পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদ্যখণ্ড స్క్రిe ধতি। সকল সংপূর্ণ করি খুইলেন তথা । পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ । সেই লীলা করে এবে শচীর নন্দন। তবে প্ৰভু গেল। শঙ্খ বর্ণিকের দ্বারে। দেখি শঙ্খবর্ণিক সন্ত্রমে নমস্কারে। প্ৰভু বোলে দিব্য শঙ্খ আন দেখি ভাই। কে মতে বা নিব শঙ্খ কপর্দক নাই। দিব্য শঙ্খ শাখার আনিয়া সেই ক্ষণে ॥ প্ৰভু র ঐহস্তে দিয়া বলে প্রীতমনে ॥ শঙ্খ লই ঘরে তুমি চলহ গোসাঞি। পাছে কড়ি দিহ না দিলেও দায় নাঞি তুষ্ট হইলা প্রভু শঙ্খবর্ণিক বচনে। চলিলেন হাসি শুভ দৃষ্টি করি তানে ৷ এইমত নবদ্বীপে যত নগরীয় । সভার মন্দিরে প্রভু বুলেন ভ্ৰমিয়া। সেই ভাগ্যে অদ্যাপিও নাগরিকগণ। গায়েন চৈতন্য নি ত্যানন্দের চরণ ॥ নিজ ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান। সৰ্ব্বজ্ঞেয় ঘরে প্রভু করিলা পয়ান। দেখিয়া প্রভুর তেজ সেই সৰ্ব্বজান। বিনয় সন্ত্রম করি করিলা প্রণাম । প্রভু বোলে তুমি সৰ্ব্ব জান ভালে শুনি। বল দেখি আর জন্মে কে আছিলাম আমি ॥ ভাল বলি সুরুতি সৰ্ব্বজ্ঞ চিন্তে মনে। জপিতে গোপাল মূৰ্ত্তি দেখে সে ইক্ষণে। শঙ্খচক্র গদাপদ্ম চতুভুজ খাম। শ্ৰীবৎস কৌস্তুভ অঙ্গে মহাজ্যোতি ধাম । নিশাভাগে দেখে অবতীর্ণ বন্দি ঘরে । পিতা মাতা দেখয়ে সমুখে স্তুতি করে। সেইক্ষণে দেখে পিতা পুত্ৰ লইয়া কোলে। সেই রাত্রে খুইলেন আনি য়া গোকুলে। পুন দেখে মোহন দ্বিভূজ দিগম্বরে। কটিতে কিঙ্কিণী নবনীত দুই করে। নিজ ইষ্টমন্ত্র যাহা চিন্তে অনুক্ষণ । সৰ্ব্বজ্ঞ দেখয়ে সেই সকল লক্ষণ ॥ পুন দেখে ত্রিভঙ্গিম মুরলী বদন। চতুদিগে যন্ত্র গীত গায় গোপীগণ ॥ দেখিয় অস্তুত চক্ষু মেলি সৰ্ব্বজান । প্রভুরে চাহিয়া পুনঃ পুন করে ধ্যান। সৰ্ব্বজ্ঞ কহ য়ে প্রভু শ্ৰীবাল গোপাল। কে আছিল এই বিপ্র দেখাও সকাল । তবে দেখ ধনু দ্ধর দুৰ্ব্বাদলশ্বাম। বীরাসনে প্রভুরে দেখয়ে সৰ্ব্বজান । পুন দেখে প্রভুরে প্রল য় জল মাঝে। অদ্ভুত বরাহ মূৰ্ত্তি দন্তে পৃথ্বী সাজে । পুন দেখে প্রভুরে নৃসিং হ অবতার। মহাউগ্ৰ ৰূপ ভক্ত বৎসল অপার। পুন দেখে প্রভুরে বামনৰূপ ধারী। বলি যজ্ঞ ছলিতে আছেন মায়া করি । পুন দেখে মৎস্য ৰূপে প্রলয়ের জলে । করিতে আছেন জল ক্রীড়া কুতূহলে। মুকুতি সৰ্ব্বজ্ঞ পুন দেখয়ে প্রভু রে। মত্ত হলধর রূপ শ্ৰীমুষল করে । পুন দেখে জগন্নাথ মূৰ্ত্তি সৰ্ব্বজান ! মধ্যে শোতে সুভদ্র দক্ষিণে বলরাম ৷ এইমত ঈশ্বর তত্ব দেখি সৰ্ব্বজান । তথাপি না বুঝে কিছু হেন মায়। তান । চিস্তয়ে সৰ্ব্বজ্ঞ মনে হইয়া বিস্মিত। হেন বুঝি এব্রাহ্মণ মহামন্ত্র বিত ৷ অথবা দেবতা কোন আসিয়া কৌতুকে। পরীক্ষিতে অামারে বা ছলে বিপ্ৰৰূপে অমানুষী তেজ দেখি বিপ্রের শরীরে । সৰ্ব্বজ্ঞ ক রিয়া কিবা কদর্থে আমারে। এতেক চিন্তিতে প্রভু বলিল হাসিয়া। কে আমি কি দেখ, কেন কহনা ভঙ্গিয়া। সৰ্ব্বজ্ঞ বলয়ে তুমি চলহ এখনে। বিকালে বলি: