পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । v9) vSბ লেীকে বলে মূৰ্ত্তিমন্ত এইবা মদন ॥ ললাটে তিলক উদ্ধ পুস্তক ঐকরে। দৃষ্টি মাত্রে পদ্মনেত্ৰে সৰ্ব্ব পাপ হরে ৷ স্বভাব চঞ্চল পড়ুয়ার বর্গ সঙ্গে। বাহু দোলাইয়া প্রভু আইসেন রঙ্গে ৷ দৈবে পথে আইসেন পণ্ডিত শ্ৰীবাস। প্ৰভু দেখি মাত্র তান হৈল মহ হাস। তানে দেখি প্রভু করিলেন নমস্কার। চিরজীবি হও ব লে ঐবাস উদার ॥ হাসিয়া ঐবাস বলে কহ দেখি শুনি । কোথা চলিয়াছ উদ্ধতের চূড়ামণি ॥ কৃষ্ণ না ভজিয়া কাল কিকাৰ্য্য গোঙাও । রাত্রি দিন নির বধি কেনেবা পডা ও ৷ পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে । সে যদি ন হিল তবে বিদ্যায় কি করে । এতেকে সৰ্ব্বদা ব্যর্থ না গোঙাও কাল। পড়িল৷ ত এবে কৃষ্ণ ভজহ সকাল। হাসি বোলে মহাপ্ৰভু শুনহ পণ্ডিত। তোমার রূপায় তাহ হইব নিশ্চিত। এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা । গঙ্গাতীরে আসি শিষ্য সহিতে বসিল । গঙ্গাতীরে বসিলেন শ্ৰীশচী নন্দন। চতুৰ্দ্দিগে ব সিলেন সব শিষ্যগণ ॥ কোটি মুখে সেত শোভা না পারি কহিতে। উপমাও তার নাহি দেখি ত্ৰিজগতে ॥ চন্দ্র তারাগণ বা বলিব তাহা নহে । সকলঙ্ক তার কলাক্ষয় বৃদ্ধি হয়ে ৷ সৰ্ব্বকাল পরিপূর্ণ এ প্রভুর কল। নিষ্কলঙ্ক তেঞি সে উপমা দূর গেলা । বৃহস্পতি উপমাও দিতে না জুয়ায়। তিহে একপক্ষ দেবগণের সহায় ৷ এপ্রভু সভার পক্ষ সহায় সভার। অতএব সে দৃষ্টান্ত না হয় ইহার ॥ কাম দেব উপমা বা দিব সেক নহে । তিঙ্গে চিত্তে জাগিলে চিত্ত্বের ক্ষোভ হয়ে । এ প্রভু জাগিলে চিত্তে সৰ্ব্ববন্ধ ক্ষয় । পরম নিৰ্ম্মল চিত্ত সুপ্রসন্ন হয় ৷ এইমত সকল দৃষ্টান্ত যোগ্য নয়। সবে এক উপমা আমার চিত্তে লয় ॥ কালিন্দীর তীরে যেন ঐনন্দ কুমার। গোপবৃন্দ মধ্যে যেন করিলা বিহার । সেই গোপবৃন্দ লই সেই কৃষ্ণচন্দ্র । বুঝি দ্বিজৰূপে গঙ্গাতীরে করে রঙ্গ ॥ গঙ্গাতীরে যে যেজন দেখে প্রভুর মুখ । সেই পায় অতি অনিৰ্ব্বচনীয় সুখ ॥ দেখিয় প্রভুর তেজ আতি বিলক্ষণ। গঙ্গাতীরে কানাকীনী করে সর্ব জন ॥ কেহ বলে এত তেজ মনুষ্যের নয়। কেহ বলে এ ব্রাহ্মণ বিষ অংশ হয় ৷ কেহ বলে বিপ্ৰ রাজা হইবেক গৌড়ে । সেই বুঝি এই হেন কখন না নড়ে ॥ রাজ ত্ররাজ চিহ্ন দেখিয়ে সকল । এইমত বলে যার যত বুদ্ধি বল ॥ অধ্যাপক প্রতি সব কটাক্ষ করির। ব্যাখ্যা করে প্রভু গঙ্গা সমীপে বসিয় ॥ হয় ব্যাখ্যা নয় করে নয় করে হয়। সকল খণ্ডিয়া শেষে সকল স্থাপয়। প্রভু বলে তারে আমি কহি যে পণ্ডিত। এক বার ব্যাখ্যা করে আমার সমীপ ॥ সেই ব্যাখ্যা যদি বখিনিয়ে আরবার। আম, প্রবোধিবে হেন দেখি শক্তি করে ৷ এইমত ঈশ্বর ব্যঞ্জেন অহঙ্কার । সৰ্ব্ব গৰ্ব্ব চূর্ণ হয় শুনিয়া সভার। কতবা প্রভুর শিষ্য তার অন্ত নাই। কুতুবা মণ্ডলী হই পড়ে ঠাঞি ঠাঞি ॥ প্রতি দিন দশ বিশ ব্রাহ্মণ কুমার আ!