পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্য ভাগবত । s१ হয় পুনঃ পড়ে পৃথিবীত ॥ কম্পস্বেদ পুলকাঙ্ক আছাড় হুঙ্কার। কে কহিতে পারে নিত্যানন্দের বিকার ৷ এইমত কত দিন থাকি নীলাচলে। গঙ্গাসাগর দিখিবারে চলে কুতূহলে । তানতীর্থ যাত্রা সব কে পারে কহিতে । কিছু লিখি লাম মাত্র তান রূপা হৈতে। এইমত তীর্থ ভ্ৰমি নিতানন্দ রায় । পুনৰ্ব্বার অ৷ সিয়া মিলিল মথুরায় । নিরবধি বৃন্দাবনে করেন বসতি। ক্লষ্ণের আবেশে ন৷ জানেন দিব। রাতি । আহরি নাহিক কদাচিত দুগ্ধপান। সেহ অজাচিত যদি কেহ করে দান। নবদ্বীপে গৌরচন্দ্র অাছে গুপ্ত ভাবে। ইহা নিত্যানন্দ স্বৰূ পের মনে যাগে । আপন ঐশ্বৰ্য্য প্রভু প্রকাশিব যবে । আমি গিয়া করিমু অ৷ পন সেবা তবে ॥ এই মানসিক করি নিতানন্দ রায় । মথুরা ছাড়িয়া নবদ্বীপ নাহি যায়। নিরবধি বিহরয়ে কালিন্দীর জলে। শিশু সঙ্গ বৃন্দাবনে ধূলা খেল খেলে। যদ্যপিও নিত্যানন্দ ধরে সর্ব শক্তি। তথাপিও কারে নাহি দেন কৃষ্ণ ভক্তি ॥ যবে গৌরচন্দ্র প্রভু করিব প্রকাশ। তাঁর আজ্ঞা লৈয়া ভক্তি করিব বি লাস । কেহ কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে । ইহাতে অলপতা নাহি মানে ভক্তগণে ॥ কি অনন্ত কিবা শিব অজাদি দেবতা । চৈতন্যআজ্ঞায় কর্তা হর্তা পালইত ॥ ইহাতে যে পাপীগণ মনে দুঃখ পায়। বৈষ্ণবের অদৃশ্ব সে পাপী সৰ্ব্বথায় ॥ সাক্ষাতেই দেখ সভে এই ত্রিভুবনে । নিত্যানন্দ দ্বারায় পাইল প্রেম ধনে ॥ চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায় । চৈতন্যের যশ বৈশে যাহার জি হায় ৷ অহৰ্নিশি চৈতন্যের কথা প্রভু কয়। র্তারে ভজিলে সে চৈতন্যেতে ভক্তি হয় ৷ আদি দেব জয় জয় নিতানন্দ রায় । চৈতন্য মহিম। স্ফুরে যাহার রূপায় ॥ চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দে রতি ) নিত্যানন্দ জানিলে আপদ নহি কতি ॥ সংসারের পার হএsা ভক্তির সাগরে ৷ যে ডুবিবে সে ভজুক নিতাই চী ন্দেরে ৷ কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম । কেহো বলে চৈতন্যের বড় প্রিয় ধাম। কিবা যোগী নিত্যনিন্দ কিবা ভক্ত জ্ঞানী। যার যেন মত ইচ্ছা না বোল য়ে কেনি ৷ যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে। তথাপি সে পাদপদ্ম রহুক হৃদয়ে। এত পরিহারেও যে পাপী নিন্দ করে। তবে নাথি মারে তাঁর শিরের উপরে ॥ কোন চৈতন্যের লেচে নিত্যানন্দ প্রতি । মন বলে হেন দেখ সে কেবল স্তুতি ॥ নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল। তবে যে কলহ দেখসব কুতু হল। ইথে এক জনের হইয় পক্ষযে। অন্যজনে নিন্দ করে ক্ষয় যায় সে ॥.নিত্য নন্দ স্বৰূপে সে নিন্দ না লওয়ায়। তান পথে থাকিলে সে গৌরচন্দ্র পায় ৷ হেন দিন হৈব কি চৈতন্য নিত্যানন্দ । দেখিব বেষ্ঠিত চতুৰ্দ্দিগে ভক্ত বৃন্দ ৷ সৰ্ব্বভাবে স্বামি যেন হয় নিত্যানন্দ। তান হৈয়া যেন ভজি প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দ স্ব ৰূপের স্থানে ভাগবত। জমেই পড়িবাঙ এই অভিমত। জয় জয় মহাপ্ৰভু গৌরচন্দ্র। দিলাও নিলাও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপিও এই রুপ কর মহাশ