পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । N2守 যাও। কালি যে জিজ্ঞাসি তাহ বলিবারে চাও। এই মত প্রতি দিন জাহ্লবীর জলে। বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে খেলা খেলে ৷ এই ক্রীড়া লাগিয়া সৰ্ব্বজ্ঞ ব্ৰহ স্পতি। পিষ্য সহ নবদ্বীপে হইলা উৎপত্তি। জলক্রীড়া করে প্রভু শিশুগণ সঙ্গে। ক্ষণে২ গঙ্গার ওপার হয় রঙ্গে। বহু মনোরথ পূৰ্ব্বে আছিল গ ঙ্গার। যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিহার ॥ কবে হইবেক মোর যমুনার ভাগ্য। নিরবধি গঙ্গা এই করেন শালfঘ্য । যদ্যপিও গঙ্গা অজভবাদি বন্দিত। তথাপি ও যমুনার পদসে বাঞ্ছিত ॥ বাঞ্ছাক-পতরু প্ৰভু শ্ৰীগেীর সুন্দর। জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরস্তর ॥ করি বহুবিধ ক্রীড় জাকুবীর জলে। গৃহে আই লেন গৌরচন্দ্র কুতূহলে। যথাবিধি করি প্রভু ঐবিষ্ণুপুজন। তুলসীরে জ লদিয়া করেন ভোজন ॥ ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে। পুস্তক লইয়া গিয়া বসে ন নির্জনে ॥ আপনে করেন প্রভু স্থত্রের টিপনি । ভুলিলা পুস্তক রসে সৰ্ব্ব দেব মণি ॥ দেখিয়া তানন্দে ভাষে মিশ্র মহাশয় । হরিষেতে রাত্রিদিন কিছু নাজানয় ॥ দেখিতেই জগন্নাথ পুত্ৰ মুখ। তিলে২ পায় অনিৰ্ব্বচনীয় সুখ ॥ যেমতে পুত্রের ৰপ মিশ্র করে পান। স্বশরীরে সাযুজ্য হইল কিবা তান ॥ সাযুজ্যাবা কোন উপাধিক মুখ তীনে। সাযুজ্যাদি সুখ মিশ্র তুচ্ছ করি মানে ॥ জগন্নাথমিশ্র পায় বহুনমস্কার। অনন্তব্রহ্মাণ্ড নাথ পুত্ৰৰূপ যার ৷ এইমত মিশ্রচ ন্দ্র দেখিতে পুত্রেরে। নিরবধি ভাযে বিপ্র আনন্দ সাগরে ৷ কামদেব জিনি য়া প্রভু সেরূপবান। প্রতি অঙ্গে অন্ধের লাবন্য অনুপাম । ইহা দেখি মিশ্র চন্দ্র চিন্তেন অন্তরে। ডাকিনী দানবে পাছে পুত্রে বলকরে। ভয়ে মিশ্র পুত্ৰ সমপয়ে কৃষ্ণস্থানে। হাসে প্রভু গৌরচন্দ্র অাডে থাকি শুনে। মিশ্র বোলে কৃষ্ণ তুমি রক্ষিত সভার । পুত্র প্রতি শুভদৃষ্টি করিবে আমার ॥ যে তোমার চরণ ক মল স্মৃতি করে। কভু বিঘ্ন না আইসে তাহার মন্দিরে ৷ তোমার স্মরণ হীন যে যেপাপ স্থান । তথায়ে ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান। তথাহি ॥ ন যত্র শ্রবণ দীনিরক্ষে ঘনি স্বকৰ্ম্মস্থ। কুৰ্ব্বস্তি সাস্বতীং ভৰ্ত্ত র্যাতু ধান্যশ্চ তত্ৰহি । আমি তোর দাস প্রভু যতেক আমার । রাখিবা আপনে তুমি সকল তোমার। অতএব যত আছে বিঘুব সঙ্কট। না আস্থক প্রভু মেীর পুত্রের নিকট। এইমত নির বধি মিশ্র জগন্নাথ। একচিত্তে বরমাগে তুলি দুই হাত ॥ দৈবে একদিন স্বপ্নে দেখে মিশ্রবর। হরিষ বিষাদ বড় হইলা অন্তর ॥ স্বপ্ন দেখি স্তবপডি দণ্ডবত করে। হে গোবিন্দ নিমাঞি রহুক মোর ঘরে ॥ সবে এক বর কৃষ্ণ মাগে। তোর ঠাঞি । গৃহস্থ হইয়া ঘরে রন্থক নিমাঞি। শচী জিজ্ঞাসয়ে বড় হইয়া বিস্মিত। এসকল বর কেনে মাগ আচলিত। মিশ্র বলে আজি আমি দেখিলু স্বপন। নি মাঞি করিয়াছে যেন শিখার মণ্ডল ॥ অদ্ভুত সন্ন্যাসী বেশ কহনে নাযায়। হাসে নাচে কান্দে কৃষ্ণ বলিয়। সদায় ৷ অদ্বৈত আচাৰ্য্য আদি যত ভক্তগণ। নিমাঞি