পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|b• ·ყ) অন্তখণ্ড প্রভু ঐউদ্ধবরায়। তথাহি । বন্দেনন্দ ব্ৰজস্ত্ৰীণাং পাদরেণুমভীম্বস। যাসাং হরি কথোদগীতং পনাতি ভুবন ত্রয়ং। ঃ ৷ এইমত বৈষ্ণব যে করেন বিচার। সৰ্ব্বত্র ঐগৌরচন্দ্র করেন স্বীকার । অন্যোন্যে বাজায়েন আনন্দ ইচ্ছায় । হেন রঙ্গে মহা প্রভু শ্ৰীগৌরাঙ্গরায় । কৃষ্ণের কৃপায় সভে আনন্দ বিহ্বল। কখন কখন বাজে আনন্দ কন্দল ৷ ইহাতে যে এক ঈশ্বরের পক্ষ হঞা । অন্য ঈশ্বরেরে নিন্দে সেই অভাগিয়া । ঈশ্বরের অভিন্ন সকল ভক্তগণ। দেহের যে হেন বাছ অঙ্গলি চরণ ॥ তথাপিছ সৰ্ব্ব বৈষ্ণবের এই কথা । সভার ঈশ্বর কৃষ্ণ চৈতন্য সৰ্ব্বথা ॥ নিয়ন্ত পালক চেষ্টা দুবিজ্ঞেয় তত্ব। সভে মেলি এই মাত্র গায়েন মহত্ব ॥ আবির্ভাব হৈতেছেন যে সব শরীরে । তাসভার অনুগ্রহে ভক্তিফল ধরে। সৰ্ব্বজ্ঞাত সৰ্ব্ব শক্তি দিয়াও আপনে । অপরাধে শাস্তিও করেন ভালমনে ॥ ইথি মধ্যে সকলে বিশেষ দুই প্রতি । নিত্যানন্দে অদ্বৈতেরে না ছাডেন স্তুতি । কোটি অলৌকিক যদি এদুই করেন। তথাপিও গৌরচন্দ্র কিছুনা বলেন। এইমত কথোক্ষণ পরানন্দ করি। অবধূতচন্দ্র সঙ্গে গৌরাঙ্গ শ্ৰীহরি। তবে নিত্যানন্দ স্থানে হইয়। বিদায় । বাসায় আইলা প্রভু শ্ৰীগৌরাঙ্গ রায় ॥ নিত্যানন্দ স্বৰূপ পরম হৰ্ষমনে । আনন্দে চলিলা জগন্নাথ দরশনে ॥ নিত্যানন্দ চৈতন্যে যে হেন দরশন। ইহার শ্রবণে সৰ্ব্ব বন্ধ বিমোচন ॥ জগন্নাথ দেখি মাত্র নিত্যানন্দ রায়। আনন্দে বিহবল হই গড়াগড়ি যায়। আছাড পাডেন প্রভু প্রস্তর উপরে । শতজনে ধরিলেও ধরিতে ন পারে ॥ জগন্নাথ বলরাম সুভদ্র। দর্শন। সভাদেথি নিত্যানন্দ করেন ক্রন্দন ॥ সভার গলার মালা বাহ্মণে আনিয় পুনঃপুন দেন সতে প্রভাব জানিয়া। নিত্যানন্দ দেখি যত জগন্নাথ দাস। সভার জন্মিল অতি পরম উল্লাস ॥ যে জনে না চিনে সে জিজ্ঞাসে কারো ঠাঞি সভে কহে এই কৃষ্ণ চৈতন্যের ভাই । নিত্যানন্দ স্বৰূপে সভারে করি কোলে । সিঞ্চি লা সভার অঙ্গ নয়নের জলে ॥ তবে জগন্নাথ দেখি হৰ্ষ সৰ্ব্বগণে । আনন্দে চলিলা গদাধর দরশনে ॥ নিত্যানন্দে গদাধরে ,যে প্রীত অন্তরে । তাহা কহি বার শক্তি ঈশ্বর সে ধরে ॥ গদাধর ভবনে মোহন গোপীনাথ । আছেন যে হেন নন্দ কুমার সাক্ষাৎ। আপনে চৈতন্য তানে করিয়াছে কোলে। অতি পাষণ্ডীও সে বিগ্রহ দেখি ভুলে । দেখি শ্ৰীমুরলী মুখ অঙ্গের ভঙ্গিম। নিত্যানন্দ আনন্দ অশ্রুর নাহি সীমা । নিত্যানন্দ বিজয় জানিয়া গদাধর । ভাগবত পাঠ ছাড়ি আইল সত্বর । দুহেমাত্র দেখিয়া দুহার শ্ৰীবদন। গলাধরি লাগিলেন করিতে ক্ৰন্দন । অন্যোন্যে দুই প্রভু করে নমস্কার। অন্যোন্যে দুহে বলে মহিমা দুহার কেহ বলে আজি হৈল লোচন নিৰ্ম্মল । কেহ ৰলে জন্ম আজি আমার সফল বাহ্যজ্ঞান নাহি কিছু প্রভুর শরীরে । দুই প্রভু হাসে ভক্তি আনন্দ সাগরে ৷ হেন