পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আন্তখণ্ড عاً يا ডাল ভাঙ্গিলোক দশদিগে চলে ॥ শুন২ অারে ভাই চৈতন্য আখ্যান। যেৰূপে করিল। সৰ্ব্ব জীব পরিত্রাণ ॥ বনডাল কণ্ঠক ভাঙ্গিয়ণ লোক ধায় । তথাপি আন ন্দে কেহ দুঃখ নাহি পায়। লোকের গহনে যত অরণ্য আছিল। ক্ষণেকে সকল দিব্য পথময় হৈল। সৰ্ব্বদিগে লোক সব হরি বলি যায়। হেন রঙ্গ করে প্রভু ঐগৌরাঙ্গ রায়। কেহ বলে মুঞি তান ধরিয়া চরণ । মাগিব যেমতে মোর খণ্ডিব বন্ধন ॥ কেহ বলে মুঞি তানে দেখিলে নয়নে । তবেই সকল পাণ্ড মাগিব বা কেনে ॥ কেহ বলে মুঞি তান না জানি মহিম । যত নিন্দ করিয়া ছে, তার নাহি সীমা ৷ এবে তান পাদপদ্ম ধরিয়া হৃদয়ে । মাগিব কিৰূপে মোর সে পাপ ঘুচয়ে । কেহ বলে মোর পুত্র পরম জুয়ার। মোর এই বর যেন ন৷ খেলায় আর ॥ কেহ বলে মোর এই বর কায়মনে। তার পাদপদ্মে যেন না ছাড়ে কখনে ॥ কেহ বলে ধন্য২ মোর এই বর । কভে যেন না পাসরে। গৌরাঙ্গ সুন্দর ৷ এইমত বলিয়া আনন্দে সৰ্ব্বজন । চলিয়া যায়েন সভে পর নন্দ মন ॥ ক্ষণেকে আইলা সব লোক খেয়াঘাটে। খেয়ারী করিতে পার প ড়িল সঙ্কটে । নানাদিগে লোক খেয়ারিরে বস্ত্ৰ দিয়া । পার হই যায় সভে আন ন্দিত হএ ॥ নৌকা যেন পায় তার নানা বুদ্ধি করে। ঘট বুকে দিয়া কেহ গঙ্গায় সাতারে ৷ কেহ বা কলার গাছ বন্ধি করে ভেলা । কেহ কেহ সাতারিয়া যায় করি খেলা ৷ চতুর্দিগে সৰ্ব্বলোক করে হরিদ্বনি। ব্ৰহ্মাণ্ড ভেদয়ে যেন হেনমত শুনি । সত্বরে আসিয়া বাচস্পতি মহাশয় । করিলেন অনেক নৌকার সমুচ্চয় ॥ নৌকার অপেক্ষ। আর কেহ নাহি করে । নানামতে পার হয় যে যেমতে পারে হেন আকর্ষণ মন শ্রীচৈতন্য দেবে। এহো কি ঈশ্বর বিনে অন্যে কি সম্ভবে ॥ হেনমতে গঙ্গাপার হই সৰ্ব্বজন । সভেই ধরেন বাচস্পতির চরণ ॥ পরমসুকৃতি তুমি মহাভাগ্যবান। যার ঘরে আইলা চৈতন্য ভগবান। এতেকে তোমার ভাগ্য কে বলিতে পারে। এখনে নিস্তার কর আমরা সভারে। ভবকূপে পতিত পাপিষ্ঠ আমি সব ৷ একগ্রামে না জানিল তান অনুভব ॥ এখনে দেখাও তান চরণ যুগল। তবে আমি পাপি সব হইয়া সফল। দেখিয়া লোকের আৰ্ত্তি বিদ্যা বাচস্পতি। সন্তোষে রোদন করে বিপ্র মহামতি ॥ সভালই আই লেন আপন মন্দিরে। লক্ষকোটি লোক মহা হরিদ্বনি করে । হরিদ্বনি মাত্র শুনি সভার বদনে। আর বাক্য কেহ নাহি বলে নাহি শুনে ॥ করুণ সমুদ্র প্রভু শ্ৰীগেীর সুন্দর । সভা উদ্ধারিতে হইয়াছেন গোচর। হরিদ্বনি শুনি প্রভু পরম সন্তোষে। হইলেন বাহির পরম ভাগ্যবসে । কিবা সে বিগ্রহের সৌন্দৰ্য মনো হর। সেকপের উপমা সেই সে কলেবর ॥ সৰ্ব্বদায় প্রসন্ন ক্রমুখ বিলক্ষণ । অ৷ নন্দ ধারায় পূর্ণ দুই স্ত্রনয়ন ৷ ভক্তগণে লেপিয়াছে সৰ্ব্বাঙ্গে চন্দন। মালায়