পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 지 8 সাঞি ॥ সকল দস্থ্যর সেনাপতি যেব্রাহ্মণ । সেবলয়ে জানিলাম সকল কারণ। যতই লোকজন চারিদিগহৈতে। সভে আইসেন অবধুতেরে দেখিতে ॥ কোনদিগহৈতে কোন বিশ্বাস নস্কর ৷ আসিয়াছে তার পদাতিক বহুতর ॥ অতএব পদাতিক সকল ভাবক। এই সে কারণে হরি হরি করে জপ । এব। নহে কোন পদাতিক আনি থাকে। তবে কতদিন এড়াইব এই পাকে ৷ অতএব চল সভে আজি ঘরে যাই। চাপেচুপে দিনদশ বসি থাক ভাই ॥ এতবলি সব দস্থ্যগণ গেল ঘরে। অবধূত চন্দ্র প্রভু স্বচ্ছন্দ বিহরে । নিত্যনিন্দ চরণ ভজয়ে যে যে জনে। সৰ্ব্ব বিত্র খণ্ডে তাহ সভার স্মরণে ॥ হেন নিত্যানন্দ প্রভু বিহরে আপনে । তাহানে করিতে বিঘু, পারে কোন জনে । অবিদ্যা খণ্ডয়ে যার দাসের স্মরণে। সে প্রভুরে বিষ্ণু করিবেক কোন জনে ॥ সৰ্ব্বগণ সহে বিষ্ণু নাথ যার দাস । যার অংশ রুদ্র করে জগত বিনাশ ॥ যার অংশ চলিতে ভুবন কম্প হয়। হেন প্রভু নিত্যানন্দ কারে তান ভয় ॥ সৰ্ব্ব নবদ্বীপে করে স্বচ্ছন্দ কীৰ্ত্তন। স্বচ্ছন্দ করেন ক্রীড়া ভোজন শয়ন ৷ সৰ্ব্বজঙ্গে অমূল্য সকল অলঙ্কার ; যেন দেখি বলদেব নন্দের কুমার। কপুর তামুল প্রভু করেন ভোজন। ঈষৎ হাসিয়া মোহে ত্ৰিজগত মন ॥ অভয় পরমানন্দ বুলে সৰ্ব্বস্থানে। অভয় পরমানন্দ ভক্ত গোষ্ঠী সনে আরবার যুক্তি করি পাপী দস্থ্যগণে । আইলেন নিত্যানন্দ চন্দ্রের ভবনে ॥ দৈবে সেইদিন মহাঘোর অন্ধকার। মহাঘোর নিশা নাহি লোকের সঞ্চার ॥ মহা ভয়ঙ্কর নিশাচর দস্যগণ । দশ পাচ অস্ত্র একোজনের কাছন ॥ প্রবিষ্ট হইয়া মাত্র বাড়ির ভিতরে। সভে হৈলা অন্ধ কেহ চাহিতে না পারে । কিছু নাহি দেখে অন্ধ হৈল দস্থ্যগণে। সভে হইলেন হত প্রাণ বুদ্ধি মনে ॥ কেহ গিয়া পড়ে গড়খাইর ভিতরে । জোকে পোকে ভাসে ডাসে কামড়াই মারে ॥ উচ্ছিষ্ট গৰ্ত্তেতে কেহে২ গিয়া পড়ে। তথাও মরয়ে বিছ। পোকের কামডে ॥ কেহে২ পড়ে গিয়া কাটার ভিতরে। সৰ্ব্বঅঙ্গে ফটে কাটা নডিতে না পারে ৷ খালের ভিতরে গিয়! গুড কোন জন। হস্ত পদ ভাঙ্গিলেক করয়ে ক্ৰন্দন ॥ সেই খানে কারোহ গায় হৈল জ্বর। সৰ্ব্ব দস্থ্যগণ চিন্তা পাইল আন্তর ॥ হেনই সময়ে ইন্দ্র পরম কৌত্তকি । করিতে লাগিলা মহা ঝড় বৃষ্টি তথি ॥ একে মরে দসু্যগণ জোকপোকের কামড়ে। বিশেষে মরয়ে আর মহাবৃষ্টি ঝড়ে ॥ শিলা বৃষ্টিপাত সৰ্ব্ব অঙ্গের উপরে। প্রাণ নাহি যায় ভাসে দুঃখের সাগরে ৷ হেন সে পড়য়ে এক মহা ঝনঝন । ত্রাসে মুচ্ছাপায় সভে পাসরি আপনা। মহাবৃষ্টে দস্থ্যগণ তিতে নিরস্তর। মহাশীতে সভার কম্পিত কলেবর ॥ অন্ধ হইয়াছে কিছু না পায় দেখিতে। মরে দসু্যগণ মহাঝড় বৃষ্টি শীতে ॥ নিত্যানন্দ দ্রোহি আসি য়াছে এজানিয়া। ক্রোধে ইন্দ্র অধিক মারয়ে দুঃখ দিয়া । কথোক্ষণে দস্থ্য