পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X • {} করিলা পদক্ষিণ ব্যবহার। যতক্ষণ তুমি পৃষ্ঠ দিগেরে চলিল। ততক্ষণ তোমার ৰে দর্শন নহিলা ৷ আমি যতক্ষণ ধরি দেখি জগন্নাথ । আমার লোচন আর ন৷ যায় কোথাত ॥ কি দক্ষিণে কিবা বামে কিব। প্রদক্ষিণে । আর নাছি দেখে। জগন্নাথ মুখবিনে ॥ কর যোড় করি বলে আচার্য গোসাঞি । এৰূপে সকল হারি তোমার সে ঠাঞি। একথার অধিকারী আর ত্রিভুবনে। সত্য কহিলাম এই নাহি তোমা বিনে । তুমি সে ইহার প্রভু এক অধিকারী। একথায় তোমারে সে আজি আমি হারি ॥ শুনিয়া হাসেন প্রভু বৈষ্ণব মণ্ডল। হরি বলি উঠিল মঙ্গল কোলাহল । এইমত প্রভুর চরিত্র সৰ্ব্ব কথা । অদ্বৈতেরে অতি প্রীত করেন সৰ্ব্বথা । একদিন গদাধরদেব প্রভু স্থানে। কহিলেন পূৰ্ব্ব মন্ত্র দীক্ষার কারণে ॥ ইষ্টমন্ত্র আমিযে কহিনু কার প্রতি। সেই হৈতে আমার নাফুরে ভাল মতি। সেই মন্ত্র তুম মোরে কহ পুনৰ্ব্বার। তবে মন প্রসন্নত হইব আ মার। প্রভু বলে তোমার যে উপদেষ্ট আছে। সাবধান তথা অপরাধ হয় পাছে মন্ত্রেরে কি দায় প্রাণ আমার তোমার । উপদেষ্টা থাকিতে না হয় ব্যবহার ॥ গদা ধর বলে তিহে। না আছেন এখ। তার পরিবর্ত তুমি করহ সৰ্ব্বথা ॥ প্রভু বলে তোমার যে গুরু বিদ্যানিধি। অনায়াসে তোমারে মিলাএ3া দিব বিধি ॥ সৰ্ব্বজ্ঞের চূড়ামণি জানেন সকল। বিদ্যানিধি শীৰ্ঘ গতি আসিবে উৎকল ৷ এথাই দেখিবা দিন দশের ভিতরে । আইসেন কেবল আমারে দেখিবারে । নিরবধি বিদ্যানিধি হয় তোর মনে। বুঝিলাম তুমি আকৰ্ষিয়া আন তানে ॥ এইমত প্ৰভু প্রিয় গদাধর সঙ্গে। তান মুখে ভাগবত শুনি থাকে রঙ্গে। গদাধর পড়েন সমুখে ভাগবত শুনিয়া প্রকাশে প্ৰভু প্রেমভাব যত ৷ প্ৰহাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র। সতাত্তি করিয়া শুনেন সাবহিত। অার কার্য্য নাহিক প্রভুর অবসর। নাম গুণ বলেন শুনেন নির ন্তর । ভাগবত পাঠে গদাধরের বিষয় । দামোদর স্বৰূপ কিন্নর নিন্দয় ॥ একেশ্বর দামোদর স্বৰূপ গুণ গায়। বিহবল হইয়। নাচে ঐগেীরাঙ্গ রায় ॥ অশ্রুকম্প হাস্য মৃচ্ছ পুকল লঙ্কার। যত কিছু আছে প্ৰেম ভক্তির বিকার । মূৰ্ত্তিমন্ত সভে থাকে ঈশ্বরের স্থা নাচেন চৈতন্যচন্দ্র ইহা সভাসনে ॥ দামোদর স্বৰূপের উচ্চ সংকী র্তনে শুনিলে না থাকে বাস্থ পড়ে সেইক্ষণে ॥ সন্ন্যাসী পার্ষদ যত ঈশ্বরের হয়। দ। মোদর স্বৰূপ সম প্রিয় কেহ নয়। যত প্রীত ঈশ্বেররপুরী গোসাঞিরে। দামোদর স্বৰূপেরে তত প্রীত করে ॥ দামোদর স্বৰূপ সংগীত রসময় । যার স্বনি শুনিলে প্রভুর নৃত্য হয় । অলক্ষিত ৰূপে কেহ চিনিতে না পারে । কপটির রূপে যেন বুলেন নগরে ৷ কীৰ্ত্তন করিতে যেন তমুর নারদ। এক প্রভু নাচায়েন কি আর সম্পদ ৷ সন্ন্যাসীর মধ্যে ঈশ্বরের প্রিয় পাত্র। আর নাহি এক পুরী গোসাঞি সে মাত্র। দামোদর স্বৰূপ পরামানন্দপুরী। সন্ন্যাসী পার্ষদে এই দুই অধিকারী ॥