পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । * 。 পণ্ডিত মঙ্গল । যে দেখিল সুবর্ণের ক্রহল মুষল । জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগ বত। আনন্দে ঢলিলা দুই কৃষ্ণ রসে মত্ত ॥ পূর্বে শিশুৰূপে প্ৰভু যে দুইর ঘরে নৈবেদ খাইল আনি শ্ৰীহরি বাসরে ॥ চলিলেন বুদ্ধিমন্ত খান মহাশয় । অজন্ম চৈতন্য অভিা যাহার বিষয় । হরিষে চলিলা শ্ৰীআচাৰ্য্য পুরন্দর। বাপবলি যারে ডাকে শ্ৰীগৌরসুন্দর। চলিলেন ঐরাঘব পণ্ডিত উদার। গুপ্তে যার ঘরে হৈল চৈতন্য বিহার ॥ ভবরোগ বৈদ্য সিংহ চলিলা মুরারি। গুপ্তে যার দেহে বৈসে গৌরাঙ্গ শ্ৰীহরি ॥ চলিলেন গরুড়াই পণ্ডিত হরিষে । নাম বলে যারে না লংঘিল সর্পবিষে । চলিলেন গোপীনাথ সিংহ মহাশয়। অকুর করিয়া যারে গৌরচন্দ্র কয় ॥ প্রভুর পরম প্রিয় স্ত্রীরাম পণ্ডিত। চলিলেন নারায়ণ পাগুত সহিত আই দরশনে ত্রপণ্ডিত দামোদর। আসিছিলা আই দেখি চলিলা সত্বর । অনন্ত চৈতন্য ভক্ত কত জানি নাম । চলিলেন সভে হই আনন্দের ধাম ॥ আই স্থানে ভক্তি করি বিদায় হইয়া । চলিল অদ্বৈত সিংহ ভক্তগোষ্ঠী লঞা । যে যে দ্রব্য জানেন প্রভুর পূর্ব প্রীত। সবে সব নৈলা প্রভুর ভিক্ষার নিমিত্ত ৷ সৰ্ব্ব পথে সংকীৰ্ত্তন আনন্দ করিতে । আইলেন পবিত্র করিতে সৰ্ব্ব পথে ॥ উল্লাসেতে হরি মুনি করে ভক্তগণ শুনিয়া পবিত্র হয় ত্রিভুবন জন ॥ পত্নী পুত্ৰ দাস দাসীগণের স হিতে । আইলেন পরানন্দে চৈতন্য দেখিতে। যেস্থানে রহেন আসি সভে বামাকরি সেই স্থানে হয় যেন ঐবৈকুণ্ঠপুরী । শুন শুন আরে ভাই মঙ্গল আখ্যান। যাহা গায় মহাপ্ৰভু শেষ ভগবান ৷ এইমত রঙ্গে মহাপুরুষ সকলে। সকল মঙ্গলে আই লেন নীলাচলে । কমল পুরেতে দ্বজ প্রাসাদ পাইয়া পড়িলেন কান্দি সম্ভে দণ্ডবৎ হঞা । প্রভুও জানিয়া ভক্তগোষ্ঠীর বিজয় । আগে বাড়িবারে চিত্ত তৈল ইচ্ছাময় ৷ অদ্বৈতের প্রতি অতি প্রীতযুক্ত হঞা। অগ্ৰে মহাপ্রসাদ দিলেন পাঠাইয় ! কি অদ্ভুক্ত প্রীত সে তাহার নাহি অন্ত। প্রসাদ চলয়ে তারে কটক পৰ্য্যন্ত । শয়নে আছিন্ন ক্ষীরসাগর ভিতরে । নিদ্রাভঙ্গ হৈল মোর নাঢ়ার ফস্কারে অদ্বৈত নিমিত্ত মোর এই অবতার ৷ এইমত মহা প্ৰভু বলে বারবার । এতেকে ঈশ্বর তুল্য যতেক মহান্ত । অদ্বৈত সিংহেরে ভক্তি করেন একান্ত ॥ আইল। অদ্বৈত শুনি ঐবৈকুণ্ঠ পতি । আগু বাড়িলেন প্রিয় গোষ্ঠীর সংহতি ॥ নিত্যানন গদাধর ত্রীপুরী গোসাঞি চলিলেন আনন্দে কাহার বহি নাই। সার্বভৌম জগদানন্দ কাশী মিশ্রবর। দামোদর স্বৰূপ শ্ৰীপণ্ডিত শঙ্কর ৷ কাশীশ্বর পণ্ডিত আচাৰ্য্য ভগবান । ক্রপ্রদ্র্যেমু মিশ্র প্রেম ভক্তির প্রধান ॥ পত্র ঐ পরমানন্দ রায় রামানন্দ । চৈতন্যের দ্বারপাল স্বরুতি গোবিন্দ ব্ৰহ্মানন্দ ভারতী গ্ৰীৰূপ সমতন রঘুনাথ বৈদ্য শিবানন্দ নারায়ণ । অদ্বৈভের জ্যেষ্ঠ পুত্র ঐআচুতানন্দ । বাণীনাথ শিখিন হাতি আদি ভক্তবৃন্দ । অনস্তচৈতন্য ভূত্য কভ জানি নাম ছোট ÍF 党 - . .محطعامع