পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 8剑 সেই শ্ৰীপৰ্ব্বতে দোহে করেন বসতি ॥ নিজ ইষ্টদেব চলিলেন দুইজনে। অব ধৌত ৰূপে করে তীর্থ পর্যাটনে ॥ পরম সন্তোষে দোহে অতিথী দেখিয়া | পাক করিলেন দেবী হরষিত হৈয়। পরম অাদরে ভিক্ষা দিলেন প্রভুরে। হাসি নি ত্যানন্দ দোহৗকারে নমস্কারে । কি অন্তর কথা হৈল কৃষ্ণ সে জানেন । তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন । দেখিয়া বৈকণ্ঠনাথ কামকোষ্ঠী পুরী । কাঞ্চী পুরী দেখি পুন গেলেন কাবেরী। তবে গেল। শ্রীরঙ্গনাথের পুণ্যস্থান। তবে করিলেন হরি ক্ষেত্রেরে পয়ান। ঋষভ পৰ্ব্বত গেলা দক্ষিণ মথুরা। কৃতমাল৷ তাম্রপণী যমুনা উত্তরা । মলয় পৰ্ব্বত গেলা অগস্ত। অালয় । তাহারীও হৃষ্ট হৈলা দেখি মহাশয় ॥ তাসভার আদর লইয়া নিত্যানন্দ ৷ বদরিকাশ্রম গেলা পরম আনন্দ ॥ কতদিন নর নারায়ণের আশ্রমে ৷ আছিলেন নিত্যানন্দ পরম নিৰ্জ্জনে ॥ তবে নন্দীগ্রাম গেলা ব্যাসের অালয় । ব্যাস চিনিলেন বলরাম মহ। শয় ॥ সাক্ষাত হইয়া ব্যাস অতিখী করিলা। প্রভুও ব্যাসেরে দণ্ড প্রণত হইলা । তবে নিত্যানন্দ গেলা বেীদ্ধের ভবন। দেখিলেন প্রভু বসিয়াছে বৌদ্ধগণ। জি জ্ঞাসেন প্ৰভু কেহ উত্তর না করে। ক্রুদ্ধ হএ প্রভু নাথি মারিলেন শিরে। পলা ইল বৌদ্ধগণ হাসিয়া২ । বন ভ্ৰমে নিত্যানন্দ নির্ভয় হইয়৷ ৷ তবে প্রভু আই লেন কন্যক নগর। দুর্গাদেবী দেখি গেলা দক্ষিণ সাগর। তবে নিত্যানন্দ গে ল৷ শ্ৰীঅনন্ত পরে । তবে গেলা পঞ্চ অপসরণর সরোবরে ৷ গোকর্ণাখ্য গেলা প্রভু শিবের মন্দিরে। কুলাচল ত্ৰিগৰ্ত্তকে বুলে ঘরে ঘরে। দ্বৈপায়নী আৰ্য্য দেখি নিত্যানন্দ রায়। নিৰ্ব্বিন্ধা পয়োধী তাপী ভ্ৰমেণ লীলায়। রেব মহেশ্বরী পুরী মল্পতীর্থ গেলা । সুপাবক দিয়া প্রভু প্রতির্চি চলিলা ৷ এইমত অভয় পর মানন্দ রায় । ভ্রমে নিত্যানন্দ ভয় নাহিক কোথায় ॥ নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ। ক্ষণে কান্দে ক্ষণে হাসে কেবুঝে সে রস ৷ এইমত নিত্যানন্দ প্ৰভু ভ্ৰমে বন । দৈবে মাধবেন্দ্র সহ হইল মিলন ॥ মাধবেন্দ্র পূরী প্রেমময় কলেবর । প্রে মময় যত সব সঙ্গে অনুচর । কৃষ্ণ রস বিনা অীর নাহিক আহার । মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিকার। যার শিষ্য মহাশয় আচার্য গোসাঞি। কি কহিব আর র্তার প্রেমের বড়াঞি মাধব পুরীরে দেখিলেন নিত্যানন্দ । ততক্ষণে প্রেমে মুচ্ছা হইল নিস্পন্দ। নিত্যানন্দ দেখিমাত্র শ্ৰীমাধব পুরী। পড়িলা মু চ্ছিত হঞা আপন পাসরি ॥ ভক্তিবসে আদি মাধবেন্দ্র স্বত্রধার। শ্ৰীগৌরচন্দ্র কহিয়াছেন বারবার। দোহে মুচ্ছা হইলেন দোহার দর্শনে । কান্দয়ে ঈশ্বর পুরী আদি শিষ্যগণে ॥ ক্ষণেকে হইল বহি দৃষ্টি দুইজনে । অন্যান্যে গলাধরি করেন ক্র ন্দনে ॥ বালুগড়ি যায় দুই প্ৰভু প্রেমরসে। হুঙ্কার করয়ে কৃষ্ণ প্রেমের আবেশে । প্রেমনদী বহে দুইজনের নয়নে। পৃথিবী হইল ষিক্ত ধন্য হেন মানে। কম্প অশ্রু পুলক ভাবের অন্ত নাঞি । দুইদেহে বিহারয়ে চৈতন্য গোসাঞি। নিত্যানন্দ কহে