পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ァ অস্তখণ্ড শুলিতে আবিষ্ট হয় অবধৌত মণি ॥ এইৰূপ লীলা তান নিজ প্রেমরঙ্গে সুরুতি শ্ৰীগদাধর দাস করি সঙ্গে । গোপী ভাবে বাহ নাহি গদাধর দাসে । নিরবধি আপনাকে গোপী হেন বাসে । দানখণ্ড লীলা শুনি নিত্যনিন্দ রায়। যে নৃত্য করেন তাহা বর্ণন না যায় । প্রেমভক্তি বিকারের যত আছে নাম। সব প্রকাশিয়া নৃত্য করে অনুপাম ॥ বিদ্যুতের প্রায় মৃত্য গতির ভঙ্গিম। কিবা সে অদ্ভুত ভুজ চালন মহিমা । কিবা সে নয়ন ভঙ্গি কি সুন্দর হাস। কিবা সে অস্তুত সব কম্পন বিলাস। একত্র করিয়া দুই রণ সুন্দর । কি সে জোড়ই লম্ফ দেন মনোহর । যে দিগে চাহেন নিত্যানন্দ প্রেম রসে। সেই দিগে স্ত্রী পুরুষে কৃষ্ণ সুখে ভাসে । হেন সে করেন কৃপাদৃষ্টি অতিশয় । পরানন্দে দেহ স্মৃতি কার না থাকয় ॥ যে ভক্তি বাঞ্ছেন যোগেন্দ্রাদি মুনিগণে নিত্যানন্দ প্রসাদে সে ভঞ্জে যেতে জনে হস্তি সম জন না খাইলে তিন দিন । চলিতে না পারে দেহ হয় অতিক্ষীণ এক মাস একোশিশু না করে আহার তথাপিহ সিংহপ্রায় সব ব্যবহার । হেন শক্তি প্রকাশেন নিত্যানন্দ রায়। তথাপি ম। বুঝে কেহ চৈতন্য মায়ায় ৷ এইমত কথোদিন প্রেমানন্দ রসে। গদাধর দাসের মন্দিরে প্রভু বৈসে । বাহ নাহি গদাধর দাসের শরীরে । নিরবধি হরিবোল বলায় সভারে। সেই গ্রামে কাজি আছে পরম দুর্বার। কীৰ্ত্তনের প্রতি দ্বেষ করয়ে অপার ॥ পর্যনন্দে মত্ত গদাধর মহাশয় । নিশাভাগে গেলা সেই কাজির অলয় ॥ যে কাজির ভয়ে লোক পলায় অন্তরে । নির্ভয়ে চলিলা নিশাভাগে তার ঘরে ॥ নিরববি হরিধনি করিতে করিতে। প্রবিষ্ট হইল গিয়া কাজির বাড়িতে ॥ দেখে মাত্র বসিয়া কাজির সৰ্ব্বগণে । বলিবারে কার কিছু না আইসে বদনে ॥ গদাধর বলে আরে ফাঁজি বেটা কোথা । বাট ক্লফ বল নহে ছিণ্ডিবাঙ মাথ । অগ্নি হেন ক্রোধে কাজি হইল বাহির । গদাধর দাস দেখি মাত্র হৈলা স্থির ॥ ফাজি বলে গদাধর তুমি কেনে এথা। গদাধর বলেন আছেরে কিছু কথা । ক্রীচৈ ভন নিত্যনন্দ প্রভু অবতরি । জগতের মুখে বোলাইলা হরিহরি ॥ সবে তুমি মাত্র নাহি বল হরি নাম । তাহা বোলাইতে আইলাম তোমা স্থান ॥ পরম মঙ্গল হরি মমি বল তুমি । তোমার সকল পাপে উদ্ধারিব আমি ৷ যদ্যপিও কাজি মহ হিংসক চরিত। তথাপি ন বলে কিছু হইলা স্তম্ভিত আসি বলে কাজি শুন দাস গদাধর । কালি লিবভি হরি আজি যাহ ঘর ॥ হরি নাম মাত্র শুনিলেন তার মুখে। গদাধর দাস পুর্ণ হৈল প্রেম সুখে ॥ গদাধর দাস বলে আর কালি কেনে এইত বলিল হরি আপন বদনে ॥ আরতোর অমঙ্গল নাহি কোন ক্ষণে। যখনে ফরিল হরি নামের গ্রহণে ॥ এত বলি পরম উন্মাদ গদাধর। হাথে তালিদিয়া নৃত্য BB BBBBS BBBBB BBDBB BS BBB BBB S BBBBB BBBB BBBB --- ツ