পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত | כף সেইক্ষণে । তবে লক্ষীদেবী গিয়া পরমসন্তোষে । রান্ধেন বিবিধ তবে প্রভু আ৷ সি বৈসে ৷ সন্ন্যাসীগণেরে প্রভু অপিনে বসিয়া । তুষ্টকরি পাঠায়েন ভিক্ষা করা ইয়৷ এইমত যতেক অতিথী আসি হয়। সভারেই সন্তুষ্ট করেন মহাশয় । গৃহস্থে রে মহাপ্রভু শিক্ষায়েন ধৰ্ম্ম। অতিখার সেবা গৃহস্থের মূলকৰ্ম্ম । গৃহস্থ হইয়। যদি অতিথী না করে। পশু পক্ষ হইতেও অধম বলিতারে । যার বা না থাকে কিছ পূৰ্ব্বৗদৃষ্ট দোষে । সেহে তৃণজল ভুমি দিবেক সন্তোষে। তথাহি । তুণানি ड्र মিরুদকং বাকু চতুর্থ চক্ষুন্থত। এতান্যপি সতীং গৃহে নচ্ছিদ্যন্তে কদাচন ॥ ধ্রু ॥ সত্য বাক্য কহিবেক করি পরিহার। তথাপি আতিথ্য শুন্য না হয় তাহর । অকৈতবে চিত্ত সুখে যার যেন শক্তি । তাহা করিলেই বলি আতিথের ভক্তি ৷ অতএব আতিথেরে আপনে ঈশ্বরে। জিজ্ঞাসা করেন অতি পরম সাদরে সেই সবে অতিথ পরম ভাগ্যবান। লক্ষী নারায়ণ যারে করে অন্ন দান। যার অন্নে ব্রহ্মাদির আশা অনুক্ষণ। হেন সে অস্তুত তাহ খায় কোন জন ॥ কেহ২ ইতিমধ্যে কহে অন্য কথা । সে অন্নের যোগ্য অন্য না হয় সৰ্ব্বথা ॥ ব্রহ্মা শিব শুক ব্যাস নারদাদি করি । সুর সিদ্ধ করি যত স্বচ্ছন্দ আচরি ॥ লক্ষী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে । জানি সভে আইসেন ভিক্ষুকের রূপে। অন্যথা সেস্থানে যাইবার শক্তি কার। ব্রহ্মাদিক বিন সে কি অন্য পায় আর ॥ কেহ বলে দুঃখিত তারিতে অবতার ৷ সৰ্ব্ব মতে দুঃখিতের করেন উদ্ধার ॥ ব্রহ্মা আদি দেবতার অঙ্গ প্রতি অঙ্গ ৷ সৰ্ব্বথ। তাহারা ঈশ্বরের নিত্য সঙ্গ ॥ তথাপি প্রতিজ্ঞা তার এই অবতারে । ব্রহ্মাদির দুল্লভ দিব সকল জীবেরে ৷ অতএব দুঃখিতেরে ঈশ্বর আপনে । নিজ গৃহে অন্ন দেন নিস্তার কারণে ॥ একেশ্বরী লক্ষনী দেবী করেন রন্ধন। তথাপিও পরম আনন্দযুক্ত মন ৷ লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী দণ্ডে২ আনন্দ বিশেষ বাঢ়ে আতি ॥ উষঃ কাল হৈতে লক্ষী যত গৃহ কৰ্ম্ম। অ, পনে করেন সব এই তান ধৰ্ম্ম । দেব গৃহে করেন যত স্বস্তিক মণ্ডলী। শঙ্খচক্র লিখেন হইয়া কুতুহলী ॥ গন্ধ পুষ্প ধুপ দীপ মুবাসিত জল। ঈশ্বর পূজার স জা করেন সকল । নিরবধি তুলসীর করেন সেবন । ততোধিক শচীর সেবনে তান মন ৷ লক্ষনীর চরিত্র দেখি শ্ৰীগেীর সুন্দর। মুখে কিছু না বলেন সন্তোষ অন্তর। কোন দিন লই লক্ষী প্রভুর চরণ। বসিয়া থাকেন পদ্মমূলে অনুক্ষণ ॥ অদ্ভুত দেখেন শচী পুত্ৰ পদতলে । মহ। জ্যোতিৰ্ম্ময় অগ্নি পঞ্চ শিখ জলে । কোন দিন পদ্মগন্ধ পাই শচী আই । ঘর দ্বার সর্বত্র ব্যাপিত অন্ত নাঞি ॥ হেন মতে লক্ষী নারায়ণ নবদ্বীপে । কেহ নffহ চিনেন আছেন গুঢ় ৰূপে। তবে কত দিনে ইচ্ছাময় ভগবান। বঙ্গদেশ দেখিতে হইল ইচ্ছ। তান । তবে প্ৰভু জননীরে বলিলেন বাণী । কতদিন প্রবাস করিব মাতা আমি ॥ লক্ষী প্রতি