পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

・M。ひ তান্তখণ্ড میت এখাই ! মহাযোগেশ্বরে যাহ পাইতে দুল্লভ। নিত্যানন্দ হৈতে তাহ পাইবা সুলভ । এতেকে হইয়া তুমি মহাসাবধান । নিত্যানন্দ সেবিহ যে হেন ভগবান মকরধজ কর প্রতি শ্ৰীগৌরাঙ্গচন্দ্র। বলিলেন সেবিহ তুমি শ্রীরাঘবানন্দ ॥ রাঘব পণ্ডিত প্রতি যে প্রীতি তোমার। সে কেবল সুনিশ্চয় জানিহ আমার ॥ হেনমতে পানিহাটী গ্রাম ধন্য করি। আছিলেন কথোদিন শ্ৰীগৌরাঙ্গ হরি। তবে প্ৰভু আইলেন বরাহ নগরে ৷ মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে। সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে। প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে ॥ শুনিয়া তাহার ভক্তি যোগের পঠন। আবিষ্ট হইল গৌরচন্দ্র নারায়ণ। বোলং বলে প্ৰভু গ্রগৌরাঙ্গ রায়। হুঙ্কার গজ্জন প্রভু করয়ে সদায় । সেই বিপ্র পড়ে পরানন্দে মগ্ন হৈয়া। প্রভুও করেন নৃত্য বাহ পাসরিয়া। ভক্তির মহিমা শ্লোক শুনিতেই পুনঃ পুনঃ অাছাড় পড়েন পৃথিবীতে। হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ। আছাড় দেখিতে সৰ্ব্বলোক পায় ত্ৰাস ॥ এইমত রাত্রি তিন প্রহর অবধি । ভাগ বত শুনিয়া নাচিলা গুণনিধি ৷ বাহ পাই বসিলেন শ্ৰীশচীনন্দন। সন্তোষে বি প্রেরে করিলেন আলিঙ্গন। প্রভুবলে ভাগবত এমন পড়িতে। কভু নাহি শুনি আর কাহার মুখেতে ॥ এতেকে তোমার নাম ভাগবতাচাৰ্য্য । ইহা বিন আর কোন না করিহ কাৰ্য্য। বিপ্র প্রতি প্রভুর পদবী যোগ্য শুনি। সভে করিলেন মহা জয় জয় ধনি ৷ এইমত প্রতি গ্রামে গ্রামে গঙ্গাতীরে। রহিয়া২ প্রভু ভক্তের মন্দিরে । সভার করিয়া মনোরথ পূর্ণ কাম । পুনঃ আইলেন প্রভু নীলাচলস্থান গৌড়দেশে পুনৰ্ব্বার প্রভুরবিহার। ইহা যে শুনয়ে তারদুঃখ নহে আর ৷ সৰ্ব্ব নীল। চল দেশে উপজিল ধনি । পুনঃ আইলেন প্রভু ন্যাসীচুড়ামণি ॥ মহানন্দে সৰ্ব্ব লোক জয়২ বলে। আইল সচল জগন্নাথ নীলাচলে ॥ শুনি সৰ্ব্ব উৎকলের পারিযক্ষগণ। সাৰ্ব্বভৌম আদি আইলেন সেইক্ষণ ॥ চিরদিন প্রভুর বিরহে ভক্তগণ আনন্দে প্রভূরে দেখি করেন ক্ৰন্দন। প্রভুও সভারে মহাপ্রেমে করি কোলে সিঞ্চিল সভার অঙ্গ নয়নের জলে ॥ হেনমতে শ্ৰীগৌরসুন্দর কুতূহলে। রহিলেন কাশী মিশ্র গৃহে নীলাচলে ॥ নিরন্তর নৃত্য গীত আনন্দ আবেশ। প্রকাশেন গৌরচন্দ্র দেখে সৰ্ব্বদেশ ॥ কখন নাচেন জগমোহন সমুখে । তিলাদ্ধেক বাহ নাহি নিজাননদ মুখে ॥ কখন নাচেন কাশী মিশ্রের মন্দিরে। কখন নাচেন মহা ఇత్తె সিন্ধুতীরে ৷ এই মত নিরন্তর প্রেমের বিলাস । তিলান্ধেক অন্য কথা নাহিক প্রকাশ। পাণিশঙ্খ বাজিলে উঠেন সেইক্ষণ। কপাট খুলিলে জগন্নাথ দরশন। জগন্নাথ দেখিতে যে প্রকাশেন প্রেম। অকথ্য অস্তুত গঙ্গধারা বহে যেন দেখিয়া অদ্ভুত সৰ্ব্ব উৎকলের লোক। কার দেহে আর নাহি রহে দুঃখ শোক ॥ যেদিগে চৈতন্য মহাপ্রভূ চলি যায়। সেই দিগে সৰ্ব্বলোক