পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভু বোলে মুঞি সৰ্ব্বলোকের ঈশ্বর। মুঞি বিশ্বধরে মোর নাম বিশ্বম্ভর । মু ঞি সেই মোরেত না চিনে কোন জনে । এতবলি নড়দেই ধরে সর্বজনে ॥ আ পন প্রকাশ প্রভু করে বায়ছলে। তথাপি না বুঝে কেহ তীন মায় বলে। কেহ বলে দানব হইল অধিষ্ঠান। কেহ বলে হেন বুঝি ডাকিনীর কম। কেহ বলে সদাই করয়ে বাক্য ব্যয় । অতএব হৈল বায়ু জানিহ নিশ্চয় ॥ এইমত সৰ্ব্ব জন করেন বিচার। বিষ্ণু মায়া মোহে তত্ব না জানিয়া তার ৷ বহুবিধ পাক তৈল সভে দেন শিরে। তৈলদ্রোণে থই তৈল দেন কলেবরে ৷ তৈলদ্রোণে ভাসে প্ৰভু হাসে খলখল ॥ সত্য যেন মহীবায় করিয়াছে বল। এইমত আপন ইচ্ছায় লীলা করি। স্বভাব হইল প্রভু বায়ু পরিহরি। সৰ্ব্বগণে উঠিল আনন্দ হরিদ্বনি কে কাহারে বস্ত্র দেয় হেন নাহি জানি ॥ সৰ্ব্বলোকে শুনিয়া হইল হরষিত । সভে বলে জীউ জীউ এহেন পণ্ডিত ॥ এইমত রঙ্গ করে বৈকুণ্ঠের রায়। কে তানে জানি তে পারে যদি না জানায়। প্রভুরে দেখিয়া সব বৈষ্ণেবেরগণ। সভে বলে ভঙ্গ বাপ কঞ্চের চরণ ॥ ক্ষণেক নাহিক বাপ অনিত্য শরীর। তোমারে কে শিখ ইব তুমি মহাধীর । হসি প্রভু সভারে করিয়া নমস্কার। পড়াইতে চলে শিষ্য সংহতি অপৗর ॥ মুকুন্দ সঞ্জয় পুণ্যবস্তের মন্দিরে। পড়ায়েন প্ৰভু চণ্ডিমণ্ডপ ভিতরে। পরম সুগন্ধি পাকতৈল প্রভু শিরে। কোন পুণ্যবস্ত দেয় প্রভু ব্য খ্যা করে । চতুর্দিগে মহা পুণ্যবস্তু শিষ্যগণ । মাঝে প্রভু ব্যাখ্যাকরে জগতজীবন সে শোভার মহিমাত কহিতে ন পারি। উপমা বা দিব কোন না দেখি বিচারি। হেন বুঝি ষেন সনকাদি শিষ্যগণ। নারায়ণ বেড়ি বৈসে বদরিকাশ্রম। তাহাস ভা লৈয়া যেন সে প্রভু পড়ায় । হেন বুঝি সেই লীলা করে গৌররায় । সেই বদ রিকাশ্রম বাসী নীরায়ণ | নিশ্চয় জনিহ এই শচীর নন্দন। অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে। বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে । তবে শিষ্যগণ লৈয়া গঙ্গাস্নানে চলে । গঙ্গাজলে বিহার করিয়া কতক্ষণ । গৃহে আসি করে প্রভু শ্ৰীকৃষ্ণ পূজন ॥ তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি। ভে। জনে বসিলা গিয়া বলি হরি হার ॥ লক্ষী দেন অন্ন খান বৈকুণ্ঠের পতি। নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী ৷ ভোজন অন্তরে করি তাম্বল চৰ্ব্বণ। শয়ন করেন লক্ষী সেবেন চরণ। কতক্ষণ যোগ নিদ্রা প্রতি দৃষ্ট দিয়া । পুনঃ প্রভু চলিলেন পুস্তক লইয়। নগরে আসিয়া করে বিবিধ বিলাস। সভার সহিতে করে হাসিয়া সন্মাব | যদ্যপি প্রভুর কেহ তত্ব নাহি জানে । তথাপি সাধস করে দেখি সৰ্ব্ব জনে ॥ নগর ভ্রমণ করে শচীর নন্দন। দেবের দুল্লভ বস্তু দেখে সৰ্ব্বজন ॥ . উঠি লেন প্রভু তন্ত্রবায়ের নগরে। দেখিয়া সংক্রমে তন্ত্রবায় নমস্করে ৷ ভীল বস্ত্র অন ভু বলয়ে বচন। তন্ত্রবায় বস্ত্ৰ আনিলেন সেইক্ষণ। প্ৰভু বোলে এবস্ত্রের কি .బ : పీA&uశk&l