পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । Q> নন্দে ভোজন করিয়া ভক্তগণ। প্রভুর সমুখে সভে করিলা গমন। বসিয়া আছেন প্রভু শ্ৰীগের সুন্দর। চতুর্দিগে বসিলেন সৰ্ব্ব অনুচর। মুরারি গুপ্তেরে প্রভু সন্ম খে দেখিয়া । বলিলেন তারে লিছু ঈষৎ হাসিয়া । পড় গুপ্ত রাববেন্দ্র বর্ণি য়াছ তুমি। অষ্টশ্লোক করিয়াছ শুনিয়াছি আমি ঈশ্বরের আজ্ঞ গুপ্ত মুরারি শুনিয়া। পড়িতে লাগিল৷ শ্লোক ভাবাবিষ্ট হঞা । তথাহি । অগ্ৰেধনুষ্করবরঃ কনকোজুলীঙ্গে জ্যেষ্ঠানুসেবন রতোবর ভূষণাঢ্যঃ শেষাখার বের লক্ষণনাম যস্য রামং জগত্রয়গুরুং সততং ভজামি ॥ হত্বা খরশির সৌনগণেী ক্ৰবন্ধং ঐদণ্ডকার ণ্য বিভূষণ মেবরুত্ব। সুগ্ৰীবমৈত্র মকরোদ্বিনিহত্যশক্রং রামং জগত্রয়গুরুং সততং ভজামি ৷ এইমত অষ্টশ্লোক মুরারি পড়িল । প্রভুর আজ্ঞায় ব্যাখ্যা করিতে লাগিলা ৷ দুৰ্ব্বাদলশ্যামল কোদ ও দীক্ষা গুরু। ভক্তগণ প্রতি অতি বাঞ্ছা কম্প তরু। হাস্যমুখ রত্নময় রাজসিংহাসনে বসিয়া আছেন শ্ৰীজানকী দেবীবামে তাগ্রে মহাধনুৰ্দ্ধর অনুজ লক্ষণ। কনকের প্রায়্যুতি কনক ভূষণ ॥ আপমে অনুজ হই ঐ অনন্ত ধাম । জ্যেষ্ঠের সেবনে রত শ্ৰীলক্ষণ নাম ॥ সর্বমহাগুরু হেন ঐরঘুনন্দন। জন্ম২ ভজে। মুঞি তাহার চরণ । ভরথ শক্রয়ে দুই চামর দুলায় সমুখে কপীন্দ্রগণ পুণ্য কীৰ্ত্তি গায়। যে প্রভু করিলা গুহ চণ্ডালেরে মিত। জন্ম পণ্ডি যেন তাহার চরিত ॥ গুরু আজ্ঞা শিরে ধরি ছাড়ি নিজ রাজ্য । বন ভ্ৰমিলেন যে করিতে সুরকার্য । বালি মারি সুগ্ৰীবেরে রাজ্য ভার দিয়া । মৈত্রপদ দিল। তারে করুণ করিয়া । যে প্রভু করিলা অহল্যার বিমোচন ভজো হেন ত্রিভুবন গুরুর চরণ । তুস্তর তরঙ্গ সিন্ধু ঈষৎ লীলায় । কপিদ্ধারে যে বন্ধিলা লক্ষণ সহায় ৷ ইন্দ্রাদির অজিত রাবণ বংশগণে । যে প্রভু মারিল ভজে। তাছার চরণে যাহার কৃপায় বিভীষণ ধৰ্ম্মপর হচ্ছে। নাহি তথাপি হইল। লঙ্কেশ্বর ! যবনেও যার কীৰ্ত্তি শ্রদ্ধা করি শুনে ॥ ভজো হেন রাঘবেন্দ্র প্রভুর চরণে দষ্টক্ষয় লীগ নিরন্তর ধনুদ্ধর । পুত্রের সমান প্রজা পালনে তৎপর। যাহার রূপায় সব অযোধ্য নিবাসী। স্বশরীরে হইলেন শ্ৰীবৈকুণ্ঠ বাধী। যার নামরসে মহেশ্বর দিগম্বর। রম! যার পাদপদ্ম সেবে নিরন্তর ॥ পরব্রহ্ম জগন্নাথ বেদে যারে গায়। ভজো হেন সৰ্ব্ব গুরু রাঘবেন্দ্র পায় ৷ এইমত অন্টশ্লোক তাপনার কৃত। পড়িলা মুরারি রাম মহিম অমৃত ৷ শুনি তুষ্ট হই তারে শ্ৰীগৌরসুন্দর পাদপদ্ম দিলা তার মস্তক উপর। শুন গুপ্ত এই তুমি আমার প্রসাদে। জন্ম ২ রামদাস হও নিৰ্ব্বিরোধে ॥ ক্ষণেক যে করিবেক তোমার তাfশ্রয়। সেহ রাম পাদাহ্ জ পাইব নিশ্চয়। মুরারি গুপ্তেরে চৈতন্যের বর শুনি । সতেই করেন মহা জয়থ স্বনি ৷ এইমত কৌতুকে আছেন গেীরসিংহ । চতুর্দিগে শোভে সব চরণের ভূঙ্গ হেনই সময়ে কুষ্ঠরোগী একজন। প্রভুর সমুগে আমি দিলা দরশন