পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 অন্তখণ্ড রন্ধনে। প্রভু বলে যে জন তোমার অদখায়। কৃষ্ণভক্তি ক্লষ্ণ সেই পায় সৰ্ব্বথায় ॥ আচার্য তোমার অন্ন আমার জীবন । তুমি খাওয়াইলে হয় ক্লষ্ণের ভোজন ॥ তুমি বে নৈবেদ্য কর করিয়া রন্ধন। মাগিয়াও খাইতে আমার হয় মন ॥ শুনিয়া প্রভুর ভক্তবাৎসল্যত বাণী। কিআনন্দে অদ্বৈত ভাসেন নাহিজানি। পরম সন্তোষে প্ৰভু বাসায় আইলা । প্রভুর ভিক্ষার সজ্জ করিতে লাগিল ৷ লক্ষী অংশে জন্ম অদ্বৈতের পতিব্ৰত। লাগিলা করিতে কাৰ্য্য হই হরষিত । প্রভুর গ্রীতের দ্রব্য গৌড়দেশ হৈতে। যত আনিয়াছেন সব লাগিলেন দিতে ॥ রন্ধনে বসিলা ঐঅদ্বৈত মহাশয় । চৈতন্যচন্দ্রেরে করি হৃদয়ে বিজয় ॥ পতিব্ৰতা ব্যঞ্জনের পরি পাট করে । কতেক প্রকার করে যেন চিত্তে স্ফুরে । শাকেতে ঈশ্বর বড় প্রীত ইহা জানি । নানা শাক দিলেন প্রকার দশআনি ॥ আচার্য্য রান্ধেন পতিব্ৰত কৰ্ম্ম করে। দুই জন ভাসে যেন আনন্দসাগরে ৷ অদ্বৈত বলেন শুন কৃষ্ণদাস মাত৷ তোমার কহিয়ে আমি এই মনঃ কথা ৷ যত কিছু এই মোরা করিনু সম্ভার। কোন ৰূপে সব প্রভু করেন স্বীকার। যদি আসিবেন সন্যাসীর গোষ্ঠী লঞ। কিছু ন! খাইব তবে জানি আমি ইহা । আপেক্ষিত যতই মহান্ত সন্যাসী। সভেই প্রভুর সঙ্গে ভিক্ষা করে আসি ॥ সভেই প্রভুরে করে পরম অপেক্ষ । প্রভু সঙ্গে সভে আসি প্রীতে করে ভিক্ষ । অদ্বৈত চিন্তয়ে মনে হেন পাক হয়। একেশ্বর প্রভু আজি কর ঐবিজয় ॥ তবে আমি ইহা সব পারে। খাওয়াইতে । একামনা মোর সিদ্ধ হয় কোনমতে ॥ এমইত মনে চিন্তে গোসাঞি অাচাৰ্য্য। রন্ধন করেন মনে ভাবেন সে কাৰ্য্য ! ঈশ্বর করিয়া সংখ্যা নামের গ্রহণ। মধ্যাহ্লাদি ক্রিয়া করি বারে হৈল মন ॥ যে সব সন্যাসীপ্রভুসঙ্গে ভিক্ষাকরে। তারাসব চলিলা নধ্যtছুকরি বারে ॥ হেনকালে মহাঝড় বৃষ্টি আচম্বিত । আরম্ভিলা দেবরাজ অদ্বৈতের হিত ॥ শিলাবৃষ্টি চতুর্দিগে বাজেঝনঝন । অসম্ভব বাতাসবৃষ্টির নাহিসীমা ৷ সৰ্ব্বদিগ অন্ধ কার হইল ধুলায় । বাসায় যাইতে কেহ পথ নাহি পায় হেন ঝড়বহে কেহ স্থির হৈতে নারে। কেহ নাহি জানে কোথা লঞা যায়কারে ॥ সবে যথাত্র অদ্বৈত করেন রন্ধন । তথা মাত্রহয় অম্পঝড় বরিষণ ॥ যতন্যাসী ভিক্ষাকরে প্রভুর সংহতি। ন৷ হিক উদ্দেশ কার কেবাগেলা কতি ॥ ওথ অদ্বৈত সিংহ করিয়া রন্ধন। উপস্কার খুইলেন ঐঅন্নাব্যঞ্জন ॥ ধৃত দধি দুগ্ধসর নবনী পষ্টক। নানাবিধ শর্কর সন্দেশ কদলক। সভার উপরে দিয়া তুলসী মুঞ্জরী। ধ্যানে বসিলেন আনিবারে গৌর হরি ॥ একেশ্বর প্রভু আইসেন যেনমতে। এইৰূপ মনেধ্যান লাগিলা করিতে সত্য গৌরচন্দ্র অদ্বৈতের ইচ্ছাময়। একেশ্বর মহাপ্রভু হইল বিজয় ৷ হরেকৃষ্ণ হরেকৃষ্ণ বলি প্রেম মুখে। প্রত্যক্ষ হইল আসি অদ্বৈত সম্মুখে ॥ সন্ত্রমে অদ্বৈত পাদপদ্মে নমস্কার । আসন দিলেন বসিলেন গৌরহরি ॥ ভিন্নসঙ্গ কেহ নাহি