পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V:8 আদ্য খণ্ড তথি বসি হাসে গৌরস্কন্দর বদন ॥ লাগিল হাড়ির কালি সব গেীর অঙ্গে । কনক পুতলি যেন হাসে বহু রঙ্গে ৷ শিশুগণ জানাইল গিয়া শচী স্থানে। নিমাঞি বসিয়া আচে হাড়ির আসনে ॥ মায়ে আসি দেখিয়া করয়ে হায় হায় । এস্থানেতে বাপ বসিয়ারে কি যুয়ায় । বক্ত্য হাড়ি ইহাসব পরশিলে স্বনি। এতদিনে তো মার কি না জন্মিল জ্ঞান। প্রভু বোলে তোরা মোরে না দিশ পড়িতে। ভদ্রা ভদ্র মুখ বিপ্ৰ জানিবে কেমতে মুখ আমি না জানিয়ে ভালমন্দ স্থান। সৰ্ব্বত্র তামার এক অদ্বিতীয় জ্ঞান ॥ এত বলি হাসে বর্জ্য হাড়ির আসনে । দত্তাত্রয় ভা ব প্রভু হইল। তখনে ॥ মায়ে বোলে তুমি যে বসিলে মন্দ স্থানে। এবে তুমি প বিত্র বা হইবে কেমন ৷ প্ৰভু বোলে মত তুমি বড় শিশু মতি । অপবিত্র স্থানে মোর কভু নহে স্থিতি। যথা মোর স্থিতি সেই সৰ্ব্ব তীর্থ স্থান । গঙ্গা অাদি সৰ্ব্ব তীর্থ তহি অধিষ্ঠান ॥ আমার সে কল্পিনিক শুচি বা অশুচি । শ্রেষ্টারে কি দোষ আছে মনে ভাব বুঝি। লোক বেদরীতে যদি অশুদ্ধ বা হয়। তামি পরশিলেও কি অশুদ্ধ তারয়। এসব হাড়িতে মূলে নাহিক দুষণ । তুমি যাতে বিষ্ণু লাগি ক রিলা রন্ধন ॥ বিষ্ণুর রন্ধন হীড়ি কভু দুষ্টনয়। এ হাড়ি পরশে আর স্থান শুদ্ধ BBB S BBBBBB BBB BB BBB BB BBBS BBB BBBS BB BBBB BBB ণে । বাল্য ভাবে সৰ্ব্বতত্ব কহি প্রভু হাসে । তথাপি ন বুঝে কেহো তার মায়! বশে ॥ সভেই হাসেন শুনি শিশুর বচন । স্নান অসি কর শচী বলেন বচন ॥ না আইসে প্রভু সেই খানে বসি হাসে। শচী বোলে ঝাট আইস বাপে জানে পাছে ৷ প্ৰভু বোলে যদি মোরে না দেহ পড়িতে। তবেমুঞি নাহি জঙি কছিল তোমাতে ॥ সভেই ভৎসেন ঠাকুরের জননীরে। সভে বোলে কেন নাহি দেহ পড়িবারে। যত্ন করি কেহ নিজ পুঞ্জেরে পড়ায়। কত ভাগে পড়িতে আপনে শি শু চায়। কোন শত্র, হেন বুদ্ধি দিলা বা তোমারে। ঘরে মুখ করি পুত্র রাখি BB BB BBBB BBB BB BBSBBS Bmm S BBB BBB BB BBB নিমাঞি ॥ আজি হৈতে তুমি যদি না পাও পড়িতে। তবে অপচয় তুমি কর ভাল মতে ॥ না আইসে প্রভু সেই খানে বসি হাসে। সুরুতি সকল সুখ সিন্ধু মাঝে ভাষে ॥ আপনে ধরিয়া শিশু আনিল। জননী । হাঁসে গেীরচন্দ্ৰ যেন ইন্দ্র নীলমণি । তত্ব কহিলেন প্রভু দত্তাত্রয় ভাবে । না বুঝল কেহ বিষ্ণু মায়ার প্রভারে । স্নান করাইল লঞা শচী পুণ্যবতী। হেন কালে আইলেন মিশ্র মত মতি ॥ মিশ্র স্থানে কছিলেন শচী সব কথ। পড়িতে না পায় পুত্ৰ মনে ভাবে ব্যথ: সং ভই বলেন মিশ্র ভূমিত উদর। কার বোলে পুত্ৰ নাছি দেহ পড়ি বীর ॥ যে করিবে রুম চন্দ্র সেই সত্য হয়। চিন্তা পরিহরি দেহ পড়িতে নির্ভয় ॥ ভাগ:সে বালকে চাহে আপনে পড়িতে ৷ ভীলদিনে যজ্ঞসুত্র দেহ ভাল মতে মিশ্র বেলে তোমার পরম বন্ধুগণ। তোমরা যে বল সেই আমার বচন ॥ অ