পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

કે 3 অস্ত খণ্ড o প্রভু আছেন শয়নে। লক্ষীসেবা করিতে আছেন শ্ৰীচরণে। হেনই সময়ে ভৃগু অসি অলক্ষিতে। পদাঘাত করিলেন প্রভুর বক্ষেতে ॥ ভৃগু দেখি মহ। প্রভু সন্ত্রমে উঠিয়া। নমস্করিলেন প্রভু মহা প্রীত হঞা ৷ লক্ষীর সহিতে প্ৰভু ভূগুর চরণ। সন্তোষে করিতে লাগিলেন প্রক্ষালন । বসিতে দিলেন আনি উত্তম তাসন । ক্রহস্তে তাহার অঙ্গে লেপেন চন্দন ॥ অপরাধি প্রায় যেন হইয়! আপনে । অপরাধ মাগিয়া লয়েন তার স্থানে ॥ তোমার শুভ বিজয় আমি নাজানিয়া । অপ রাধ করিয়াছি ক্ষম মোরে ইহা ॥ এই যে তোমার পাদোদক পুণ্য জল। তীর্থেরে করয়ে তীর্থ হেন সুনিৰ্ম্মল যতেক ব্রহ্মাণ্ড বৈসে অামার দেহেতে। যতলোক পাল সব আমার সহিতে ॥ পাদোদক দিয়া আজি করিলা পবিত্র! অক্ষয় হইয়। রহু তোমার চরিত্র ৷ এই যে তোমার শ্রীচরণ চিকু ধুলী। বক্ষে রাখিলাম আমি হই কুতুহলী ॥ লক্ষীসঙ্গে নিজবক্ষে নিম্ন আমি স্থান। বেদে যেন শ্ৰীবৎসলাঞ্ছন বলে নাম শুনিয়া প্রভুর বাক্য বিনয় ব্যভার । কাম ক্রোধ লোভ মোহ সকলের পার। দেখি মহা ঋষি পাইলেন চমৎকার। লজ্জিত হইয়া মাথ নাতো লেন আর ॥ যাহা করিলেন সে তাহার কৰ্ম্মনয় । আবেশের কৰ্ম্ম ইহা জানিহ নিশ্চয় ॥ বাহ পাই প্রীত শ্রদ্ধা দেখিতে দেখিতে । ভক্তিরসে পুর্ণ হই লাগিল নাচিতে ॥ হাস্য কম্প ঘৰ্ম্ম মুচ্ছ পুলক হুঙ্কার । ভক্তিরসে মগ্ন হইলা ব্রহ্মার কুমার । সভার ঈশ্বর কৃষ্ণ সভার জীবন। এই সত্য বলি নাচে ব্রহ্মার নন্দন ॥ দেখিয়া কৃষ্ণের শান্তি বিনয় ব্যভার । বিপ্র ভক্তি যে কোথাও না সম্ভবে আর ॥ ভক্ত্যে জড়হৈলা বাক্য না আইসে বদনে । আনন্দাশ্র ধারামাত্র বহে ঐনয়নে ॥ সৰ্ব্বভাবে ঈশ্বরেরে দেহ সমৰ্পিয় । পুনঃ মুনি সভা মধ্যে মিলিয়া আসিয়া ॥ ভৃগু দেখি সভে হৈল৷ আনন্দ অপার। কহ ভৃগু কার কোন দেখিলে ব্যভার ॥ তুমি যেই কহ সেই সভার প্রমাণ । তবে সব কহিলেন ভূগু ভগবান ॥ ব্রহ্মাবিষ্ণু মহেশ্বর তিনের ব্যভার। সকল কহিয়ে এই কহিলেন সার। সব্বশ্রেষ্ঠ ঐবৈকুণ্ঠনাথ নারায়ণ । সত্য সত্য সত্য এই বলিল বচন ॥ সভার ঈশ্বর কৃষ্ণ জনক সভার। ব্রহ্মা শিব করেন যাহার অধিকার ॥ কৰ্ত্ত হৰ্ত্তা রক্ষিতা সভার নারায়ণ । নিঃসন্দেহ ভজ গিয়া তাহার চরণ ॥ ধৰ্ম্মজ্ঞান পুণ্য কীৰ্ত্তি ঐশ্বৰ্য্য বিরক্তি। আত্মশ্রেষ্ঠ মধ্যম যতেক যার শক্তি ॥ সকল কৃষ্ণের ইহা জানিহ নিশ্চয় । অতএব গাও ভজ কৃষ্ণের বিজয় সেই কৃষ্ণ সাক্ষাৎ চৈতন্য ভগবান। কীৰ্ত্তন বিহার ইহা আছে বিদ্যমান ॥ ভূগুর বচন শুনি সব ঋষিগণ। নিঃসন্দেহ হৈলা সৰ্ব্বশ্রেষ্ঠ নারায়ণ ॥ ভূগুরে পূজিয় বলেন সব ঋষিগণ। সংশয় ছিণ্ডিলা তুমি ভাল কৈলা মন ৷ কৃষ্ণভক্তি সভে লই লেন দৃঢ় মনে। ভক্ত ৰূপে ব্ৰহ্মা শিব পুজেন যতনে। সিদ্ধ বৈকবের যেন বিষয় র্যভার। কিহিলাম ইহা বুঝিবারে শক্তিকার। পরীক্ষিতে কৰ্ম্ম কিনা ছিল কিছু