পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ অন্তখণ্ড কন্তুর গন্ধ চন্দন কুঙ্ক মে। লেপিত তোমার অঙ্গ সকল উত্তমে। আমার শরীর দেখ ধূলা লাল ময়। আম পরশিতে কি তোমার যোগ্য হয় ৷ আমি যে নাচতে আজি তুমি গিয়াছিল। ঘৰ্ণ কৈলে মোর অঙ্গে দেখি ধুলা লীলা। সেই ধুলা লীলা দেখ সৰ্ব্বাঙ্গে আমার । তুমি মহারাজা মহারাজার কুমার। আমারে স্পশিতে কি তোমার যোগ্য হয়। এতবলি ভূত্যে চাহি হাসে দয়াময় ৷ সেইক্ষণে দেখে রাজা সেই সিংহাসনে । চৈতন্য গোসাঞি বসি আছয়ে আপনে ॥ সেইমত সকল শ্ৰীঅঙ্গ ধুলা ময় । রাজারে বলেন হাসি এতযোগ্য নয়। তুমিযে আমারে ૬ના করিগেল মনে । তবে তুমি অামা পরশিব। কি কারণে ॥ এইনত প্রতাপ রুদ্রেরে রুপাকরি। সিংহাসনে বসি হাসে গৌরাঙ্গ শ্ৰীহরি ॥ রাজার হইল কথোক্ষণে জাগরণ। পাইল চৈতন্য রাজা করেন ক্ৰন্দন ॥ মহা অপরাধি মুঞি পাপী দুরাচার। না জানিনু চৈতন্য ঈশ্বর অবতার ॥ জীবের বা কোন শক্তি তাহারে জানিতে। ব্রহ্মাদির মোহ হয় যাহার মায়াতে । এতেকে ক্ষমহ প্ৰভু মোর অপরাধ। নিজদাস করি মোরে করছ প্রসাদ ॥ আপনে ঐ জগন্নাথ চৈত ন্য গোসাঞি। রাজা জানিলেন ইথে কিছু ভেদ নাঞি ॥ বিশেষে উৎকণ্ঠ হৈল প্রভুরে দেখিতে। তথাপি না পারে কেহ দেখা করাইতে ॥ দৈবে একদিন প্রভু পুষ্পের উদ্যানে বসিয়া আছেন কথো পারিষদ সনে ॥ একাকি প্রতাপ রুদ্র গিয়া সেই স্থানে। দীর্ঘ হই পড়িলেন প্রভুর চরণে ॥ অশ্রুকম্প পুলক রাজার অন্ত নাঞি আনন্দে:মূচ্ছিত হইলেন সেই ঠাঞি বিষ্ণুভক্তি চিকু প্ৰভু দেখিয়া রাজার। উঠ বলি ঐহস্ত দিলেন অঙ্গে তার ॥ শ্ৰীহস্ত পরশে রাজা পাইল চেতন। প্রভুর চরণ ধরি করেন ক্ৰন্দন ॥ ত্রাহি২ রূপাসিন্ধু সৰ্ব্বজীব নাথ। মুঞি পাতকিরে কর শুভদৃষ্টিপাত। ত্রাহি২ স্বতন্ত্রবিহরি রুপাসিন্ধু। ত্ৰাহি২ শ্ৰীকৃষ্ণ চৈতন্য দীনবন্ধু । ত্রাহি২ সৰ্ব্ববেদে গোপ্য রমাকান্ত । ত্রাহি২ ভক্ত জন বল্লভ একান্ত ॥ ত্রাহি২ মহাশুদ্ধ সত্ত্বৰূপ ধারি । ত্রাহি ত্ৰাহি সংকীৰ্ত্তন লম্পট মুরারি। ত্রাহি ত্ৰাহি অবিজ্ঞাত তত্ত্বগুণ নাম ত্ৰাহি নাহি পরম কোমল গুণ ধাম। ত্রাহি২ অজভব বন্দ্য শ্ৰীচরণ। ত্ৰাহি২ সন্ন্যাস ধৰ্ম্মের বিভূষণ ॥ ত্রাহি২ শ্ৰীগৌরমুন্দর মহাপ্রভু। এই রুপাকর নাথ না ছাড়িবা কভু ! শুনি প্ৰভু প্রতাপ রুদ্রের কাকুৰ্ব্বাদ। তুষ্ট হই প্রভু তারে করিলা প্রসাদ ॥ প্রভু বলে কৃষ্ণ ভক্তি হউক তোমার। কৃষ্ণ কাৰ্য্য বিনা তুমি না করিব। আর ॥ নিরন্তর গিয়াকর কৃষ্ণ সংকীৰ্ত্তন। তোমার রক্ষিত কৃষ্ণ চক্র সুদর্শন। তুমি সাৰ্ব্বভৌম আর রামানন্দ রায় । তিনের নিমিত্ত মুঞি আইনু এথায় ॥ সভে এক বাক্য মাত্র পালিবা আমার মোরে না করিব তুমি কোথাও প্রচার । এবে যদি আমারে প্রচার কর তুমি । তৰে এখাঁছাডি সত্য চলিবাঙ আমি ॥ এতবলি আপন গলার মালা দিয়া । বিদায়