পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 6 X প্রভুর চরণে। নমস্করি করিলেন আত্ম সমর্পণে ॥ সৰ্ব্বদিগে মহাজয় জয় হরি ধনি। উঠিল পরমানন্দ অরি নাহি শুনি ॥ হেন মতে শ্ৰীমুখ চন্দ্রিক; করি রসে । বসিলেন প্রভু লক্ষী করি বামপাশে ॥ প্রথম বয়স প্রভুর জিনিয়া মদন। বামপাশে লক্ষী বসিলেন সেইক্ষণ ॥ কি শোভা কি সুখ সে হইল বিপ্র ঘরে। কোন জন তাহা বনির্বারে শক্তি ধরে ৷ তবে শেষে বল্লভ করিতে কন্যাদান। বসিলেন যে হেন ভীষ্মক বিদ্যমান। যে চরণে পাদ্য দিয়া শঙ্কর ব্রহ্মার । জগত স্বজিতে শক্তি হইল সভার ॥ হেন পাঁদ পদ্মে পাদ্য দিয়া বিপ্রবর। বস্ত্র মাল্য চন্দনে ভূষিত কলেবর ॥ যথাধিধি ৰূপে কন্যা করি সমর্পণ । আনন্দসাগরে মগ্ন হইল ব্রাহ্মণ। তবে যত কিছু কুল ব্যবহার আছে। পতিব্ৰতাগণে তাহা করিলেন পাছে। সে রাত্রি তথায় রহি তবে আর দিনে। গৃহে আইলেন মহাপ্রভু লক্ষী সনে। লক্ষীর সহিতে প্ৰভু চড়িয়া দোলায়। আইসেন দেখিতে সকল লোক ধায়। গন্ধমাল্য অলঙ্কার মুকুট চন্দন। কজুলে উজ্জ্বল হৈলা লক্ষী নারায়ণ ॥ সৰ্ব্বলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে। বিশেষে স্ত্রীগণ অতি পড়িলেন ভোলে ৷ কত কালা বধি ভগবতী হর গৌরী। নিষ্কপটে সেবিলেন কত ভক্তি করি। অল্পভাগ্যে কন্যার কি হেন স্বামি মিলে। এই হরগৌরী হেন বুঝি কেহ বলে ॥ কেহো বলে ইন্দ্রশচী রতি বা মদন। কোন নারী বলে লই লক্ষী নারায়ণ ॥ কোনো নারী গণ বলে যেন সীতা রাম। দোলাপরি শোভিয়াছে অতি অনুপাম ॥ এইমতে নানাৰূপে বলে নারীগণ । শুভদৃষ্টে সভা দেখে লক্ষ্মী নারায়ণ ॥ হেন মতে নৃত্য গীতে বাদ্য কোলাহলে। নিজ গৃহে আইলেন প্রভু সন্ধ্যাকালে। তবে শচী দেবী বিপ্ৰ পত্নীগণ লৈয় । পুত্রবধু ঘরে আনিলেন হৃষ্ট হৈয়া। বিপ্ৰ আদি যত জাতি নট বাজনীয়। সভারে তুষিলা ধন বস্ত্র বাক্যদিয়া ॥ ষে শুনয়ে প্রভুর বিবাহ পুণ্য কথা। তাঁহার সংসার বন্ধ না হয় সৰ্ব্বথা ॥ প্রভু পাশ্বে লক্ষীর হইল অবস্থান। শচী গৃহে হইল পরম জ্যোতিধাম ॥ নিরবধি দেখে শচী কি ঘর বাহিরে। পরম অদ্ভুত জ্যোতি লখিতে ন পারে। কখন পুত্রের পাশে দেখে অগ্নিশিখা। উল টিয়া চাচিতে না পায় তার দেখা ॥ কমল পুষ্পের গন্ধ ক্ষণে ক্ষণে পায়। পরম বিস্মিত আই চিন্তয়ে সদায়। তাই চিন্তে বুঝিলাম কারণ ইহার। এ কন্যায় অধি ষ্ঠান আছে কমলার। অতএব জ্যোতি দেখি পদ্মগন্ধ পাই। পূৰ্ব্বপ্রায় এবে আর দারিদ্র দুঃখ নাই। এইলক্ষী বধু আসি গৃহ প্রবেশিলে। কোথা হৈতে না জানি আসিয়া সব মিলে ॥ এইমত আই নানা মনঃকথা কয় । ব্যক্ত হইয়াও প্র ভু ব্যক্ত নাহি হয়। ঈশ্বরের ইচ্ছ। বুঝিবার শক্তি আছে করি। কিৰূপে কখন কোনকালে বা বিহার ॥ ঈশ্বরে সে আপনারে না জানয়ে যবে । লক্ষীও জানি ত শক্তি না ধরেণ তবে । এইসব শাস্ত্রে বেদে পুরাণে বাখানে। তান রুপা