পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ‘V ඌ দিলেন তারে সন্তোষহইয়৷ চলিলা প্রতাপরুদ্র আজ্ঞাকরি শিরে। দণ্ডবৎ পুনঃপুন করিয়া প্রভুরে ৷ প্ৰভু দেখি নৃপতি হইলা পূর্ণ কাম। নিরবধি করেন চৈতন্যচন্দ্র ধ্যান। প্রতাপ রুদ্রের প্রভুসহিত দর্শন। ইহা যে শুনয়ে তারে মিলে প্রেম ধন। হেনমতে শ্ৰীগৌরসুন্দর নীলাচলে। রছিলেন কীৰ্ত্তন বিহার কুতূহলে । উৎকলে জন্মিয়াছিল যত অনুচর। সভেই চিনিলেন নিজ প্রাণের ঈশ্বর। ক্রপ্র দ্যুমুমিশ্র কৃষ্ণ প্রেমেরসাগর। আত্মপদ যারে দিলা শ্ৰীগৌরসুন্দর । শ্রীপরমানন্দ মহা পাত্র মহাশয় । যার তনু শ্রীচৈতন্য ভক্তিরসময় ৷ কাশীমিশ্র পরম বিহবল ক্লষ্ণ রসে। আপনে রহিল। প্রভু যাহার আবাসে। এইমত প্রভু সৰ্ব্ব ভূত্য করি সঙ্গে নিরবধি গোঙায়েন সংকীৰ্ত্তন রঙ্গে ॥ যত২ উদাসীন শ্রীচৈতন্য দাস। সভে করি লেন আসি নীলাচলে বাস। নিত্যানন্দ মহাপ্রভু পরম উদাম । সৰ্ব্ব নীলাচলে ভ্ৰমে মহাজ্যোতিধাম ॥ নিরবধি পরানন্দ রসে উনমত্ত। লখিতে না পারে কেহ অবি জ্ঞাত তত্ত্ব ॥ সদায় জপেন নাম শ্ৰীকৃষ্ণ চৈতন্য ॥ স্বপ্নেও নাহিক নিত্যানন্দ মুখে অন্য ॥ রামচন্দ্ৰে যেন লক্ষণের রতি মতি। সেইমত নিত্যানন্দ শ্রীচৈতন্য প্রতি ॥ নিত্যানন্দ প্রসাদে সে সকল সংসার। অদ্যাপিও গায় শ্রীচৈতন্য অব তার ॥ হেনমতে মহাপ্রভু চৈতন্য নিতাই । নীলাচলে বসতি করেন দুই ভাই একদিন শ্ৰীগৌরসুন্দর নরহরি। নিভৃতে বসিলা নিতানন্দ সঙ্গে করি ৷ প্ৰভু বলে শুন নিত্যানন্দ মহামতি । সত্ত্বরে চলহ তুমি নবদ্বীপ প্রতি ॥ প্রতিজ্ঞ করিল আমি আপনার মুখে । মুখ নীচ দারিদ্রে ভাসাব প্রেম মুখে ॥ তুমিও থাকিলে যদি মুনি ধৰ্ম্ম করি। আপন উদাম ভাব সব পরিহরি। তবে মুখ নীচ যত পতিত সংসার। বলদেখি আর কেবা করিবে উদ্ধার ॥ ভক্তি রস দাতা তুমি তুমি সম্বরিলে। তবে অবতার তুমি কেনবা করিলে। এতে কে আমার বাক্য যদি সত্য চাও। তবে অবিলম্বে তুমি গৌড়দেশে যাও । মুখ নীচ পতিত দুঃখিত যত জন। ভক্তি দিয়া কর গিয়া সভারে মোচন ॥ আজ্ঞ। পাই নিত্যানন্দ চন্দ্র সেই ক্ষণে । চলিলেন গৌড়দেশে লই নিজগণে ॥ রামদাস গদাধর দাস মহাশয়। রঘুনাথ বৈদ্য ওঝা ভক্তিরসময় ৷ কৃষ্ণদাস পণ্ডিত পর মেশ্বর দাস । পুরন্দর পণ্ডিতের পরম উল্লাস ॥ নিত্যানন্দ স্বৰূপের যত আগু গণ। নিত্যানন্দ সঙ্গে সবে করিলা গমন ॥ পথে চলিতেই নিত্যানন্দ মহাশয় সৰ্ব্ব পারিষদ আগে কৈলা প্রেমময় ॥ সভার হইল আত্ম বিস্মৃতি অত্যন্ত । কার দেহে কত ভাব হয় নাহি অন্ত ॥ প্রথমেই বৈষ্ণবাগ্রগণ্য রামদাস । তান দেহে হইলেন গোপাল প্রকাশ ॥ মধ্যপথে রামদাস ত্রিভঙ্গ হইয়া ৷ আছিল প্রহর তিন বাহ পাসরিয়া ৷ হইল রাধিক ভাব গদাধর দাসে। দধি কে কিনিবে বলি অট্ট২ হাসে ॥ রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি ৷ হইলেন মুৰ্ত্তিবর্তী যে হেন