পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、 。 তান্তখণ্ড না পাইয়া । বাচস্পতিরেও বলে মুখর হইয়া। ঘরে লুকাইয়া বাচস্পতি নাসা মণি । আমি সভা ভাণ্ডে কহিয়া মিথ্যাবাণী ॥ আমরা তরিলে বা উহান কোন দুঃখ । তাপনেই তরিমাত্র এই কোন সুখ । কেহ বলে মুজনের এই ধৰ্ম্ম হয় সভার উদ্ধার করে হইয়া সদয় ॥ আপনার ভাল হউ যেতে জনে দেখে। সুজন আপন ছাড়িয়াও পররাখে। কেহ বলে বাভারেই মিষ্টদ্রব্য আনি। এক উপ ভোগ কৈলে অপরাধ গণি। এত মিষ্ট ত্রিভুবনে অতি অনুপাম। একেশ্বর ইছা কি করিতে আছে পান। কেহ বলে বিপ্ৰ কিছু কপট হৃদয়। পর উপকারে তত নহেন সদয় । একে বাচস্পতি দুঃখী প্রভুর বিরহে । আরো সৰ্ব্বলোকেও দুৰ্জ্জন বাণী কহে ৷ এইমতে দুঃখি বিপ্র পরম উদার । না জানেন কোনমতে হয় প্রতি কণর ॥ হেনই সময়ে এক আসিয়া ব্রাহ্মণ। বাচস্পতি কর্ণমুলে কহিল বচন ॥ চৈতন্যগোসাঞি গেল। কুলিয়া নগর । এবে যে জুয়ায় তাহ করহ সত্ব র। শুনিমাত্র বাচস্পতি পরম সন্তোষে । ব্রাহ্মণেরে আলিঙ্গন দিলেন হরিষে ততক্ষণে আইলেন সর্বব লোক যথা । সভারেই আসি কহিলেন গোপ্য কথা ৷ তো মার! সকল লোক তত না জানিয়া। দোষ আমা আমি খুইয়াছি লুকাইয়া ৷ এৰে এই শুনিলাম কুলিয়া নগরে ৷ আছেন আসিয়া কছিলেন বিপ্রবরে। সভে চল যদি সত্য হয় এ বচন । তবে সে অামারে সন্তে বলিহ ব্রাহ্মণ ॥ সৰ্ব্বলোক হরি বলি বাচস্পতি সঙ্গে। সেইক্ষণে সভে চলিলেন মহারঙ্গে। কুলিয়া নগরে আইলেন ন্যাসীমণি । সেইক্ষণে সৰ্ব্ব দিগে হৈল মহাদ্বনি ॥ সভে গঙ্গামধ্যে নদীয়ায় বুলিয়ায়। শুনি মাত্র লোক সৰ্ব্ব মহানন্দে ধায় ॥ বাচস্পতি গ্রামে যত গহন আছিল তার কোটিং গুণে সকল পুরিল । কুলিয়ার আকর্ষণ না যায় কথন। কেবল বর্ণিতে শক্তি সহস্ৰ বদন ॥ লক্ষ লক্ষ লোকবা আইল কোথা হৈতে। নাজানি কতেক পার হয় কত মতে । কতবা ভুলয়ে লোক গঙ্গার ভিতরে। তথাপি সভেই তরে জনেক না মরে ॥ নৌকা ডুবিলেই মাত্র গঙ্গা হয় স্থল। হেন চৈতন্যের অনুগ্রহ ইচ্ছাবল ॥ যে প্রভুর নাম গুণ সরুত যে গায়। সংসার সাগর তরে বস্থ পদ প্রায় হেন প্রভু সাক্ষাতে দেখিতে যে আইসে। তাহতে বা গঙ্গা তরি বার চিত্র কিসে। লক্ষ লক্ষ লোক ভাসে জাহ্লবীর জলে । সভে পার হয়েন পরম কুতুহলে। গঙ্গায় হইয়া পার আপন আপনি। কোলাকুলী করেন করি য়া হরিদ্বনি ॥ খেয়ারির কত বা হইল উপাৰ্জ্জন। কত হাট বাজার বসায় কত জন। চতুর্দিগে যার যেই ইচ্ছ। সেই কেনে ॥ হেন নাহি জানি ইহা করে কোন জনে ॥ ক্ষণেকের মধ্যে নাম নগর প্রান্তর। পরিপূর্ণ হৈল স্থল নাহি অবসর অনন্ত অৰ্ব্বদ লোক করে হরিদ্বনি। বাহির না হয় গুপ্ত আছে ন্যাসী মণি। ক্ষণে কে আইল মহাশয় বাচস্পতি । তিহো নাহি পায়েন প্রভুর কোথা স্থিতি। কথে,