পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© Ꮼ टॉमj < ॐ জিনিব কেমনে । ইহার অভ্যাস মাত্ৰ সবে ব্যাকরণে ॥ ঠেকাইমু আজি জিজ্ঞা সিয়া অলঙ্কার । মোর সনে গৰ্ব্ব যেন না করেন আর ॥ লাগিল জিজ্ঞfলা মুকুন্দে র প্রভু সনে। প্ৰভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে ॥ মুকুন্দ বলেন ব্যাকরণ শিশু শfস্ত্র। বালকেতে ইহার বিচার করে মাত্র । অলঙ্কার বিচার করিব তোমা সনে । প্রভু কহে বুঝ তোমার যেবালয় মনে ॥ বিষম২ যত কবিত্ব প্রচার। পডিয়া মুকুন্দ জিজ্ঞাসয়ে অলঙ্কার । সৰ্ব্ব শক্তি ময় গৌরচন্দ্র অবতার। খণ্ডং করি দোষে সব অলঙ্কার । মুকুন্দ স্থাপিতে নারে প্রভুর খণ্ডন। হাসিয়া২ প্রভু বলে ন বচন ৷ আজি ঘরে গিয়া ভাল মতে পুথি চাহ। কালি বুঝিবাঙ ঝাট আসি বারে চাহ । চলিলা মুকুন্দ লই চরণের ধুলী। মনেই চিন্তয়ে মুকুন্দ কুতূহলী। মনুষ্যের এমন পাণ্ডিত্য আছে কোথা । হেন শাস্ত্র নাহিক অভ্যর্ষ নাহি যথা । এম ন সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যবে । তিলেক ইহার সঙ্গ নাছাডি যে তবে ॥ এইমতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর। ভ্ৰমিতে দেখেন আর দিনে গদাধর। হাসি দুই হাথে প্রভু রাখিল ধরিয়া। ন্যায় পড় তুমি আমাযাও প্ৰবোধিয়া ৷ জিজ্ঞাসহ গদাধর বল য়ে বচন । প্রভু বোলে কহ দেখি মুক্তির লক্ষণ ॥ শাস্ত্র অর্থ যেন গদাধর বাখ। নিল । এভু বোলে ব্যাখ্যা না করিতে জানিলা । গদাধর বোলে অত্যন্তিক দুঃখ নাশ । ইহারেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ । নানাৰূপে দোষে প্রভু রসস্বতী পতি । হেন নাহি তার্কিক যে তাঁহ করে স্থিতি ॥ হেন জন নাহিযে প্রভুর সনে বোলে। গদাধর ভাবে আজি বৰ্ত্তি পলাইলে ॥ প্ৰভু বোলে গদাধর আজি যাহ ঘর। কালি বুঝবাঙ তুমি আসিহ সত্বর ॥ নমস্করি গদাধর চলিলেন ঘরে। ঠাকুর ভ্রমেণ সৰ্ব্ব নগরে২ ॥ পরম পাণ্ডিত্য জ্ঞান হইল সভার । সভেই করেন দেখি সংক্রম অপার। বিকালে ঠাকুর সর্ব পড়য়ার সঙ্গে । গঙ্গাতীরে আসিয়া বসেন মহারঙ্গে । সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর । ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর তুর্দিগে বেঢ়িয়া বৈসেন শিষ্যগণ । মধ্যে শাস্ত্র বাখানেন শ্ৰীশচী নন্দন ॥ বৈ Fব সকল যথা সন্ধ্যাকাল হৈলে। আসিয়া বৈসেন গঙ্গাতীরে কুতুহলে। দুরে থাকি প্রভুর ব্যাখ্যান সভে শুনে । হরিষ বিষাদ সভে ভাবে মনে লনে ॥ কেহ বোলে হেনৰূপ হেন বিদ্য যার । নাভজিলে কৃষ্ণ কিছু নহে উপকার। সভেই লেন ভাই উহানে দেখিয়। ফাকি জিজ্ঞাসার ভয়ে যাই পলাইয়া। কেহে বলে দেখ পাইলে না দেন এডিয়া । মহা দানী প্রায় যেন রাখেন বান্ধিয় ॥ কেহ লে ব্রাহ্মণের শক্তি অমানুষী । কোন মহা পুরুষ বা হয়ে হেন বাসী ॥ যদ্য পও নিরন্তর বখানেন ফাকি । তথাপি সন্তোষ বড় পাঙ ইহ দেখি ॥ মনুষ্যে এমত পাণ্ডিত্য দেখিনাঞি কৃষ্ণ না ভজেন সবে এই দুঃখ পাই। অন্যো ন্য সভেই সাধেন সভা প্রতি। সভে বলে উহান হউক কৃষ্ণেরতি ॥ দণ্ডবত