পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 8న ব্যাখ্যা শুনি প্রভু হরষিত ৷ সন্তোষে দিলেন তার অঙ্গে পদ্ধহস্ত। মুরারির দেহ হৈল আনন্দ সমস্ত। চিন্তয়ে মুরারি গুপ্ত অৗপন হৃদয়। প্রাকৃত মনুষ্য কভু পু রুষ নয়। এতাদৃশ পাণ্ডিত্য কি মানুষের হয়। হস্তস্পর্শে দেহহৈল পরনিন্দ ময় ৷ চিন্তিলে ইহার স্থানে কিছু লজ্জানাঞি । এমত স্ববুদ্ধি সর্ব নবদ্বীপে নাঞি সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর। চিন্তিব তোমার স্থানে শুন বিশ্বম্ভর । ঠাকুর সেবকে এইমত করি রঙ্গ । গঙ্গাস্নানে চলিলেন লৈয় সব সঙ্গ ॥ গঙ্গাস্নান ক রিয়া চলিল। প্রভু ঘরে । এইমত বিদ্যরিসে ঈশ্বর বিহরে ৷ মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান। যাহার মন্দিরে বিদ্যাবিলাসের স্থান। তাহান পুত্রেরে প্রভু আপনে পড়ায়। তাহারাও প্রভু প্রতি ভক্ত সৰ্ব্বথায় ॥ বড় চণ্ডীমণ্ডপ আছয়ে তার ঘরে। চতুৰ্দ্দিগে বিস্তর পড়ুয়া তার ধরে । গোষ্ঠী করি তাহাঞি পড়ান দ্বিজ রাজ । সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যার সমাজ ॥ কত ৰূপে ব্যাখfকরে কতবা খণ্ডন । অধ্যাপক প্রতি সে আক্ষেপ সৰ্ব্বক্ষণ ॥ প্রভু কহে সন্ধিকাৰ্য্য নাহিক যাহার। কলিযুগে ভট্টাচাৰ্য্য পদবী তাহার। হেন জন দেখি ফাকি ছযুক আমার । তবে জানি ভট্ট মিশ্র পদবী সভার। এই মত বৈকুণ্ঠ নায়ক বিদ্যারসে। ক্রীড়া করে চিনিতে না পারে কোনো দাসে। কিছু মাত্র দেখি আই পুত্রের যৌবন । বিবাহের কার্য মনে চিন্তে অনুক্ষণ। দৈবে সেই নবদ্বীপে এক সুব্রাহ্মণ । বল্লভ আচাৰ্য্য নাম জনকের সম ॥ তাঁর কন্যা আছে যেন লক্ষী মূৰ্ত্তিমতী । নিরবধি বিপ্র তান চিন্তে যোগ্য পতি ॥ দৈবে লক্ষী এক দিন গেল। গঙ্গাস্নানে। গৌর চন্দ্র হেনই সময়ে সেই খানে ॥ নিজ লক্ষনী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র । লঙ্গনীও বন্দিলা মনে প্রভু পদদ্বন্দ। হেন মতে দোহে দোঙ্গ। চিনি ঘর গেলা । কে বুঝি তে পারে গেীরসুন্দরের খেলা । ঈশ্বর ইচ্ছায় বিপ্ৰ বনমালী নাম। সেই দিন গেলু তিহে। শচী দেবী স্থান ॥ নমস্করি আইরে বসিলা দ্বিজবর । অীসন দিলেন আই করিয়া আদর। আইরে বলেন তবে বনমালী আচাৰ্য্য। পুত্ৰ বিবাহের কেন না চিন্তহ কাৰ্য্য। বল্লভ আচাৰ্য্য কুলেশীলে সদাচারে। নির্দোষে বৈসেন নদ্ববীপের ভিতরে ৷ তান কন্যা লক্ষনী প্রায় ৰূপে শীলে মানে। সে সম্বন্ধ কর যদি ইচ্ছা হয় মনে ॥ আই বোলে পিতৃহীন বtলক আমীর। জীউক পড়ুক আগে তবে কাৰ্য আর। শচীর বচনে বিপ্র রস না পাইয়। চলিলেন বিপ্ৰ কিছু দুঃখিত হইয়া ॥ দৈবে পথে দেখা হৈল গৌরচন্দ্র সঙ্গে । তানে দেখি আলিঙ্গন কৈল প্রভু রঙ্গে ॥ প্ৰভু বোলে কহ গিয়াছিলে কোন ভিতে । বিপ্র বলে তে। মার জননী সম্ভাষিতে ॥ তোমার বিবাহ লাগি বলিলাম তানে। না জানি শু নিয়া শ্ৰদ্ধা না করিলা কেনে ॥ শুনি তার বচন ঈশ্বর মৌন হৈলা । হাসি তারে সম্ভাষিয়া মন্দিরে আইলা ॥ জননীরে হাসিয়া বলেন সেইক্ষণে । আচার্য্যের 。互