পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ገሯ› নিতানন্দ ধন প্রাণ ॥ কিছু মাত্র আমি লিখিলাম জানিবারে। সকল বিদিত হৈব বেদব্যাস দ্বারে ৷ সৰ্ব্বশেষ ভূত্য তান বৃন্দাবন দাস। অবশেষে পাত্র নারায়ণী গর্ভজাত ৷ হেনমতে মহাপ্রভু নিতানন্দচন্দ্র। সৰ্ব্ব দাস সহে করে কী র্তন আনন্দ ॥ বৃন্দাবন মধ্যে যেন করিলেন লীলা । সেইমতে নিতানন্দ স্বৰূপের খেলা ৷ অকৈতৰ ৰূপে সৰ্ব্ব জগতের প্রতি । লওয়ায়েন শ্ৰীকৃষ্ণ চৈতন্যে রতি মতি ॥ সঙ্গে পরিষদগণ পরম উদাম । সৰ্ব্ব নবদ্বীপে ভ্ৰমে মহা জ্যোতিঃ ধাম অলঙ্কার মালায় পূর্ণিত কলেবর। কপূর তামুল শোভে সুরঙ্গ অধর । দেখি নিতানন্দ মহাপ্রভুর বিলাস। কেহো সুখ পায় কারো না জন্মে বিশ্বাস । সেই নবদ্বীপে এক আছেন ব্রাহ্মণ । চৈতন্যের সঙ্গে তান পূৰ্ব্ব অধ্যয়ন। নিত্যানন্দ স্বৰূপের দেখিয়া বিলাস। চিত্তে তান কিছু জন্মিয়াছে অবিশ্বাস । চৈতন্য চন্দ্ৰেতে তার বড় দৃঢ় ভক্তি। নিত্যানন্দ স্বৰূপের না জানেন শক্তি ॥ দৈবে সেই ব্রাহ্মণ গেলেন নীলাচলে। তথাই আছেন কথোদিন কুতুম্বলে । প্রতিদিন যায় বিপ্র শ্রীচৈতন্য স্থানে। পরম বিশ্বাস তান প্রভুর চরণে ॥ দৈবে একদিন সেই ব্রাহ্মণ নিভৃতে। চিত্তে ইচ্ছ। কিছু করিলেন জিজ্ঞাসতে। বিপ্র বলে প্ৰভু মোর এক নিবেদন। করিব তোমার স্থানে যদি দেহ মন ॥ নবদ্বীপে গিয়া নিতানন্দ অবধূত। কিছুত না বুঝে। মুঞি করেন কিৰূপ ৷ সন্ন্যাসী আশ্রম তান বলে সৰ্ব্বজন । কপূর তাম্বল সে ভোজন সৰ্ব্বক্ষণ ॥ ধাতু দ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে । সোনা ৰূপা মুক্ত সে সকল কলেবরে । কাসায় কেীপীন ছাডি দিব্য পট্টবাস। ধরেণ চন্দন মাল সদায় বিলাস ॥ দণ্ড ছাডি লোহ দণ্ড ধরেণ বা কেনে। শূদ্রের আশ্রমে সে থাকেন সৰ্ব্বক্ষণে ॥ শাস্ত্রমত মুঞি তান না দেখি আচার । এতেকে মোহর চিত্তে সন্দেহ অপার ॥ বড লোক করি তানে বলে সৰ্ব্বজনে । তথাপি আশ্রমাচার না করেন কেনে ॥ যদি মোরে ভূত্য হেন জ্ঞান থাকে মনে। কি কৰ্ম্ম তাহার প্রভু কহ ঐবদনে ॥ মুকুতি ব্রাহ্মণ প্রশ্ন কৈল শুভক্ষণে। অমায়ায় প্রভু তবে কহিলেন তানে। শুন বিপ্ৰ যদি মহা অধিকারী হয়। তবে তার দোষ গুণ কিছু নাহিলয়। তথাহি ৷ মনয্যেকান্ত ভক্তানাং গুণ দোষোস্তবগুণ। সাধুনাং সমচিত্তানাং বুদ্ধে পরমুপেয়ুষাং । পদ্ম পত্রে কভোযেন নাহি লাগে জল ৷ এইমত নিত্যানন্দ সৰূপ নিৰ্ম্মল ॥ পরমার্থে কৃষ্ণ চন্দ্র তাহান শরীরে। নিশ্চয় জানিহ বিপ্রসৰ্ব্বদ। বিহুরে । অধিকারীবই করেত হার আচার। দুঃখপায় সেইজন পাপজন্মে তার ॥ রুদ্রবিনে অন্যে যদি করে বিষ পান। সৰ্ব্বথায় মরে সৰ্ব্ব পুরাণ প্রমাণ। তথাহি। নৈতৎ সমাচরেজন্তু মনসাপি হনীশ্বর বিনিস্তত্যা চরন্মৌঢ্যা যথা রুদ্রোযুষং বিষং ॥ ধৰ্ম্মব্যতিক্রমে দৃষ্ট ঈশ্বর ণাঞ্চ সাহসং। তেজীয়সাং নদোষায় বয়ে সৰ্ব্ব ভুজোযথা। এতেকে যে ন জানিয়া