পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

82 한 한 চেষ্ট হইয়: চৈতন্য করায় পাছে আপনি অসিয় ॥ কোন দিন তাল বনে শিশু সঙ্গে গিয় । শিশু সঙ্গে তাল খায় ধেনুকে মরিয়া ৷ শিশু সঙ্গে গোষ্ঠে গিয় নানা ক্রীড়া করে। বক অঘবৎস করিয়া তাহ মারে। বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে। শিশুগণ দল শৃঙ্গ বাইতে বাইতে ॥ কোন দিন করে গোবৰ্দ্ধন ধরলীলা ; বৃন্দাবন রচি কোন দিন করে খেলা ৷ কোন দিন করে গোপীর বসন হরণ । কোন দিন করে ষজ্ঞপত্নী দরশন। কোন শিশু নারদ কাছায় দাডি দিয়া । কংস স্থানে মন্ত্ৰকহে নিভৃতে বসিয়া । কোন দিন কোন শিশু অত্র রের বেশে । লএsা যায় রামকৃষ্ণ কংসের আদেশে ॥ আপনে যে গোপী ভাবে করেন ক্ৰন্দন। নদী বহে হেন যেন দেখে শিশুগণ বিষ্ণু মায়া মোহে কেহো লখিতে ন পারে । निडनक সঙ্গে সব বালক বিহরে ॥ মধুপুরি রচিয়। ভ্ৰমেণ শিশু সঙ্গে । কেহ হয় মালী কেহ মালা পরে রঙ্গে কুঞ্জাবেশ করি গন্ধ পরে কারো স্থানে। ধনুক করিয় ভাঙ্গে করিয়া গৰ্জ্জনে ॥ কুবলয় চানুর মুষ্টিক মল্ল মারি । কংস করি কাহারো পড়িয়ে চুলে ধরি। কংস বধ করিয়া চলয়ে শিশু সঙ্গে। সৰ্ব্ব লোক দেখি হাসে বালকের রঙ্গে ॥ এই মত যত যত অবতার লীলা। সব অনু করণ করিয়া করে খেলা ৷ কোন দিন নিত্যানন্দ হইয়া বামন। বলি রাজা করি চলে তাহার ভবন । বৃদ্ধকাছে শুক্ৰৰূপে কেহো মান করে। ভিক্ষা লইশেষে প্ৰভু চড়ে বলি শিরে। কোন দিন নিত্যানন্দ সেতুবন্ধ করে। বানরের রূপ সব শিশুগণ ধরে ৷ ভেরাণ্ডার গছকাটি ফেলায়েন জলে। শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। ঐলক্ষণ ৰূপ প্রভু ধরিয়া আপনে । ধনু ধরি কোপে চলে সুগ্ৰীবের স্থানে ॥ অ৷ রেরে বানরা মোর প্রভু দুঃখপায়। প্রাণ নালইব যদি তবে ঝট আয় ॥ ঋষব পৰ্ব্বতে মোর প্রভু পায় দুখ। নারীগণ লৈয়া বেটা ভূমি কর মুখ। কোনো দিন ক্রদ্ধ হয়ে পরশুরামেরে। মোর দোষ নাছি বিপ্ৰ পলাহ সত্বরে ৷ লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ । বুঝিতে না পারে শিশু মানয়ে কৌতুক ॥ পঞ্চ বান রের রূপে বলে শিশুগণ বাৰ্ত্তা জিজ্ঞাসয়ে প্রভু হুইয়। লক্ষণ ॥ কে তোরা ব; নর সব বুল এই বনে। আমি রঘুনাথভূত্য বল মোর স্থানে। তাঁরা বলে আমরা ব লির ভয়ে বুলি। দেখাও ঐরামচন্দ্ৰ লই পদধূলী ॥ তাসভারে সঙ্গে করি আই লা লইয়। ঐরাম চরণে পড়ে দণ্ডবৎ হৈয়া। ইন্দ্ৰজিত বধলীল কোন দিন করে, কোন দিন আপনে লক্ষণভাবে হারে ॥ বিভীষণ করিয়া আনেন রাম স্থানে। লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। কোন শিশু বলে এই আইনু র৷ বণ ! শক্তিশেল হানি এই সম্বর লক্ষণ ॥ এত বলি পদ্মপাপ মারিল ফেলিয়া। লক্ষ ণের ভাবে প্রভু পড়িল ঢলিয়। মুস্থিত হইল। প্ৰভু লক্ষণের ভাবে। জাগায়েন শিশুঙ্গব তৰু না হ জাগে। পরমর্থে ধাতু নাহি সকল শরীরে। কান্দয়ে সকল শিশু হাত দিয়া শিরে । শুনি পিতামত ধাই আইলা সত্বরে। দেখয়ে পুত্রের