পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । సెసి স্তুত হইল সে কীৰ্ত্তন আনন্দ। সবে তাহ বৰ্ণিতে পারেন নিত্যানন্দ পরম উদাম শুনি কীৰ্ত্তনের স্বনি। ঐবিজয় আসিয়া হইলা ন্যাসমণি ॥ প্ৰভু দেখি ভক্ত সব অ ধক হরিষে। গায়েন অদ্বৈত নৃত্য করেন উল্লাসে । আনন্দে প্রভুরে কেহ নাহি করে ভয় । সাক্ষাতে গায়েন সভে চৈতন্যবিজয় ॥ নিরবধি দাস্যভাবে প্রভুর বিহার মুঞি কৃষ্ণ দাস বই না বলয়ে আর ॥ হেন কার শক্তি নাহি সমুখে তাহানে। ঈশ্বর করিয়া বলিবেক দাস বিনে ॥ তথাপিও সভে অদ্বৈতের বল ধরি। গায়েন নির্ভর হঞা ঐচৈতন্য হরি। ক্ষণেক থাকিয় প্রভু আত্ম স্তুতি শুনি। লজ্জা যেন পাইতে লাগিল ম্যাসী মণি ॥ সভা শিক্ষাইতে শিক্ষাগুরু ভগবান। বাসায় চলিলা শুনি আপন কীৰ্ত্তন ॥ তথাপি কাহীর চিত্তে না জন্মিল ভয় ; বিশেষে গায়ন আরো চৈতন্য বিজয় ॥ আনন্দে কাহার বাহ নাহিক শরীরে । সভে দেখে প্রভু আছে কীৰ্ত্তন ভিতরে ৷ মত্ত প্রায় সভে শ্রীচৈতন্য যশ গায়। মুখে শুনে স্বরুতি দুস্কতি দুঃখপায়। ঐচৈতন্য যশে প্রীত না হয় যাহার। ব্রহ্মচর্য্যে সন্ন্যাসে বা কি কার্য, তাহার ॥ এইমত পরানন্দ সুখে ভক্তগণ। সৰ্ব্ব কাল করেন প্রীহরি সংকীৰ্ত্তন ॥ এসব অনিন্দ ক্রীড়া পড়িলে শুনিলে । এসব গোষ্ঠীতে আসি য়াও সেহো মিলে ॥ নৃত্যগীত করি সভে মহা ভক্তগণ । আইলেন প্রভুর করিতে দরশন। শ্রীচৈতন্য প্রভু নিজ কীৰ্ত্তন শুনিয়া । সভারে দেখাই ভয় আছেন স্থতি র। সুকুতি গোবিন্দ জানাইলেন প্রভুরে । বৈষ্ণব সকল আসিয়াছেন দুয়ারে গোবিনেদরে আজ্ঞ হৈল সভারে আনিতে। শয়নে আছেন না চাহেন কারে ভীতে। ভয়যুক্ত হইয়া সকল ভক্তগণ। চিন্তিতে লাগিলা গৌরচন্দ্রের চরণ ক্ষণেকে উঠিল| প্রভু শ্ৰীভক্তবৎসল। বলিতে লাগিল ভয়ে বৈষ্ণব সকল। অয়েই প্রীনিবাস পণ্ডিত উদার। আজি তুমি সব কি করিলা অদ্বতার ॥ ছড়িরা কৃষ্ণের নাম কৃষ্ণের কীৰ্ত্তন। কি গাইলা আমারেত বুঝাহ এখন ॥ মহা বক্তা শ্ৰীনিবাস বলেন গোসাঞি। জীবের স্বতন্ত্রতা ভক্তি মুলে কিছু নাঞি ॥ যেন করায়েন যে বোলায়েন ঈশ্বরে। সেই আজি বলিলাম কহিল তোমারে। প্রভু বলে তুমিসব হইয়া পণ্ডিত। লুকায়ে যে কেনে তারে করহ বিদিত ॥ শুনিয়া প্রভুর বাক্য পণ্ডিত শ্ৰীবাসে। হস্তে স্থৰ্য্য আচ্ছাদিয়া মনে২ হাসে ॥ প্রভু বলে কি সঙ্কেত কৈলে হস্ত দিয়া। তোমার সঙ্কেত তুমি কহত ভাঙ্গিয়া। শ্ৰীবাস বলেন হস্তে স্থৰ্য্য ঢাকিলাম । তোমারে বিদিত করি এই কছিলাম ॥ হস্তে কি কখন পারি স্বৰ্য আচ্ছাদিতে । সেইমত অসম্ভব তোমা লুকাইতে ॥ স্থৰ্য্য যদি হস্তে বা হয়েন আচ্ছাদিত। তভো তুমি লুকাইতে নার কদাচিত | তুমি কিবা লুকাইব। পৃথিবী ভিতরে। যে নারিল লুকাইতে ক্ষীরদ সাগরে ৷ হেমগিরি সেতুবন্ধ পৃথিবী পর্যন্ত। তোমার নিৰ্ম্মল যশে পূরিল দিগন্ত যাত্রহ্মাদ পূর্ণ চৈল