পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবf f Y3) ©Ꮈ 。 j ©f হই সভে পড়িল গঙ্গারে। সৰ্ব্ব ভাগবত স্ট্র আশীৰ্ব্বাদ করে*/হেন কর কৃষ্ণ জগন্নাথের নন্দন । তেীর রসে মত্ত হ ফ্লমেন" নিরবধি প্রেম ভাবে ভজুক তোমারে। হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমৗসভীরে অন্তর্ঘামি প্ৰভু চিত্ত জানেন সভার । শ্ৰীবাসদি দেখিলেই করে নমস্কার। ভক্ত আশীৰ্ব্বাদ প্রভু শিরে করি লয়। ভক্ত আশীৰ্ব্বাদে সে কৃষ্ণেতে রতি হয়। কেহ২ সাক্ষাতেই প্রভু দেখি বলে। কি কাৰ্য্যে গোঙাও কাল তুমি বিদ্যা ভোলে ৷ কেহ বলে হের শুন নিমঞি পণ্ডিত। বিদ্যায় কি কায কৃষ্ণ ভজহু তুরিত ॥ পড়ে কেনে লোক কুষ্ণ ভক্তি জানিবারে । সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। হাসি বোলে প্রভু বড় ভাগ্য সে আমার । তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভজিবার। তুমি সব যারে কর শুভানুসন্ধান। মেীর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। কতোদিন প ড়াইয়া মোর চিত্তে আছে। চলিব বুঝিয়া ভাল বৈষ্ণবের কাছে। এত বলি হাসে প্রভু সেবকের সনে। প্রভুর মায়ায় কেহ প্রভু নাহি চিনে ৷ এইমত ঠাকুর সভার চিত্ত হরে। হেন নাহি যেজনে অপেক্ষা নাহি করে ৷ এইমত ক্ষণে প্রভু বৈসে গঙ্গ। তীরে। কখন ভ্রমেণ প্রতি নগরে নগরে ৷ প্ৰভু দেখিলেই মাত্র নগরীয়াগণ । প রম অীদর করি বন্দেন চরণ ॥ নারীগণ দেখি বলে এইবা মদন। স্ত্রীলোকে প। উক জন্মে জন্মে হেনধন। পণ্ডিতে দেখয়ে বৃহস্পতির সমান। বৃদ্ধ আসি পদ পদ্মে করয়ে প্রণাম ॥ যোগীগণে দেখে যেন সিদ্ধ কলেবর । দুষ্ট জন দেখে যেন মহা ভয়ঙ্কর। দিবসেক প্রভু যারে করেন সম্ভাষ । বন্দি পায় হয় যেন পরে প্রেম ফঁস ৷ বিদ্যরসে করে প্রভু যত অহঙ্কার। শুনিলে তথাপি প্রীত করেন অপার ॥ যবনেও প্রভু দেখি করে বড় প্রীত। সৰ্ব্বভূত কৃপালুতা প্রভুর চরিত। পড়ায় বৈ কুণ্ঠনাথ নবদ্বীপ পুরে। মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তের মন্দিরে। পক্ষ প্রতিপক্ষ স্বত্র খণ্ডন স্থাপন। বাখানে অশেষ ৰূপ শচীর নন্দন। গোষ্ঠীসহ মুকুন্দ সঞ্জয় ভাগ, বান। ভাসয়ে আনন্দে মৰ্ম্ম ন জানয়ে তনি। বিদ্যাজয় করিয়া ঠাকুর যায় ঘরে । বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। এক দিন মহাবায়ু মান্দা করি ছল। প্রকা শেন প্রেম ভক্তি বিকার সকল ৷ আচম্বিতে প্ৰভু অলৌকিক শব্দ বোলে। গড়াগ ড়ি যায় হাসি ঘর ভাঙ্গিফেলে। হুঙ্কার গজ্জন করে মালসটি মারে । সম্মুখে দে খয়ে যারে তাহারেই মারে। ক্ষণে২ সৰ্ব্ব অঙ্গ স্তম্ভাকৃতি হয় । হেন মুচ্ছ হয় লোকে দেখি পায় ভয় ॥ শুনিলেন বন্ধুগণ বায়ুর বিকার । ধাইয়া আসিয়া সভে করে প্রতিকার। বুদ্ধিমন্ত খান আর মুকুন্দ সঞ্জয়। গোষ্ঠীসহ আইলেন প্রভুর আলয় বিষ্ণুতৈল নারায়ণতৈল দেন শিরে। সভে করে প্রতিকার যার যেন ফুরে। আপন ইচ্ছায় প্রভু নানা কৰ্ম্ম করে। সে কেমনে সুস্থ হইবেক প্রতি কুরে ৷ সৰ্ব্বঅঙ্গে কম্প প্রভু করে আস্ফালন। হুঙ্কার শুনিতে ভয় পায় সৰ্ব্বজন।