পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগব と> হরি২ গায়। প্রতাপ রুদ্রের স্থানে হইল গোচর। নীলাচলে আইলেন শ্ৰীগৌর সুন্দর। সেইক্ষণে শুনি মাত্র নৃপতি প্রতাপ । কটক ছাড়িয় আইলেন জগ মাথ। প্রভুরে দেখিতে সে রাজার বড় প্রীত। প্রভুসে না দেন দরশন কদ চিত। সাৰ্ব্বভৌম আদি সভা স্থানে রাজা কহে। তথাপি প্রভূরে কেহ ন জানায় ভরে। রাজা বলে তুমি সব যদি কর ভয়। অগোচরে আমারে দেখাহ মহাশয় দেখিয়া রাজার আৰ্ত্তি সৰ্ব্বভক্তগণে। সভে মেলি এই যুক্তি করিলেন মনে । যে সময়ে প্রভু নৃত্য করেন আপনে। বাহ জ্ঞান দৈবে নাহি থাকয়ে তখনে ॥ রাজাত পরম ভক্ত সেই অবসরে । দেখিবেন প্রভূরে থাকিয়া অগোচরে এই যুক্তি সভে কহিলেন রাজা স্থানে। রাজা বলে যেতে মতে দেখিমাত্র তানে দৈবে একদিন নৃত্য করেন ঈশ্বর। শুনিমাত্র রাজা আইলেন একেশ্বর 1 আড়ে থাকি দেখে রাজা নৃত্য করে প্রভু। পরম অদ্ভূত যাহা নাহি দেখি কভু ! আব চ্ছিন্ন কত ধারা বহে গ্ৰনয়নে । কম্পস্বেদ বৈবর্ণ্য পুলক ক্ষণেক্ষণে ॥ হেন সে আছাড় প্রভু পড়ে পৃথিবীতে। হেন নাহি যেবা ত্রাস না পায় দেখিতে ॥ হেন সে করেন প্রভু হুঙ্কার গজ্জন। শুনিয়া প্রতাপ রুদ্র ধরেণ শ্রবণ। কখন করেন হেন রোদন বিরহে। রাজা দেখে পৃথিবীতে যেন নদী বহে ৷ এইমত কত হয় অনন্ত বিকার । কত হয় কত যায় লেখা নাহি তার ॥ নিরবধি দুই মহা বাহুদণ্ড তুলি। হরি বোল বলিয়া নাচেন কুতূহলী ৷ এইমত মৃত্য প্রভু করি কথোক্ষণে বাহ প্রকাশিয়া বসিলেন সৰ্ব্বগণে ॥ রাজাও চলিলা অলক্ষিতে সেইক্ষণ । দেখিয়া প্রভুর মৃত্য মহানন্দ মন ॥ দেখিয়া অন্তত নৃত্য অস্তুত বিকার। রাজার মনেতে হৈল সন্তোষ অপার ॥ সবে এক খানি মাত্র ধরিলেক মন। সেই তান অনুগ্রহ হৈ বার কারণ ॥ প্রভুর নাসাতে যত দিব্যধারা বহে। নিরবধি নাচিতে শ্ৰীমুখে লাল হয়ে। ধূলায় লালায় নাসিকার প্রেম ধারে। সকল ত্রসঙ্গ ব্যাপ্ত কীৰ্ত্তন বিকারে। এসকল ক্লষ্ণ ভাব না বুঝি নৃপতি। ঈষৎ সন্দেহ তান ধরিলেক মতি ॥ কার স্থানে রাজা ইহা না করি প্রকাশ ; পরম সন্তোষে রাজা গেলা নিজ বাস। প্রভুরে দেখিয়া রাজা মহা সুখী হঞা । থাকিলেন গৃহে গিয়া শয়ন করিয়া ॥ আপনে শ্ৰীজগন্নাথ ন্যাসীৰূপ ধরি। নিজে সংকীৰ্ত্তন নৃত্য করে অব তরি । ঈশ্বর মায়ায় রাজা মৰ্ম্ম নাহি জানে। সেই প্রভু জানাইতে লাগিল৷ আপনে ॥ সুকুতি প্রতাপ সেই রাত্রে স্বপ্নে দেখে। স্বপ্নে গিয়াছেন জগন্নাথের সমুখে । রাজা দেখে জগন্নাথ অঙ্গ ধূলাময়। দুই ঐনয়নে যেন গঙ্গাধারা বয় দুই শ্ৰীনাসার জল পড়ে নিরন্তর। শ্ৰীমুখে পড়য়ে লাল তিতে কলেবর স্বপ্নে রাজা মনে চিন্তে একি ৰূপ লীলা । বুঝিতে না পারি জগন্নাথের কি খেলা ৷ BB BBBB BBBS BBBB BB BB S BBBB BBB BBS KB BBBBBS BBB B