পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8V) 직; S যত তীর্থ করলাম। সম্যক তাহার ফল আজি পাইলাম ॥ নয়নে দেখিলু মাধবেন্দ্রে র চরণ। এপ্রেম দেখিয় ধন্য আমার জীবন ॥ মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ করি কো লে। উত্তর নাফুরে রুদ্ধকণ্ঠ প্ৰেমজলে ॥ হেন প্রীত পাইলেন মাধবেন্দ্রপুরী। বক্ষে হৈতে নিত্যৗনন্দ বাহির না করি । ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত । সৰ্ব্ব শিষ্য হইলেন নিত্যানন্দে রত ॥ সভে যত মহাজন সম্ভাষা করেন। কৃষ্ণ প্রেম কাহার শরীরে না দেখেন ৷ সভেই পায়েন দুঃখ জন সম্ভাষিয়া । অতএব বনে সভে ভ্ৰমেণ দেখিয়া ৷ অন্যোন্যে সে সবহুঃখের হৈল নাশ । অন্যোন্যে দেখি কৃষ্ণ প্রেমের প্রকাশ ॥ কত দিন নিত্যানন্দ বাধবেন্দ্র সঙ্গে। ভ্ৰমেণ শ্ৰীকৃষ্ণ কথ৷ পরানন্দ রঙ্গে। মাধবেন্দ্র কথা অতি অস্তুত কথন। মেঘ দেখিলেই মাত্র হয় অচেতন ॥ অহনিশি কৃষ্ণ প্রেমে মদ্যপের প্রায়। হাসে কান্দে হৈ হৈ করয়ে হায় হায়। নিতানন্দ মহাপ্ৰভু গোবিন্দের রসে। দুলিয়া চুলিয় পড়ে অট্ট অট্ট হাসে ॥ দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ। নিরবধি হরি বলি করয়ে কীৰ্ত্ত ন ॥ রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে । কতকাল যায় কেহ ক্ষণ নাহি বাসে ॥ মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান। কে জানয়ে তাহা কৃষ্ণচন্দ্র সে প্রমাণ ॥ মাধবেন্দ্র নিত্যানন্দ ছাড়িতে না পারে । নিরবধি নিত্যাননদ সং হতি বিহরে ॥ মাধবেন্দ্র বলে প্রেম না দেখিল কোথা । সেই মোর সৰ্ব্বতীর্থ হেন প্রেম যথা ॥ জানিলে। ক্লষ্ণের রূপ আছে মোর প্রতি । নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি ॥ যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়। সেই স্থান সৰ্ব্ব তীর্থ ঐবৈকুণ্ঠ ময়। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে । অবশ্য পাইব ক্লষ্ণচন্দ্র সেই জনে ॥ নিত্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে । ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রি য় নহে ৷ এই মত মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি অহনিশি বলেন করেন রতি মত। মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় । গুরু বুদ্ধি ব্যতিরিক্ত অীর না করয় । এইমত অন্যোন্যে দুই মহামতি । কৃষ্ণ প্রেমে না জানেন কোথ! দিবা রাতি । কত দিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ থাকিয়া চলিলা শেষে যথা সেতুবন্ধ ॥ মাধবে নদ চলিলা সরাজু দেখিবারে । কৃষ্ণাবেশে কেহ নিজ দেহ নাহি স্মরে । অতএব জীব নের রক্ষা সে বিরহে । বাহ্য থাকিলে সে কি বিরহে প্রাণ রহে ॥ নিত্যাননদ মাধ বেন্দ্র দুই দরশন। যে শুনয়ে তারে মিলে কৃষ্ণ প্রেমধন। হেন মতে নিত্যানন্দ ভ্ৰমে প্রেম রসে । সেতুবন্ধে আইলেন কতেক দিবসে ॥ ধনু তীর্থে স্নান করি গেলা রামেশ্বর। তবে আইলেন প্রভু বিজয় নগর। মায়াপুরী অবন্তি দেখিয়া গোদাবরী । আইলেন জিওড় নৃসিংহ দেবপুরী ৷ ত্রিমল্ল দেখিয়া কুৰ্ম্মনাথ જૂના স্থান। শেষে নীলাচল চন্দ্ৰ দেখিতে পয়ান ॥ আইলেন নীলাচল চন্দ্রের নগরে। স্বজ দেখি মাত্র মুৰ্চ্চা হইলা শরীরে ৷ দেখিলেন চতুবুহ ৰূপ জগন্নাথ। প্রকট পরমানন্দ সুভদ্রাদি সাথ ॥ দেখিমাত্র হইলেন আনন্দে মুচ্ছিত । পুনঃ বাহ্য,