পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

° অন্তখণ্ড স্তম্ভ ঘৰ্ম্ম পুলক হুঙ্কার। স্বরভঙ্গ বৈবৰ্ণ গৰ্জ্জন সিংহসার। প্রমানন্দ মুগ্ধ আদি যত প্রেম ভাব।-ভাগবতে যত কহে কৃষ্ণ অনুরাগ। সভার শরীরে পূর্ণ হইল সকল । হেন নিত্যানন্দ স্বৰূপের প্রেম বল। যে দিগে দেখেন নিত্যানন্দ মহাশয় সেই দিগে মহাপ্রেম ভক্তি বৃষ্টি হয়। যাহারে চাহেন সেই প্রেম মুচ্ছ পায়। বস্ত্র না সম্বরে ভুমি .পড়ি গড়ি যায়। মিত্যানন্দ স্বৰূপের ধরিবারে যায়। হাসে নি ত্যানন্দ প্রভু বসিয়া খট্টায়। যত পারিষদ নিত্যানন্দের প্রধান। সভাতে হইল সৰ্ব্বশক্তি অধিষ্ঠান। সৰ্ব্বজ্ঞতা বাক্য সিদ্ধি হইল সভার। সভে হইলেন যেন কন্দৰ্প আকার ॥ সভে যারে পরশ করেন হস্ত দিয়া । সেই হয় বিহবল সকল পাসরিয়া । এইৰূপে পানিহাটী গ্রামে তিনমাস । নিত্যানন্দ প্রভু করে ভক্তির বিলাস ॥ তিনমাস কারে বাহ নাহিক শরীরে। দেহ ধৰ্ম্ম তিলাদ্ধেক কারে নাহি ক্ষুরে । তিনমাস কেহনাহি করিল আহার। সভে প্রেম সুখে মৃত্যবহি নাহি আর ॥ পানিহাটি গ্রামে যত হৈল প্রেম মুখ। চারিবেদে বলিবেন সে সব কৌতুক ॥ এক দণ্ডে নিত্যানন্দ করিলেন যত। তাহা বর্ণিবীর শক্তি আছে কার কত ॥ ক্ষণে২ আপনে করেন নৃত্য রঙ্গ । চতুর্দিগে লই সব পারিষদ সঙ্গ কখনো বা আপনে বসিয়া বীরাসনে । নাচায়েন সকল ভকত জনে জনে ॥ এক সেবকের নৃত্যে হেনরঙ্গ হয়। চতুর্দিগে দেখি যেনপ্রেম বন্য। বয় ॥, মহা ঝড়ে পড়ে যেন কদলক বন । এইমত প্রেম সুখে পড়ে সৰ্ব্বজন ॥ আপনে যে হেন মহা প্রভু নিত্যানন্দ ৷ এইমত করিলেন সৰ্ব্ব ভক্তবৃন্দ। নিরবধি শ্ৰীকৃষ্ণ চৈতন্য সংকীৰ্ত্তন। করায়েন করেন লইয়া ভক্তগণ ॥ হেন সে লাগিলা প্রভু প্রকাশ করিতে সেই হয় বিহবল যে আইসে দেখিতে ৷ যে সেবক যখনে যে ইচ্ছা করে মনে । সেই আসি উপসন্ন হয় ততক্ষণে ॥ এইমত পরানন্দ প্রেম সুখ রসে । ক্ষণপ্রায় কেহ না জানিল তিনমাসে । তবে নিত্যানন্দ মহাপ্রভু কথোদিনে। অলঙ্কার পরিতে হইল ইচ্ছা মনে ॥ ইচ্ছামাত্র সৰ্ব্ব অলঙ্কার সেইক্ষণে । উপসন্ন আসিয়া হইল বিদ্যমানে ॥ সুবর্ণ রজত মরকত মনোহর। নানাবিধ বহুমুল্য কতেক প্রস্তর ॥ মণি সুপ্রবাল পট্টবাস মুক্তাহার। স্বকৃতি সকলে দিয়া করে নমস্কার কথোবা নিৰ্ম্মিত কথো করিয়া নিৰ্ম্মাণ। পরিলেন অলঙ্কার যেন ইচ্ছা তান । দুই হস্তে সুবর্ণের অঙ্গদ বলয় । পুষ্পকরি পরিলেন আত্ম ইচ্ছাময়। সুবর্ণ মুদ্রিক রত্বে করিয়া খচন। দশ অঙ্গ লিতে শোভা করে বিভূষণ । কণ্ঠে শোভা করে বহুবিধদিব্য হার। মণিমুক্ত প্রবালাদি যত সৰ্ব্বসার । রুদ্রাক্ষ বিরালাক্ষ সুবর্ণ রজতে । বান্ধিয়া ধরিলা কণ্ঠে মহেশের প্রীতে। মুক্ত কসা সুবর্ণ করিয়া সুরচন मूरे শ্ৰুতিমূলে শোভে পরম শোভন ॥ পাদপদ্মে রণিত নুপুর সুশোভন । তছ পরি মুক্ত শোভে জগত মোহন ৷ শুক্ল পট্ট নীল পীত বহুবিধ বাস। অপূৰ্ব্ব