পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>

  • о অস্তখণ্ড

তোমার কাইনে । কতজনে গায় দণ্ড করিবা কেমনে ॥ সৰ্ব্বকাল ভক্ত যশ বড়িয়ে ঈশ্বরে। হেনকালে অস্তুত হইল আসি দ্বারে । সহস্র২ জন নাজানি কোথার। জগন্নাথ দেখি আইল প্ৰভু দেখিবার । কেহবা ত্রিপুরা কেহে চাটা গ্রাম বাসী। ঐহট্টিয়া কেহ কেহোবা বঙ্গদেশী ॥ সহস্র২ লোক করেন কীৰ্ত্তন ঐচৈতন্য অবতার করিয়া বর্ণন ॥ জয়২ শ্ৰীকৃষ্ণ চৈতন্য বনমালী ৷ জয়২ নি ভক্তি রস কুতুহলী ৷ জয়২ পরম ন্যাসীৰূপ ধারী। জয়২ সংকীৰ্ত্তন লম্পট সুরারি। জয়২ দ্বিজরাজ বৈকুণ্ঠ বেহারি। জয়২ সৰ্ব্বজগতের উপকারী ৷ জয় কৃষ্ণ চৈতন্য খ্রশচীর নন্দন ৷ এইমত গাই নাচে শত সংখ্যাজন ॥ প্রবাস বলেন প্রভু এবে কি করিব। সকল সংসার গায় কোথা লুকাইবা । মুঞি কি শিখা এাছে। এসব লোকেরে । এইমত গায় প্রভু সকল সংসারে । অদৃশ্ব অব্যক্ত তুমি হইয়াও নাথ। কৰুণায়ে হইয়াছ জীবেরে সাক্ষাৎ ৷ লুকাও আপনে তুমি প্রকাশ আপনে। যারে অনুগ্রহ কর জানে সেই জনে ॥ প্রভু বলে তুমি নিজ শক্তি প্রকাশিয়া। বোলাও লোকের মুখে জানিলাম ইহা । তোমারে হারিন্থ আমি শুনহ পণ্ডিত। জানিলাম তুমি সৰ্ব্বশক্তি সমন্বিত ৷ সৰ্ব্বকাল প্রভু বাড় য়েন ভূত্যজয়। এ তান স্বভাব বেদে ভাগবতে কয়। হাস্য মুখে সৰ্ব্ব বৈষ্ণবেরে গেীর রায় । বিদায় দিলেন সভে চলিলা বাসায় ॥ হেন সে চৈতন্যদেব ঐভক্ত বৎসল । ইহানে সে ক্লষ্ণ করি গায়েন সকল ॥ নিত্যানন্দ অদ্বৈতাদি যতেক প্রাধান সভে বলে ঐকৃষ্ণ চৈতন্য ভগবান। এসকল ঈশ্বরের বচন লংঘিয়া । অন্যেরে বলয়ে কৃষ্ণ সেই অভাগিয় ॥ শেষশাস্ত্রী লক্ষিকান্ত শ্ৰীবৎস লাঞ্ছন। কৌস্তুভ ভূষণ আর গরুড় বাহন ৷ এসব কৃষ্ণের ছত্র জানিহ নিশ্চয় । গঙ্গা আর কারো পাদ পদো ন জলয় ॥ শ্রীচৈতন্য বিনা ইহা অন্য নাসম্ভবে । এই কহে বেদে শাস্ত্রে সকল বৈষ্ণুবে ॥ সৰ্ব্ব বৈষ্ণবের বাক্য যে আদরে লয় । সেই সব জন পায় সৰ্ববত্র বিজয় ॥ হেনমতে মহাপ্রভু শ্ৰীগৌর সুন্দর। ভক্ত গোষ্ঠী সঙ্গে বিহরেন নিরন্তর। প্ৰভু বেড়ি ভক্তগণ বৈসেন সকল। চৌদিগে শোভয়ে যেন চন্দ্রের মণ্ডল ॥ মধ্যে শ্ৰীবৈ কুণ্ঠনাথ ন্যাসী চূড়ামণি । নিরবধি কৃষ্ণ কথা করি হরিধান। হেনই সময়ে দুই মহা ভা বান। হইলেন আসিয়া প্রভুর বিদ্যমান। শাকর মল্লিক আর রূপ ছুই ভাই। ই প্রতি কৃপাদৃষ্টে চাহিলা গোসাঞি দূরেথাকি দুই ভাই দণ্ডবৎ করি। কা বাদ করেন দশনে তৃণ ধরি। জয়২ মহাপ্রভু শ্ৰীকৃষ্ণ চৈতন্য । যাহার কৃপায় 西 লক Mت» হৈল সর্বব লোক ধন্য ৷ জয়দীন বৎসল জগত হিতকারী। জয়২ পরম সন্ন্যসী পধারী ৷ জয়২ সংকীৰ্ত্তন বিনোদ অনন্ত । জয়২ জয় সৰ্ব্ব আদি মধ্য অন্ত ৷ আপনে হইয়া ঐবৈষ্ণব অবতার। ভক্তি দিয়া উদ্ধারিল সকল সংসার ৷ তবে :সে ন! উদ্ধারে কোন কাজে । মুঞি কি না হউ প্রভু সংসারের মাঝে ! ৰা