পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネb" r उञाँ"] <! ॐ শুনিয়া । আমরাও আছে এই তাহার লাগিয়া ৷ শিখাইয় প্রভু আর পথে গেলা ঘর। গঙ্গা ঘাটে আসিয়া মিলিল মিশ্রবর। আসিয়া গঙ্গার ঘাটে চারিদিগে চায়। শিশুগণ মধ্যে পুত্ৰ দেখিতে না পায়। মিশ্র জিজ্ঞাসেন বিশ্বম্ভর কতিগেলা । শিশুগণ বলে র্তিহে স্নানে না আইলা ৷ সেইমতে গেলা ঘর পড়িয়া শুনিয়া। স ভেই আছিষে তার অপেক্ষা করিয়া । চারিদিগে ধায় মিশ্র হাথে ছড়ি লঞা । তৰ্জ্জন গজ্জন করে লীগ না পাইয়া ॥ কৌস্তুকে যাহারা নিবেদন কৈলা গিয়া । সেই সব মিশ্রে পুন বোলয়ে হাসিয়া । ভয় পাই বিশ্বম্ভর পলাইল ঘরে। ঘরে চল তুমি কিছু বল পাছে তারে। আর বার যদি আসি চঞ্চলত করে ; আমরাই ধরিদিব তোমার গোচরে । কৌত্তকে সে কথা কছিলাম তোমা স্থানে। তোম সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে ॥ সে হেন নন্দন যার গৃহ মাঝে থাকে। কি ক রিব ক্ষুধা তৃষ্ণ ভোক রোগ শোকে । তুমিসে সেবিল সত্য প্রভুর চরণ। তার মহাভাগ্য যার এহেন নন্দন ॥ কোটি অপরাধ যদি বিশ্বম্ভর করে। তবু তারে খুইবাঙ হৃদয় উপরে। জন্মেং কৃষ্ণ ভক্ত এই সবজন। এসব উত্তম বুদ্ধি ইহার কারণ । অতএব প্রভু নিজ সেবক সহিতে। ননি। ক্রীড়া করে কেহ না পারে চিনিতে ॥ মিশ্র বলে সেহ পুত্ৰ তোম। সভাকার। যদি অপরাধ লহ শপথ আমার। তাসভার সনে মিশ্র করি কোলাকোলি। গৃহে চলিলেন মিশ্র হঞ কুতুহলী। আর পথে ঘরে গেল প্রভু বিশ্বম্ভর। হাখেতে মোহন পুথি যেন শশধর। লিখন কালির বিন্দু শোভে গৌর অঙ্গ। চম্পকে লাগিল যেন চারিদিগে ভূঙ্গ ৷ জননী বলিয়। প্রভু লাগিলা ডাকিতে। তৈল দেহ যাব এবে স্নান সে করিতে। পু ভ্রের বচন শুনি শচী আনন্দিত। কিছু নাহি দেখে অঙ্গে স্নানের চরিত ॥ তৈল দিয়া শচী মাতা মনে মনে গুণে। বালিকার কি বলিল কিবা দ্বিজগণে ॥ লি খনের কালি অাছে এই সব অঙ্গে। সেই বস্ত্র পরিধান সেই পুথি সঙ্গে ক্ষ ণেকে আইলা জগন্নাথ মিশ্রবর। মিশ্ৰ দেখি কোলে উঠিলেন বিশ্বম্ভর । সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে। আনন্দে পূর্ণিত হৈলা পুত্র দরশনে ॥ মিশ দেখে সৰ্ব্ব অঙ্গ ধূলায় ব্যাপিত। স্নান চিকু না দেখিয়া হইল বিস্মিত। মিশ বোলে বিশ্বম্ভর কি বুদ্ধি তোমার। লোকেরে না দেহ কেন স্নান করিবার। বিষ্ণু পুজার সজ্জ কেন কর অপহার। বিষ্ণু করি যাও ভয় নাহিক তোমার। প্ৰভু বোলে আজি আমি নাহি যাই স্নানে । আমার সঙ্গে যত শিশু গেল অাগুআনে ॥ সকল লোকের তারা করে অনাচার । না গেলেও যদি দোষ কহেন আমার ॥ সত্য তবে করিব সভার অনাচার। সেই বিষ্ণ, জানে দোষ নাহিক অামার । এতব লি হাসি প্রভু যায় গঙ্গাস্নানে। পুন সেই মিলিলেন সব শিশুগণে ॥ বিশ্বম্ভরে দেখি সভে আলিঙ্গন করি। হাসয়ে সকল শিশু দেখিয়া চাতুরী। সভেই প্রসংশে ভাল নিমাঞি চতুর। ভাল এড়াইল আজি মারণ প্রচুর। জল কেলি করে প্রভু