পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯS তান্তখণ্ড ভাল কহিলেক আমি সব স্থানে। আর কোন পাত্র আসি কুমন্ত্রণ দিলে। আর বার কুবুদ্ধি আসিয়া পাছে মিলে । যদি কদাচিত বলে কেমন গোসাঞি। আনগিয়া দেখিবারে চাহি এই ঠাঞি । অতএব গোসাঞিরে পাঠাই কহিয়া। রাজার নিকট গ্রামে কি কাৰ্য্য রহিয়া। এই যুক্তি করি সভে এক সুব্রাহ্মণ। পাঠাইয়া সংগোপে দিলেন ততক্ষণ ॥ নিজানন্দে মহাপ্রভু মত্ত সৰ্ব্বক্ষণ । প্রেমরসে নিরবধি হুঙ্কার গজ্জন ৷ লক্ষ কোটি লোক মিলি করে হরিপ্লনি। আনন্দে নাচয়ে মাঝে প্রভু ন্যাসী মণি ॥ অন্য কথা অন্য কাৰ্য্য নাহি কোন ক্ষণ । অহন্নিশি বোলয়েন বলেন কীৰ্ত্তন ॥ দেখিয়া বিস্মিত বড় হইল। ব্রাহ্মণ। কথা কহিবারে অবসর নাহি ক্ষণ ॥ অন্য জন সহিত কথার কোন দায়। নিজ পারিষদেই সম্ভাষা নাহি পায় ॥ কিবা দিব। কিবা রাত্ৰি কিবা নিজ পর। কি বা জল কিবা স্থল কি গ্রাম প্রাস্তর। কিছু নাহি জানে প্রভু নিজ ভক্তিরসে। অহন্নিশি নিজ প্রেমসিন্ধু মাঝে ভাসে । প্রভু সঙ্গে কথা কহিবার নাহি ক্ষণ । ভক্তবর্গ স্থানে কথা কহিল ব্রাহ্মণ ॥ বিপ্র বলে তুমি সব গোসাঞিরগণ সময় পাইলে এই কহিয় কথন। রাজার নিকট গ্রাম কি কাৰ্য্য রছিয়া। এই কথা সভে পাঠাইলেন কহিয়া। কাঁহ এই কথা বিপ্ৰ গেল নিজ স্থানে। প্রভুরে করিয়া কোটি দণ্ড পরনামে ॥ কথা শুনি ঈশ্বরের পারিষদগণে । সভে কিছু চিন্ত যুক্ত হইলেন মনে ॥ ঈশ্বরের স্থানে সে কহিতে নাহি ক্ষণ। বাহ নাহি প্রকাশেন শ্ৰীশচীনন্দন ॥ বোল২ হরি বোল হরি বোল হরি। এই মাত্র বলে প্ৰভু দুই বাহু তুলি। চতুর্দিগে মহানন্দে কোটিং লোকে। তালি দিয়া হরি বলে পরম কৌতুকে ॥ যার সেবকের নাম করিলে স্মরণ । সৰ্ব্ববিঘ্ন দূর হয় খণ্ডয়ে বন্ধন। যাহার শক্তিতে জীব বলে করি চলে। পরংব্ৰহ্ম নিত্যশুদ্ধ যারে বেদে বলে ॥ যাহার মায়ায় জীব পাসরি আপনা । বন্ধ হই পাইয়াছে সংসার যাতন। সে প্রভু আপনে সৰ্ব্বজীব উদ্ধারিতে। অবতরিয়াছে ভক্তিরসে পৃথিবীতে। কোন বা তাহানে রাজা কারে তার ভয় | যম কাল আদি যার ভূত্য বেদে কয় ॥ স্বচ্ছন্দ করেন সভা লই সংকীৰ্ত্তন। সৰ্ব্বলোক চুডামণি ঐশচীনন্দন ॥ আছুক তাহার ভয় তাহারে দেখিতে। যতেক আইসে লোক চতুদিগহৈতে। তাহারাই কেহ ভয় না করে রাজারে । হেন সে আনন্দ দিয়াছেন সভাকারে ॥ যদ্যপিও সৰ্ব্ব লোক পরম অজ্ঞান । তথাপিও দেখিয়া চৈতন্য ভগবান ॥ হেন সে আনন্দ জন্মে লোকের শরীরে। যম করি ভয় নাহি কি দায় রাজারে ॥ নিরন্তর সর্ব লোক বলে হরিস্বনি। কার মুখে আর কোন শব্দ নাহি শুনি। হেন মতে মহাপ্রভু বৈকু শু ঈশ্বর। সংকীৰ্ত্তন করে সর্বব লোকের ভিতর ॥ মনে কিছু চিন্তা পাইলেন ভক্ত গণ জানিলেন অন্তর্যামি ঐশচী নন্দন ॥ ঈষৎ হাসিয়া কিছু বাহ প্রকাশিয়া ।