পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ৬৭ শোভয়ে পরিধানের বিলাস। মালতি মল্লিকা জুতি চম্পকের মাল । প্রবক্ষে করয়ে শোভা আন্দোলন খেলা ৷ গোরচনা সহিত চন্দন দিব্য গন্ধে । বিচিত্র করিয়া লেপিয়াছেন শ্ৰীঅঙ্গে। শ্ৰীমন্তকে শোভিত বিবিধ পৰ্তু বাস। তদুপরি নানাবর্ণে মাল্যের বিলাস। প্রসন্নক্রমুখ কোটি শশোধরজিনি। হাসয়া করেন নির বধি হরিদ্বনি ॥ যে দিগে চাহেন দুই কমল নয়নে । সেইদিগে প্রেমরসে ভাসে সৰ্ব্ব জনে ॥ রজতের প্রায় লৌহ দণ্ড সুশোভন । দুইদিগে করি তাতে সুবর্ণ বন্ধন। নিরবধি সেই লৌহদণ্ড শোভে করে। পারিষদ সব ধরিলেন অলঙ্কারে অঙ্গদ বলয় মল্ল নুপুর স্বহার। সিঙ্গা বেত্র বংশীছাদ দড়ি গুঞ্জাহার ৷ এইমত নিত্যানন্দ স্বানুভাব রঙ্গে । বিহরেন সকল পার্ষদ করি সঙ্গে ৷ তবে প্রভু সৰ্ব্ব পারিষদগণ মেলি। ভক্ত গৃহে করে প্রভু পৰ্য্যটন কেলি । জাহ্লবীর দুই কুলে যত আছে গ্রাম। সৰ্ব্বত্র ফিরেন নিত্যানন্দ জ্যোতিধাম ॥ দরশন মাত্র সর্ববর্জীব মুগ্ধ হয়। নাম তত্ত্ব দুই নিত্যামন্দ রসময় ৷ পাষণ্ডীও দেখিলেই মাত্র করে স্তুতি ॥ সৰ্ব্বস্ব দিবারে সেইক্ষণে হয় মতি ॥ নিত্যানন্দের স্বৰূপের শরীর মধুর সভারেই কৃপাদৃষ্টি করেন প্রচুর। কি ভোজনে কি শয়নে কিবা পর্যটনে ক্ষণেক না যায় ব্যর্থ সংকীৰ্ত্তন বিনে ॥ যেখানে করেন নৃত্য কৃষ্ণ সংকীৰ্ত্তন। তথায় বিহ্বল হয় যত যত জন ॥ গৃহস্থের শিশু কোন কিছুই না জানে। তাহারাও মহা মহা বৃক্ষধরি টানে ॥ হুঙ্কার করিয়া বৃক্ষ পেলে উপাড়িয়া । মুঞিরে গোপাল বলি বেড়ায় ধাইয়া হেন সে সামর্থ এক শিশুর শরীরে । শত জনে মি লিয়াও ধরিতে ন; পারে ৷ শ্ৰীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ রলি । সিংহনাদ করে শিশু হই কুতুহলী ৷ এইমত নিত্যানন্দ বালক জীবন। বিহ্বল করিতে লাগি লেন শিশুগণ ॥ মাসেকেও একশিশু না করে আহার। দেখিতে লোকের চিত্তে লাগে চমৎকার ৷ হইলেন বিহবল সকল ভক্তবৃন্দ । সভার রক্ষক হইলেন নিত্যানন্দ ॥ পুত্র প্রায় করি প্রভু সভারে ধরিয়া। করায়েন ভোজন আপন হস্ত দিয়া । কাহারেও বান্ধিয়া রাখেন নিজ পাশে। বান্ধেন মারেন তৰ্ভু অট্ট২ হাসে ॥ একদিন গদাধর দাসের মন্দিরে। আইলেন তান প্রীত করিবার তরে গোপী ভাবে গদাধর দাস মহাশয় ৷ হইয়া আছেন অতি পরানন্দ ময় ॥ মস্তকে ধরিয়া গঙ্গাজলের কলস । নিরবধি ডাকে কে কিনিবেরে গোরস ॥ শ্ৰীবাস গে পাল মুৰ্ত্তি তান দেবালয়। আছেন পরম লাবণ্যের সমুচ্চয় দেখি বাল গোপ লের মুৰ্ত্তি মনোহর। প্রীতে নিত্যানন্দ নৈলা বক্ষের উপর ॥ অনন্ত হৃদয়ে দেখি শ্ৰীবাল গোপাল । সৰ্ব্বগণে হরিধনি করেন বিশাল ॥ হুঙ্কার করিয়া নিত্যানন্দ মঙ্গরায় । করিতে লাগিলা নৃত্য গোপাল লীলায়। দানখণ্ড গায়েন মাধবানন্দ ঘোষ। শুনি অবধূত কৃষ্ণ পরম সন্তোষ । ভাগ্যবন্ত মাধবেরে হ্নে দিব্য ধনি