পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ዓ@ সেনাপতি যে ব্রাহ্মণ । অকস্মাৎ ভাগ্যে তার হইল স্মরণ ॥ মনে ভাবে বিপ্ৰ নিত্যiনন্দ নর নহে। সত্য সে ঈশ্বর মনুষ্যেও সত্য কহে ॥ একদিন মোহি লেন সভারে নিদ্রায়। তথাপিহ না বুঝিনু ঈশ্বর মায়ায়। আর দিন অস্তুত পদাতিকগণ । দেখিলাম তৰ্ভু মোর নছিল চেতন । যোগ্য মুঞি পাপীষ্ঠের এসব দুৰ্গতি । হরিতে প্রভুর ধন যেন কৈল মতি ৷ এমহা সঙ্কটে মার গতি নাহি আর । নিত্যানন্দে অবিশ্বাস জন্মিল আমার n এত ভাবি iব গ্র নিত্যানন্দের চরণ। চিন্তিয়া একান্ত ভাবে লইল শরণ ॥ সে চরণ চিন্তিলে আপদ নাহি আর সেইক্ষণে কোটি অপরাধির নিস্তার। কারুণ্য শারদারাগেণ গীয়তে ॥ রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রবাল গোপাল । রক্ষ রক্ষ প্ৰভু মোরে সর্বজীব পাল ॥ যে জন আছাড় প্রভু পৃথিবীতে খায়। পুনশ্চ পৃথিবী তীরে হয়েন সহায় । এই মত যে তোমাতে অপরাধ করে । শেষে সহে তোমার স্মরণে দুঃখে তরে ॥ তুমি সে জীবের ক্ষম সৰ্ব্ব অপরাধ। পতিত জনের তুমি করন্থ প্রসাদ ॥ তথাপি যদ্যপি আমি ব্ৰহ্মষু গোবধী। মোহে বড় আর প্রভু নাহি অপরাধী। সৰ্ব্ব মহাপাতকিও তোমার শরণ। লইলে খণ্ডয়ে তার সকল বন্ধন ॥ জন্মাবধি তুমি সে জীবের রাখ প্রাণ। অন্তেও তুমি সে প্রভু কর পরিত্রাণ ॥ এশঙ্কট হৈতে প্রভু কর আজি রক্ষা। যদি জীঙ প্ৰভু তবে হৈল এই শিক্ষা । জন্ম জন্ম প্ৰভু তুমি মুঞি তোর দাস। কিব৷ জীঙ মরো এই হউ মোর আশ ॥ রুপাময় নিত্য। নন্দ চন্দ্র অবতার। শুনি করিলেন দস্থ্যগণের উদ্ধার ৷ এইমত চিন্তিতে সকল দস্থ্যগণ। সভার হইল দুই চক্ষু বিমোচন ॥ নিত্যানন্দ স্বৰূপের স্মরণ প্রভারে। ঝড় বৃষ্টি আর কার দেহে নাহি লাগে । কথো ক্ষণে পথ দেখে সব দস্থ্যগণ । মৃত প্রায় হই সভে করিলা গমন ॥ সভে ঘরগিয়া সেই মতে দস্থ্যগণ। গঙ্গাস্নান করিলেন গিয়া সেইক্ষণ ॥ দম্য সেনাপতি বিপ্র কান্দিতেই । নিত্যানন্দ চরণে আইলা সেইমতে ॥ বসিয়া আছেন নিত্যানন্দ বিশ্বনাথ । পতিত জনেরে করি শুভ দৃষ্টিপাত ॥ চতুর্দিগে ভক্তগণ করে হরিদ্বনি । আনন্দে হুঙ্কার করে অবধৌত মণি ॥ সেই মহা দসু্য বিপ্ৰ হেনই সময়ে। ত্ৰাহি বলি বাহু তুলি দণ্ডবৎ হয়ে । আপাদ মস্তক পুলকিত সৰ্ব্ব অঙ্গ। নিরবধি অশ্রুধারা বহে মহাকল্প ॥ হুঙ্কার গজ্জন নিরবধি বিপ্র করে । বাহ নাহি জানে ডুবি আনন্দ সাগরে ৷ নিত্যানন্দ স্বৰূপের প্রভাব দেখিয়া । আপন আপনি নাচে হল্লষিত হঞা । ত্ৰাহি বাপ নিত্যানন্দ পতিতপাবন। বাহু তুলি এইমত বলে ঘনে ঘন ॥ দেখি হইলেন সভে পরম বিস্মিত। এমত দুস্থ্যর কেনে এমত চরিত ॥ কেহ বলে মায়াবা করিয়া আসিয়াছে। কোন পাক করিয়া বা ক্রানাদেয় পাছে ॥ কেহ বলে নিত্যানন্দ পতিত পাবন । কুপায় ইঙ্গার বা হইল