পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । سيمينيم إم تيهس. ...t নিম্নলিখত পুস্তক সকল জ্ঞানারুণোদয় যন্ত্রালয়ে মুদ্রাঙ্কিত হইয়া বিক্রয়ার্থে ... প্রস্তুত আছে । মনুসংহিত । কুল্লুক ভট্টের টাকার সহিত গৌড়ীয় সাধুভাষায় উৎকৃষ্ট কাগজ্ঞে সৰ্ব্বাঙ্গ সুন্দর ৰূপে মনুসংহিতার দুই অধ্যায় এক খণ্ড মুদ্রঙ্কিত হইয়াছে মূল্য ১০ টাকা । আত্মবোধ । শঙ্করাচাৰ্য্যকুত বেদন্তি শাস্ত্র এবং তত্ত্বজ্ঞান শিক্ষা উপযোগী উক্ত গ্রন্থ নান যুক্তিরসহিত অনুবাদিত হইয়াছে মূল্য ১০ আনাযাত্র। o কৃষ্ণলীলারসোদয় । পয়ারাদি নানা ছন্দে উক্ত গ্রন্থ রচিত হইয়া এতৎ যন্ত্রালয়ে মুদ্রাঙ্কিত হুইয়াছে মুল্য ॥৩ আন । রাসবিলাস । o শ্ৰীমদ্ভাগবতীয় রাসপঞ্চাধ্যায়ের মূল স্থলোলিত পদ্য ছন্দে প্রাচীন রীতিতে . রচিত মুল্য ও আন ।

  • , কবিতারত্নীকর ।

যে সমস্ত এক পদ কবিতা সকলে কহিয়া থাকেন তাহার চারিচরণ একত্র করিয়৷ অর্থের সহিত মুদ্রাঙ্কিত হইয়াছে মুল্য ॥০ আনা । i. সঙ্গীতচন্দ্রিক। অর্থাৎ নানা রাগরাগিণী সংযুক্ত গানসমূহ মুল্য। • আন । মিটেনকর্তৃক বিরচিত মুখদ উদ্যান

  • . ভ্রষ্টনামক কাব্য ।

বঙ্গভাষায় পদ্যছন্দে উক্ত গ্রন্থের প্রথম খণ্ড রচিত হইয়াছে মূল্য। আন