পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২8 ७ञ:भT ॐॐ পুচ্ছ শোভে শিরে। চন্দ্রমুখে অরুণ অধর শোভাকরে। হাসিয়া দোলায় দুই নয়ন ক মল। বৈজয়ন্তি মালা দোলে মকর কুণ্ডল। চরণারবিন্দে শোভে ত্ররত্ন নুপুর। নখ মণ কিরণে তিমির গেল দূর অপূৰ্ব্ব কদম্ব বৃক্ষ দেখে সেইক্ষণে। বৃন্দাবন দেখে না দকরে পিকগণে। গোপ গোপী গাবীগণ চতুর্দিগে দেখে। যত ধ্যান করে ততদেখে পরতেকে। অপূৰ্ব্ব ঐশ্বৰ্য্য দেখি সুরুতি ব্রাহ্মণ। আনন্দে মুচ্ছিত হৈয়া পড়িলা তখ ন। করুণ। সমুদ্র প্রভু শ্ৰীগৌর সুন্দর। শ্ৰীহস্ত দিলেন তার অঙ্গের উপর। শ্ৰীহস্ত পরশে বিপ্ৰ পাইল চেতন। আনন্দে হইলা জড় নাফুরে বচন ॥ পুনঃ পুন মুচ্ছ বি প্রঃ যায় ভূমিতলে। পুনউঠে পুনপড়ে মহাকুতুহলে। কম্পস্বেদ পুলকে শরীর স্থির নহে। নয়নের জল যেন গঙ্গাধারা বহে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ। কার তে লাগিল উচ্চ করিয়া ক্রনদন। দেখিয়া বিপ্রের অৰ্ত্তি শ্ৰীগের সুন্দর। হাসিয়া বিপ্রেরে বিছু করিল উত্তর ॥ প্রভু কহে শুন শুন ওহে বিপ্রবর। অনেক জন্মের তুমি আমার কিঙ্কর। নিরবধি ভাব তুমি আমারে দেখিতে। অতএব আমি দেখ, দিলাম তোমাতে। আর জন্মে নন্দগৃহে এইৰূপে আমি। দেখা দিলাম তোমারে ন। স্মর তাহ তুমি। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে। সেহ জন্মে তুমি তির্থ কর কুতুহলে। দৈবেতুমি অতিথি হইলা নন্দ ঘরে । এইমত অন্ন তুমি নিবেদ অ৷ মারে। তাহাতেও এইমত করিয়া কৌতুক। থাইতোর অন্ন দেখাইল এইরূপ ৷ এতেক আমার তুমি জন্মেজন্মে দাস। দাসবিনা অন্য মোর না দেখে প্রকাশ ॥ ক হিলাম তোমারে সকল গোপাকথ। । কার স্থানে ইহা না কহিবা যথ তথা ॥ যাব ত থাকয়ে মোর এই অবতার। তাবত কহিলে কারে করিমু সংহার ॥ করাইমুস ববদেশে কীৰ্ত্তন প্রচার। ঘরে২ হবে মোর যশের প্রচার ৷ ব্ৰহ্মাদি যে প্রেমভক্তি যে। গ বাঞ্ছাকরে। তাহ বিলাইব সব প্রতিঘরে ঘরে। কতদিন থাকি তুমি অনেক দে খি বা । এসব আখ্যান তুমি কারেনা কহিবা । হেনমতে ব্রাহ্মণেরে ঐগেীর সুন্দর । কৃপাকরি আশ্বাসীয় গেলানীজ ঘর। পূৰ্ব্ববৎ হইয়। রহিলা শীশু ভাবে। যোগনী দী প্রভাবে সে কেহনাহি জাগে। অপূৰ্ব্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর। আনন্দে পূ fণত হৈল সব কলেবর ॥ সৰ্ব্ব অঙ্গে সেই অন্ন করিয়া লেপন। কান্দিতেই বিপ্র ক রিল ভোজন ॥ নাচে গায় হাসে বিপ্র বরয়ে হুঙ্কার । জয় বাল গোপাল বোলয়ে বার বার ॥ বিপ্রের হুঙ্কারে সভে পাইলা চেতন। অীপনা সম্বরি বিপ্র করে আচ মন ॥’ নির্বিপ্নেতে ভোজন করিল বিপ্রবর ; দেখি সভে সন্তোষ পাইল বহু তর । সভারে কহিতে মনে চিন্তেন ব্রাহ্মণ । ঈশ্বর চিনিয়া সভে পাউক মোচন ॥ ব্ৰহ্ম৷ শিব যাহার নিমিত্ত কাম করে। হেন প্রভু অবতরি আছে বিপ্র ঘরে। সে প্রভু রে লোক সব করে শিশু জ্ঞান। কথা কহে সভেই পাউক পরিত্রাণ ॥ প্ৰভু করিয়াছে নিবারণ সেই সুস্থ, soSS . ন কয়। চিনি ঈ