পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ২৩ ষেকিছু থাকে ঘরে। তাহা আনগিয়া আজি করিব আহারে । উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ । দুঃখ ভাবে মিশ্র শিরে দিয়া দুই হাথ । বিশ্বৰূপ বলেন কহিতে বাসিভয় । সহজে কৰুণা সিন্ধু তুমি দয়াময় ॥ পরদুঃখে কাতর স্বভাবে সাধুজন । পরের আনন্দ সোবাঢ়ায় অনুক্ষণ । এতেকে আপনে যদি নিরালস্য হৈয়। কৃষ্ণের নৈবেদ্য কর রন্ধন করিয়া। তবে আজি আমার গোষ্টীর যত দুঃখ । সকল যুচয়ে পাই মহানন্দ সুখ ॥ বিপ্রবলে রন্ধন করিল দুইবার তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার ৷ তেঞি বুঝিলাম আজি নাহিক লিখন । কৃষ্ণ ইচ্ছা নাহি কেন করহ যতন ॥ কোটিতক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে । কৃষ্ণ অভিজ্ঞ বিনা তাহ খাইতে না পারে। যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়। কোটিযত্ন করহ তথাপি সিদ্ধ নয়। নিশাও প্রহরডের দুইও বাজায়। ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। অতএব আজি যত্ন ন৷ করিহ আর । ফলমুল কিছুমাত্র করিব আহ। র। বিশ্বৰূপ বলেন নাহিক কিছু দোষ । তুমি পাক করিলে সে সভার সন্তাষ । এতবলি বিশ্বৰূপ ধরিলা চরণ । সাধিতে লাগিল সভে করিতে রন্ধন ॥ সে বিশ্বৰূপে দেখিয়া মোহিত বিপ্রবর। করিব রন্ধন বিপ্র বলিল উত্তর ॥ সন্তোষে ভেই হরি বলিতে লাগিলা । স্থানউপস্কার পুন করি শীঘ্ৰ দিলা ॥ অস্তেব্যস্তে স্থান উপস্করি সর্বজন । রন্ধনের সামগ্ৰী আনিদিলা সেইক্ষণ ॥ চলিলেন বিপ্রবর করিতে রন্ধন। শিশু আবরিয়া সে রহিল সৰ্ব্বজন ॥ পলাইয়া ঠাকুর আছিল। যেই ঘরে । মিশ্র বসিলেন তার মাঝার দুয়ারে । সভেই বলেন রান্ধ বাহির দু য়ার। বাছির হইতে যেন নাহি পায় আর ॥ মিশুবলে ভালই এইযুক্তি হয়। ব: ন্ধিয়া দুয়ার সভে বাহিরে আছয় । ঘরে থাকি স্ত্রীগণ বলেন চিন্তা নাঞি। নিদ্র গেল কিছু আর নাজানে নিমাঞি ৷ এইমতে শিশু আবরিয়া সৰ্ব্বজন । বিপ্রের হইল কতক্ষণেতে রন্ধন ॥ অন্ন উপস্কার করি সুরুতি ব্রাহ্মণ। ধ্যানে বসি কৃষ্ণে রে করিল। নিবেদন । জানিলেন অন্তর্যামী শ্রীশচী নন্দন ॥ চিত্তে আছে বিপ্রেরে দিবেন দরশন । নিদ্রাগেল সৰ্ব্বজন ঈশ্বর ইচ্ছায় । মোহিলেন সভেই অচেষ্ট নি দ্রাযায়। যেস্থানে করয়ে বিপ্র অন্ন নিবেদন। আইলেন সেইস্থানে শ্রীশচীনন্দন ॥ বালক দেখিয়া বিপ্র করে হায় হায়। সভে নিদ্রাযায় কেহ শুনিতে নাপায়। প্ৰভু পোলে ওহে বিপ্ৰ তুমিত উদার । তুমি আমা ডাকি আন কি দোষ আমার ॥ মোর মন্ত্র জপি মোরে করহ আহবান । রহিতে না পারি অামি আসি তোমস্থিান ॥ আমারে দেখিতে নিরবধি ভাব তুমি। অতএব তোমারে দিলাম দেখা আমি । সেইক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত। শঙ্খচক্ৰ গদাপদ্ম চতুভূজ ৰূপ। একহস্তে নবনীত আর হস্তে খায়। তার দুই হস্তে প্ৰভু মুরলী বাজায়। গ্রীবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণি হার। সৰ্ব্ব অঙ্গে সুখেরৱার অলঙ্কার। নবগুঞ্জ বেড়ি শিথি •,• “... 義。