল যেন কেহ নাহি খায়। এতবলি মহাকুগে আপনে উঠিলা। তুলি য়া ত্রভুজ দুষ্ট কহিতে লাগিল । জগন্নাথ মহাপ্ৰভু মোর এই বর। গঙ্গাপ্রবে শুক এই কুপের ভিতর। ভোগবতী গঙ্গা যে আছেন পাতালেতে। তারে আজ্ঞ কর এই কুপে প্রবেশিতে ৷ সৰ্ব্ব ভক্তগণ প্রমুখের বাক্য শুনি। উচ্চকর বলিতে লাগিলা হরিদ্বনি। তবে কথোক্ষণে প্রভু বাসায় চলিলা । ভক্তগণ সভে গিয়া শয়ন করিল। সেইক্ষণে গঙ্গাদেবী আজ্ঞা করি শিরে । পুর্ণ হুই প্রবেশিলা কুপের ভিতরে। প্রভাতে উঠিয় সন্তে দেখেন অদ্ভুত। পরম নিৰ্ম্মল জলে পরিপূর্ণ কৃপ ॥ আশ্চৰ্য্য দেখিয়া হরি বলে ভক্ত গণ । পুরী গো সাঞি হইল। আনন্দে অচেতন । গঙ্গার বিজয় সভে বুঝিয়া কুপেতে । কুপ প্রদক্ষিণ সবে লাগিল৷ করিতে। মহাপ্রভু শুনিয়া আইলা সেই ক্ষণে । জল দেখি পরম আনন্দযুক্ত মনে। প্রভু বলে শুনহ সকল ভক্তগণ। এ কুপের জলে যেই করিব স্নপন। সত্য২ হৈব তার গঙ্গাস্নান ফল । কৃষ্ণ ভক্তি হৈব তার পরম নিৰ্ম্মল। সৰ্ব্বভক্তগণ শ্ৰীমুখের বাক্য শুনি । উচ্চকরি বলিতে লাগিল হরিদ্বনি। পুরী গোসাঞির কুপে সেই দিব্য জলে। স্নানপান করিলেন মহাকুতুহলে। প্রভু বলে আমিযে আছিযে পৃথিবীতে। নিশ্চয় জানিহ পুরী গোসাঞির প্রীতে। পুরী গোসাঞির আমি নহিক অন্যথা । পুরী বেচিলেও আমি বিকাই সৰ্ব্বথা । সরুতি যে দেখে পুরী গোসাঞিরে মাত্র। সেহ হইবেক ঐক্ল বের প্রেমপত্র । পুরীর মহিমা প্রভু কঢ়িয়া সভারে। কুপ ধন্য করি প্রভু চলি