পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । Rసి

  • সৰ্ব্ব শিশু সনে এথা শচী জগন্নাথ মনে মনে গুণে ॥ যে২ কহিলেক কথা সেহ মিথ্যা নহে। তবে কেনে স্নান চিন্তু কিছু নাহি দেহে । সেই যত অঙ্গে ধুলা সেই মত বেশ। সেই পুথি সেই বস্ত্র সেই মত কেশ। এবুঝি মানুষ নহে বিশ্ব ম্ভর। মায়া ৰূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর। কোন মহা পুরুষ বা কিছুই না জানি। হেন মনে চিন্তিতে আইলা দ্বিজমণি ॥ পুত্র দরশনানন্দে ঘুচিল বিচার । স্নেহে পূর্ণ হৈলা দোহে কিছু নাহি আর ॥ যে দুই প্রহর প্রভু যায় পড়িবারে। সেই দুই যুগ যায় এমত দোহারে। কোটি কম্পে কোটিমুখে বেদে যদ কয়। তবু এদোহার ভাগ্য নাহি সমুচ্চয় ॥ শচী জগন্নাথ পীয়ে বহু নমস্কা র। অনন্ত ব্ৰহ্মাণ্ডনাথ পুত্রৰূপ যার ৷ এইমত ক্রীড়া করে বৈকুণ্ঠের রায়। বুঝিতে না পারে কেহ তাহান মায়ায়। শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পন্থ জান । বৃন্দাবনদাস তছু পাদযুগে গান। ইতি প্রশাদ খণ্ডে পঞ্চমোহধ্যায় ৷ ৫ ৷ জয়২ মহা মহেশ্বর গৌরচন্দ্র ৷ জয়২ বিশ্বম্ভর প্রিয় ভক্ত বৃন্দ ৷ জয় জগন্নাথ শচীপুত্র সর্বপ্রাণ। কৃপাদৃষ্টে কর প্রভু সৰ্ব্বজীব ত্রাণ ॥ হেনমতে নবদ্বীপে শ্ৰীগেীর সুন্দর। বাল্য লীলাছলে করে প্রকাশ বিস্তর ॥ নিরন্তর চপলতা করে শিশুসনে । মায়ে শিক্ষাইলেও প্রবোধ নাহি মানে ॥ শিক্ষাইলে হয় আর দ্বিগুণ চঞ্চল। গৃহে যতপায় তাহা ভাঙ্গয়ে সকল । ভয়ে আর কিছুন বোলয়ে বাপ মায় । স্বচ্ছন্দ পরমানন্দ খেলায় লীলায় ॥ আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ। জহি শিশু ৰূপে ক্রীড করে নরিায়ণ ॥ পিতা মাত। কাহারে না করে প্রভু ভয় । বিশ্বৰূপ অগ্রজ দেখিলে নম্র হয় ॥ প্রভুর অগ্রজ বিশ্বৰূপ ভগবান । আজন্ম বিরক্ত সৰ্ব্ব গুণের নিধান ॥ সৰ্ব্ব শাস্ত্ৰে সকলে বাখানে বিষ্ণু ভক্তি। খ শুিতে তাঁহার ব্যাখ্য' নাহি কার শক্তি ॥ শ্রবণ বদন মনে সৰ্ব্বেন্দ্রিয়গণে । রুষঃ ভক্তিবিনা আর নাবোলে না শুনে। অমুজের দেখি অতি বিলক্ষণরত। বিশ্ব ৰূপ মনে গুণে হইয়া বিস্মিত। এবালক কভুনহে প্রাকৃত ছাওয়াল। ৰূপে অ৷ চরণে যেন ক্রবাল গোপাল ॥ ষত অমানুষি কৰ্ম্ম নিরবধি করে। এবুঝি খেলেন কৃষ্ণ ইহান শরীরে ৷ এইমত চিন্তে বিশ্বৰূপ মহাশয় । কাহারে ন! ভাঙ্গে কথা স্বকৰ্ম্ম করয় ॥ নিরবধি থাকে সৰ্ব্ব বৈষ্ণবের সঙ্গে । কৃষ্ণকথা কৃষ্ণভক্তি ক্লষ্ণ পূজারঙ্গে জগত প্রমত্ত ধনপুত্র মিথ্যরিসে । দেখিলে বৈষ্ণবমাত্র করে উপহাসে । অজ্জ তজ্জা পড়েসব বৈষ্ণব দেখিয়া । যতি সতি তপস্বীও যাইব মরিয়া । তারে বলি স্বরুতি যে দোলা ঘোড়া চড়ে। দশবিশ জন যার আগে পাছেনড়ে। এত যে গোসাঞি ভাবে করয়ে ক্ৰন্দন । তবুত দারিদ্র দুঃখ না হয় খণ্ডন। ঘন২ হরি হরি বলি ছাড়ে ডাক। ক্রদ্ধহবে গোসাঞি সে পড়িবে বিপাক। এইমত বলে ক্লষ্ণভক্তি শুন্য জন। শুনি মহাদুঃখ পায় তাগবতগণ ॥ কোথাও না শুনে

কেহ কৃষ্ণের কীৰ্ত্তন। দগ্ধদেখে সকল সংসার অনুক্ষণ ॥ দুঃখ বড় পায় বিশ্ব