পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R 학f S হয় যারে সেই তারে জানে ॥ এইমতে গুপ্ত ভাবে আছে দ্বিজরাজ। অধ্যয়ন বিনা অার নাহি কোন কাজ ॥ জিনিয়া কন্দৰ্প কোটি ৰূপ মনোহর। প্রতি ভাঙ্গে নিরুপম লাবণ্য সুন্দর। আজামু লম্বিত ভুজ কমল নয়ান। অধরে তামূল দিব্য বাস পরিধান। সৰ্ব্বদায় পরিহাস মূৰ্ত্তি বিদ্যাবলে । সহস্র পড়য়া সঙ্গে যবে প্রভু চলে। সব নবদ্বীপে ভ্ৰমে ত্রিভুবন পতি। পুস্তকের রূপে করে প্রিয়া সর স্বতী ॥ নবদ্বীপে হেন নাই পণ্ডিতের নাম। যে আসিয়া বুঝিবেক প্রভুর আখ্যা ন ॥ সবে এক গঙ্গাদাস মহাভাগ্যবান। যার ঠাঞি করে প্রভু বিদ্যার আদান সকল সংসারে দেখি বলে ধন্য ধন্য। এ নন্দন যাহার তাহার কোন দৈন্য । য তেক প্রকৃতি দেখে মদন সমান। পাষণ্ডী দেখয়ে যেন যম বিদ্যমান ৷ পণ্ডিত সকল দেখে যেন বৃহস্পতি । এইমত দেখে সভে ষার যেন মতি ॥ দেখি বিশ্বম্ভর ৰূপ সকল বৈষ্ণব ॥ হরিষ বিমাদ মনে ভাবে নিরন্তর ॥ হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণ রস। কিকরিবে বিদ্যায় হইলে কাল বশ । মোহিত বৈষ্ণব সব প্রভুর মায়ায় । দেখিয়াও তবু কেহ দেখিতে নাপায়। সাক্ষাতেও প্রভু দেখি কেহোই বলে। কিকার্যে গোঙাও কাল তুমি বিদ৷ ভোলে ॥ শুনিয়া হাসয়ে প্রভু সেব কে বাক্য। প্রভু বোলে তোমরা শিক্ষাও মোর ভাগ্য ৷ হেনমতে প্ৰভু গোঙা য়েন বিদারসে । সেবকে চিনিতে নারে অন্যজন কিসে । চতুৰ্দ্দিগ হৈতে লোক নবদ্বীপে যায়। নবদ্বীপে পড়িলেসে বিদ্যারস পায় ॥ চাটাগ্রাম নিবাসিও অনে ক তথায়। পড়েন বৈষ্ণব সব মহা সুখ পায়। সভেই জন্মিয়ছেন প্রভুর আজ্ঞ; য়। সভেই বিরক্ত কৃষ্ণভক্ত সৰ্ব্বথায় ৷ অন্যোন্যে মিলি সভে পড়িয়া শুনিয়া। ক রেন গোবিন্দ চর্চ। নিভৃতে বসিয় ॥ সৰ্ব্ব বৈষ্ণবের প্রিয় মুকুন্দ একান্ত। মুকু নের গানে দ্রবে সকল মহান্ত ॥ বিকাল হইলে আসি ভাগবতগণ । অদ্বৈত স ভায় আসি করেন মিলন। যেই মাত্র মুকুন্দ গায়েন কৃষ্ণগীত । হেন নাহি জ। নি কে পড়য়ে কেন ভীত ॥ কেহ কন্দে কেহ হাসে কেহ নৃত্য করে । গড়। গড়ি যায় কেহ বস্ত্র না সম্বরে । হুহুঙ্কার করে কেহ মালসাট মারে । কেহ গিয় মুকুন্দের দুইপায়ে ধরে ৷ এইমতে উঠয়ে পরমানন্দ মুখ। নাজানে বৈষ্ণৰ সব আর কোন দুঃখ। প্রভুও মুকুন্দ প্রতি বড় মুখি মনে। দেখিলেই মুকুন্দেরে ধ রেন, আপনে। প্রভু জিজ্ঞাসেন ফাকি বাখানে মুকুন্দ। প্ৰভু বোলে কিছু নহে বড় লাগে দ্বন্দ। মুকুন্দ পণ্ডিত বড় প্রভুর প্রভাবে ॥ পক্ষ প্রতিপক্ষকরি প্রভু সঙ্গে লাগে ৷ এইমত প্রভু নিজ সেবক চিনিয়া। জিজ্ঞাসেন ফাকি সতে যান পলাইয়া ॥ ঐবfসাদি দেখিলেও ফাকি জিজ্ঞাসেন । মিথ্যা বাক্য ব্যয় ভয়ে সভে পলায়েন। সহজে বিরক্ত সভে শ্ৰীকৃষ্ণের রসে। কৃষ্ণব্যাখ্যা বিনা তার কিছুই ন৷ বাসে। দেখিলেই প্রভু মাত্র ফকিসে জিজ্ঞাসে। প্রবোধিতে নারে কেহ পলায়েন