পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । دارد ব মন্ত্র জপি ভাল মনে ॥ ভালং বলি প্ৰভু হাসিয়া চলিলা। তবে প্রভু প্রধরের মন্দিরে আইলা । গ্রীধরেরে বড় প্রভু সন্তুষ্ট অন্তরে। নানা চল করি প্রভু আই সে তার ঘরে। বাক কাৰ্য পরিহাস ঐঅধরের সঙ্গে। দুই চারি দণ্ড করি চলে প্রভু রঙ্গে ৷ প্ৰভু দেখি ঐধর হইল নমস্কার । শ্রদ্ধা করি আসন দিলেন বসি বার। পরম সুশান্ত শ্ৰীধরের ব্যবসায় । প্রভু বিহরেণ যেন উদ্ধতের প্রায় ৷ প্ৰ ভু বোলে ঐধর তুমি যেই অনক্ষণ । হরিং বল তবে দুঃখ কিকারণ। লক্ষীকা ন্ত সেবন করিয়া কেন তুমি । অন্নবস্ত্রে দুঃখ পাও কহ দেখি শুনি । ঐ অধর ব লেন উপবাসত না করি । ছোট হউক বড় হউক বস্ত্র দেখ পরি। প্ৰভু বোলে দেখিলাম গাঠ দশ ঠাঞি । ঘরে বল এই দেখিতেছি খড় নাই ॥ দেখ এই চণ্ডী বিষ হরিরে পূজিয়া। কেনে ঘরে খায় পরে বসন গরিয়া। ঐধর বলেন বিপ্ৰ কহিল। উত্তম । তথাপি সভার কাল যায় এক সম । রভু ঘরে থাকে যার দিব্য খায় পরে। পশু পক্ষ থাকে দেখ বৃক্ষের উপরে। কাল পুন সভার সমান হই য়া যায়। সভে নিজ কৰ্ম্মে ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্ৰভু বোলে তোমার বিস্তর আছে ধন। তাহ তুমি লুকাইয়া করহ ভোজন। তাহ আমি বিদিত করিব কত দিনে। তবে তুমি দেখি লোক ভাণ্ডাও কেমনে। ঐধর বলেন ঘরে চলহ পণ্ডি ত। তোমায় অামায় দ্বন্দ না হয় উচিত ৷ প্ৰভু বোলে আমি তোমা না ছাড়ি এমনে । কি আমারে দিব। তাহা বল এইক্ষণে ॥ শ্রীধর বলেন আমি খোলা বে fচ খাই। ইহাতে কি দিব তাহ বলহ গোসাঞি প্ৰভু বোলে যে তোমার পোত ধন আছে। সে থাকুক এখনে পাইব তাহ পাছে ৷ এবে কলা থোড় পাত দেহ কড়ি বিনে । দিলে আমি কন্দল না করি তোমা সনে ॥ মনে ভাবে ঐধর উদ্ধত বিপ্র বড় । কোন দিন আমারে কিলায় পাছে দড় ॥ মরিলেও হে। ক্ষণের কি করিতে পারি। কড়ি বিনা প্রতিদিন দিবারেও নারি ॥ তথাপিও বলে ছলে যে লয় ব্রাহ্মণে । সে আমার ভাগ্য বটে দিব প্রতি দিনে ॥ চিন্তিয়া গ্রীধর বলে শুনহ গোসাঞি । কড়িপাতি কিছুই তোমার দায় নাঞি ॥ থোড় কলা খোল পাত দিব এই মেনে । সৰ্ব্বদায় কন্দল না কর অাম সনে। প্ৰভু বোলে ভালং আর দ্বন্দ নাঞি সবে থোড় কলাপাত ভাল যেন পাই ॥ তাহার খোলায় নিত্য করেন ভোজন। যার থোড় কলামুলা হয় ঐব্যঞ্জন ॥ শ্ৰীধরের গাছে যেই লাউ ধরে চালে। তাহ খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। প্ৰভু বোলে আমারে কি বা সহ শ্ৰীধর । তাহা কহিলেই আমি চলি যাই ঘর। শ্ৰীধর বলেন তুমি বিপ্ৰ বি য অংশ। প্ৰভু বোলে না জানিলা আমি গোপ বংশ । তুমি আম দেখ যেন ব্রাহ্মণ ছাওয়াল। আমি আপনারে বাসি যেহেন গোপাল । হাসেন শ্ৰীধর শুনি প্রভুর বচন । না চিনিল নিজ প্ৰভু মায়ার কারণ ৷ প্ৰভু বোলে শ্ৰীধর তোমারে